Sunday, October 19, 2025
Homeপড়াশুনাগণিতশাস্ত্রের ইতিহাস pdf বই ডাউনলোড

গণিতশাস্ত্রের ইতিহাস pdf বই ডাউনলোড

গণিতশাস্ত্রের ইতিহাস pdf বই ডাউনলোড । গণনার থেকেই বর্তমান গণিতের জন্ম। অতি প্রাচীন প্রস্তর-যুগে আদিম মানুষ যখন গুহাবাসী ছিল, তখনও সম্ভবতঃ এক-দুই পর্যন্ত গণনা প্রচলিত ছিল। হয়ত সে যুগে পারিবারিক ও সামাজিক জীবনই ভাল করে আরম্ভ হয়নি।

তবু পদার্থের রূপ সম্বন্ধে ধারণা যে নিশ্চয়ই ছিল, তার নিদর্শন পাওয়া গেছে অনুমান পনর হাজার বছর আগেকার স্পেন ও ফ্রান্সের গুহাগাত্রে অঙ্কিত চিত্র এবং স্থানে স্থানে রক্ষিত দ্রব্য-সামগ্রী আর মূর্তি থেকে।

নতুন প্রস্তর যুগে মানুষ খাদ্য ‘আহরণ’ তেকে ‘উৎপাদন’ আরম্ভ করল। সে প্রায় দশ হাজার বছর আগেকার কথা। এই যুগে র মৃৎ শিল্প, কাষ্ঠ শিল্প ও বয়ন শিল্পের অনেক নমুনা ভূগর্ভে প্রোথিত রয়েছে। তার কতকগুলো মাটি খুঁড়ে বের করা হয়েছে। এসব থেকে দেখা যা, তখনেই গ্রাম্য সমাজ স্থাপিত হয়ে গেছে।

ধানের বা গমের গোলা, রুটি সেঁকবার উনুন, কুমোরের চাকা, গাড়ীর চাকা, নৌকা এবং আবাসগৃহ নির্মাণ শুরু হয়েছে। কিন্ত এসব ছিল স্থানিক বৈশিষ্ট্য। এক স্থানে কোনও কিচু উদ্ভাবিত হলেও সে সংবাদ সহজে অন্যত্র পৌঁছেতে পারত না। উদাহরণস্বরূপ বলা যায়, আমেরিকার আদিম অধিবাসীরা ইউরোপের সাদা আদমি দেখাবার আগে কোনও দিন গাড়ীর চাকা দেখেনি।

আরও দেখুনঃ
অংকে অংকে আই কিউ pdf
অংকের ধাঁধা pdf

তবু প্রাচীন প্রস্তুর যুগের চেয়ে নতুন প্রস্তর যুগের লোক অনেক দ্রুতগতিতে উন্নতির পথে অগ্রসর হয়েছে। একালে গ্রামগুলোর মধ্যে পন্যের আদান-প্রদান আরম্ভ হয়ে গিয়েছিল। সুতরাং গণনার আবশ্যকতা নিশ্চয়েই অনুভূত হয়েছিল। তখনকার লোকে তামা ও কাঁসার পাত্র নির্মাণের কৌশলও শিখে ফেলেছে। এ অবস্থায় অবশ্যই ভাষা গঠনও প্রয়োজন হয়েছিল। কিন্তু তখনও সংখ্যার ধারণা বেশ অস্পষ্ট ছিল।

সংখ্যাগুলো সর্বদাই বস্তুর সঙ্গে সংশ্লিষ্ট থাকত – যেমন পাখিটা, একাজোড়া জানোয়ার, এক হাঁড়ি মাছ, দুটো হাত, মানুষগুলো, অনেক গাছ, সাতটা তারা ইত্যাদি। অন্ততঃ অস্ট্রেলিয়া, আমেরিকা ও আফ্রিকার অনেক গোত্রই যে দুশো বছর আগেও এই অবস্থায় ছিল সেটা প্রত্যক্ষ সত্য।

মোটকথা, বস্তু-নিরপেক্ষ বিশুদ্ধ সংখ্যার ধারণা আরও পরে এসেছে। সংখ্যা নির্দেশক শব্দ অল্প কয়েকটি মাত্র ছিল। আরও বৃহৎ সংখ্যা-নির্দেশ প্রথমে শুধু যোগের সাহায্যে, তারপর ক্রমে ক্রমে গুন ও যোগের সাহায্যে করা হত।

নিচে গণিতশাস্ত্রের ইতিহাস pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

গণিতশাস্ত্রের ইতিহাস pdf বই ডাউনলোড

প্রকাশকঃ পড়ুয়া
বইয়ের ধরণঃ পড়াশুনা
বইয়ের সাইজঃ 21.7 MB
প্রকাশ সালঃ 1970 ইং
বইয়ের লেখকঃ কাজী মোতাহার হোসেন


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site