Saturday, October 18, 2025
Homeপড়াশুনাকলনবিলাস pdf বই ডাউনলোড

কলনবিলাস pdf বই ডাউনলোড

কলনবিলাস pdf বই ডাউনলোড । ক্যালকুলাস শব্দটা শোননি এমন উদাহরণ খুব কম পাওয়া যায় আজকাল। ব্যাসিক গণিত ছেড়ে দিয়ে এখন বেশিরভাগ শিক্ষার্থীর আগ্রহের বিষয়ের তালিকা করা হলে সেখানে এই শব্দটা সবার আগে দেখতে পাওয়া যাবে।

কিন্তু আগ্রহের ব্যাপার হলেও বয়স নামের একটা প্রভাবক আছে আমাদের জীবনে। ব্যাপারটা হলো এমন – কোনো এক ব্যাক্তি তার পুরো জীবদ্দশায় কোনোদিনই বাসমতি চালের ভাত খায়নি। তাহলে আর সামনে যদি চিনিগুড়া চালের সুগন্ধি পোলাও রেখে দিলেই সে তো একপ্রকার পাগল হয়ে যাবে।

মেন করবে কি এক রাজীয় খাবার সে খেতে পেলো। এমন উদাহরণ দেওয়ার পেছনে কারণ হলো তোমাদের আমি বুঝাতে চেয়েছি অপক্ক বা দুর্বল ভিত্তি। এই যে, এক শ্রেণীর কথা বললাম, এসব ব্যঅপারে খুব আগ্রহী। তাদের ভিত্তি বলতে কিছুই নেই। আর থাকলেও সেটা হিসাব করার মত মজবুদ না।

আমি যদি তাদের সামনে ক্যালকুলাস না বলে কলনবিদ্যা বলি। ডিফারেন্সিয়েশন না বলে যোগজীকরণ বলি, ইন্ট্রিগেশন না বলে অন্তরীকরণ বলি তাহলেই দেখবা তেমন থুতুভূতু খেয়ে যাবে। “এগুলো আবার কোন প্রাণীর নাম রে বাবা!“ – এমন একটা ভাব দেখতে চাইলে সেই সময় ওদের মুখের দিকে তাকাতে হবে।

আরও দেখুনঃ
Khairul’s Basic Math pdf বই ডাউনলোড
জাদুগণিত pdf বই ডাউনলোড

এটা তো গেলো সীমিত জ্ঞানের বিষয়। আরেক শ্রেণীর জ্ঞানী আছে যার কেবল ক্যালকুলাস নামটার সাথে পরিচিতি। তার সামনে গিয়ে যদি বলো যে তুমি ক্যালকুলাস পারো – সে তো তোমাকে ভবিষ্যৎ গণিতবিদ, নিউটনের বংশধর, লিবনিজের আব্বু সহ আরো অনেক কিচু বানায় ফেলতে পারে।

আসলে এই ক্যালকুলাস নামটার মধ্যেই একটা অজ্ঞাত শক্তি লুকায়িত আছে সেটা অগ্রাহ্য করবো না। তবে আমার ব্যক্তিগত মামত থেকে বলতে পারি ক্যালকুলাস থেকে ত্রিকোণমিতি বেশি বিস্তৃত একটা বিষয়। আর ক্যালকুলাস নিজেও চলার জন্য ত্রিকোণমিতির সাহায্য নিতে বাধ্য।

এখন আবার জিজ্ঞেস করে বসো না যে ত্রিকোণমিতি কি! নবম শ্রেণীতে পড়েছে, এমন যে কেউ এই নামটার সাথে পরিচিত। ছোটদের মধ্যেও অনেকে আছো যারা ত্রিকোণমিতির সাথে পরিচিত। তাহলে তুমি যেখানে ত্রিকোণমিতি পারো, সেখানে ক্যালকুলাস তোমার কাছে ক্যালকুলাস দৈত্যদানব মনে হলে এটা সত্যি দুঃখজনক।

নিচে কলনবিলাস pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

কলনবিলাস pdf বই ডাউনলোড

প্রকাশকঃ মোহাম্মদ জিসান
বইয়ের ধরণঃ পড়াশুনা
বইয়ের সাইজঃ 7.04 MB
প্রকাশ সালঃ 2020 ইং
বইয়ের লেখকঃ মোহাম্মদ জিসান


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site