কমিউনিকেশন নো টেনশন pdf বই ডাউনলোড । যোগাযোগ দক্ষতা বৃদ্ধি উপর অনেক দিন ধরেই প্রশিক্ষণ দিয়ে আসছি আর সেই থেকেই ভাবনা প্রশিক্ষণকে আর একটু সহজভাবে সারা দেশের পাঠকদের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায়। আর সেখান থেকেই আমাদের কাজ শুরু করা।
এই বইটিতে শুধুমাত্র আমরা যোগাযোগ দক্ষতা নিয়ে কাজ করছি না সাথে আমরা যোগাযোগ দক্ষতা থেকে নেতৃত্ব পর্যন্ত পুরো পথটাকে কল্পনায় নিয়ে এসেছি আর সেখানে একজন নেতার কি কি গুন থাকতে হয় তা বিবেচনা করলে দেখা যাবে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো একজন নেতাকে খুব ভালো সম্পর্ক ব্যবস্থাপনায় পারদর্শী হতে হয়।
তাই কোন সম্পর্ক তৈরীর ক্ষেত্রে অন্যতম একটি বিষয় হলো যোগাযোগ দক্ষতা। আর এখানে আমরা এই যোগাযোগ দক্ষতা, সম্পর্ক ব্যবস্থাপনা, নেতৃত্ব এর কলাকৌশল এই তিনটি বিষয়ের সংমিশ্রণে একটা যাত্রা বর্ণনা করেছি।
শুরুতে যেই জিনিসটি করা হয়েছে তা হলো ৩টি সাইকোমেট্রিক টেস্ট এর মাধ্যমে আমরা চেষ্টা করেছি যোগাযোগের দক্ষতায় আপনি কোন যায়গাটাতে অবস্থান করছেন তার একটা স্কোর তুরে ধরতে এবং এর সাথে মানব ব্যবস্থাপনায় দক্ষতা যাকে আমরা সফ্ট স্কিল বলি সেই স্কিলটাতে আপনি কোন যায়গাতে অবস্থান করছেন তা আর একটি সাইকোমেট্রিক টেস্ট এর মাধ্যমে তুলৈ ধরতে যেখানে আপনি নিজেকে এর মধ্যে দিয়ে সফ্ট স্কিলের কোন অবস্থানে আছেন তা জানতে পারবেন।
আরও দেখুনঃ কমিউনিকেশন হ্যাকস pdf বই ডাউনলোড দাঁড়কাকের সংসার pdf বই ডাউনলোড
সবশেষে আপনার নেতৃত্ব দক্ষতায় আপনি কোন অবস্থানে আছে তা পাবেন আমাদের তৃতীয় সাইকোমেট্রিক টেস্টের মধ্য দিয়ে। আর এই তিনটি টেস্টিং এর মধ্যে দিয়ে আপনি হয়তো খুব বেশি সন্তুষ্ট হবেন ।
ভালো একটি নম্বর পেতে পারেন অথবা আপনি এখানে একটু অসন্তুষ্টও হতে পারেন আপনি ভালো কোন নম্বর নাও পেতে পারেন। তবে এর মাধ্যমে আপনি আপনার প্রকৃত অবস্থানটি জানতে পারবেন। যেটাকিনা আমরা বইয়ের শুরুতেই ৩টি সাইকোমেট্রিক টেস্টিং রেখেছি।
এরপরে আমরা আপনার সেই দুর্বল জায়গাগুলো নিয়ে কাজ করা শুরু করেছি। অর্থাৎ বইয়ের মধ্যেই আমরা ট্রেনিং এর মত করে অসংখ্য কায়দা নিয়ে কাজ করেছি।
নিচে কমিউনিকেশন নো টেনশন pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বর্ণ প্রকাশ বইয়ের ধরণঃ আত্মউন্নয়নমূলক বই বইয়ের সাইজঃ 5.68 MB প্রকাশ সালঃ 2018 ইং বইয়ের লেখকঃ নিয়াজ আহমেদ গং
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন