একটি সাইকেল এবং কয়েকটি ডাহুক পাখি pdf বই । কবি রুস্তম আলী দেওয়ানের ছদ্মনাম রু আদে। নিজ নামের আদ্যক্ষর নিয়ে ছদ্মনাম। রুস্তমের ‘রু’,আলীর ‘আ’ দেওয়ানের ‘দে’-রু আদে। তার একমাত্র প্রকাশিত কাব্যগ্রন্থের না ‘রু আদের সাইকেল’। কাব্যগ্রন্থে চল্লিশটি কবিতা আছে। প্রথম কবিতার নাম ‘পিঁপড়া’।
পিঁপড়াঃ
আমার গ্লাস বেয়ে একটা পিঁপড়া উঠছে।
তার মাথা কালো
শরীরের বর্ণ মধুলাল।
এখন সকাল।
গ্লাসে ফ্রিজের পানি
শূণ্যের কাছাকাছি তাপ
তৃষায় কাতর পিঁপড়া পানি খুঁজে পাবে কি না
মনে সেই চাপ.
দ্বিতীয় কবিতা ‘মশা’। তৃতীয়টি ‘ফড়িং’। কবির সব কবিতাই কীটপতঙ্গ নিয়ে। সর্বশেষ কবিতাটির নাম ‘অন্ধ উইপোকা’।
রুস্তমের দুলাভাই আমিস সাহেব এই বই তাঁর এক বন্ধুর প্রেস থেকে ছেপে দিয়েছেন। প্রচ্ছদ এঁকেছে প্রেসের এক কর্মচারী। বইয়ে প্রচ্ছদ শিল্পীর নাম নেই। প্রচ্ছদে উল্টো করে রাখা একটা সাইকেল। সাইকেলের চাকা আকাশের দিকে। একটি চাকায় নীল রঙের পাখি বসে আছে। ঠিক কী পাখি, তা বোঝার উপায় নেই।
ঘুঘু হতে পারে, আবার কবুতরও হতে পারে। পাখিটা আহত। তার ডানা ভাঙা। ভাঙা ডানায় গাঢ় লাল রঙের রক্তের আভাস। কয়েক ফোঁটা রক্ত সাইকেলের স্পাইকের ওপরও পড়েছে । সাইকেলের চাকার একপাশে চা। চা থেকে গরম ধুঁয়া উড়ছে।
আরও দেখুনঃ আপেক্ষিকতা pdf বই ডাউনলোড সুখ pdf বই ডাউনলোড
কবি সাহেবের বয়স চল্লিশ। সরলরেখার মতো কৃশকায়। কৃশকায় লোক সাধারণত লম্বা হয়। রুস্তম আলী বেঁটে। সে কবি নজরুল স্টাইলে বাবরি রেখেছিল। মাথার তালুতে ফাংগাসের প্রবল আক্রমণে তাকে মাথা কামিয়ে ফেলতে হয়েছে। মাথা কামানোয় তার চেহারায় আলাভোলা ভাব চলে এসেছে। তার চোখ বড় বড়। চোখের মণি ঘন কালো। চোখেল পল্লব মেয়েদের মতো দীর্ঘ বলে তার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে।
কবি রুস্তম ধানমণ্ডির একটি দোতলা বাড়িতে থাকেন। বাড়ির লেকের পাশে, নাম ‘আসমা ভিলা’। বাড়িটা তিনি পৈতৃক সূত্রে পেয়েছেন। রুস্তমের বাবা সাজ্জাদ আলী দু’নম্বরী ব্যাবসায় বিশেষ সাফল্য অর্জন করেছেন।
নিচে একটি সাইকেল এবং কয়েকটি ডাহুক পাখি pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ কাকলী প্রকাশনী বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 3.45 MB প্রকাশ সালঃ 2011 ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now