অন্যদিন pdf বই ডাউনলোড । চিঠি লিখলে এই ঠিকানায় চিঠি আসে। খুজেঁ বের করতে গেলেই মুশকিল।
পান্থ নিবাস বোর্ডিং হাউস
১১-বি কাঁঠাল বাগান লেন( দোতলা)
ঢাকা-৯
সফিক লিখেছিল অবশ্যি, তোর কষ্ট হবে খুজেঁ পেতে। লোকজনদের জিজ্ঞেস করতে পারিস, কিন্তু লাভ হবে বলে মনে হয় না। একটা ম্যাপ এঁকে দিলে ভাল হত। তা দিলাম না, দুর্লভ জিনিস পেতে কষ্ট করতে হয়।
এই সেই দুর্লভ জিনিস? দু’জন মানুষ পাশাপাশি চলতে পারে না এরকম একটা গলির পাশে ঘুপসি ধরনের দোতলা বাড়ী। কত দিনের পুরোনো বাড়ী সেটি কে জানে। চিতি পরে সমস্ত বাড়ী কালচে সবুজ কালচে বর্ণ ধারণ করেছে। দোতলায় একটি ভাঙ্গা জানালায় ছেড়া চট ঝুলছে।
বাড়ীটির ডান পাশের দেয়ালের একটি অংশ সম্পূর্ণ ধ্বসে গিয়েছে। সামনের নর্দমায় একটি মরা বেড়াল; দূষিত গন্ধ আসছে সেখান থেকে। মন ভেঙ্গে গেল আমার। স্যুটকেস হাতে এদিক ওদিক তাকাচ্ছি-দোতলায় যাবার পথ খুঁজছি, সিঁড়ি ফিড়ি কিছু্ই দেখছি না। নিচ তলা তালাবন্ধ।
নোটিশ ঝুলছে-
’এই দোকান ভাড়া দেওয়া হবে।’
দোতলার জানালার চপের পর্দার ফাঁক দিয়ে কে যেন দেখছিল আমাকে। তার দিকে চোখ পরতেই সে বললো, জ্যোতিষী খুঁজছেন? হাত দেখাবেন? উপরে যান, বাড়ীর পেছস দিকে সিঁড়ি।
আরও দেখুনঃ টাইম ম্যানেজমেন্ট pdf বই ডাউনলোড মাইন্ডসেট pdf বই ডাউনলোড
পান্থ নিবাস বোর্ডিং হাউাসের লোকজন আমার চনা। সফিক খুঁটিয়ে খুঁটিয়ে লিখেছে আমাকে। সিঁড়ি দিয়ে উঠবার মুখে যার সঙ্গে দেখা হল তিনি যে নিশানাথ জ্যোতির্ষাণব তা সফিকের চিঠি ছাড়াও বলে দিতে পারতাম। প্রায় ছ’ফুটের মত লম্বা ঝাকড়া ঘন চুলের একজন মানুষ কপালে প্রকান্ড এক সিঁদুরের ফোঁটা, মুখ ভর্তি দাড়ি। গায়ে গেরুয়া রঙের একটি চাদর। পরনে খাটো করে পরা একটি ধবধবে সাদা সিল্কের লুঙ্গি। পায়ে রূপোর বোলের খরম। প্রথম দর্শনেই হকচকিয়ে যেতো হয়। জ্যোতির্ষাণব সাগ্রহে জিজ্ঞেস করলেন, ’হস্ত গণনা করাতে এসেছেন?’ পরক্ষণেই গম্ভীর হয়ে বললেন, উঁহু স্যুটকেস হাতে কেউ জ্যোতিষীর কাছে আসেনা।
নিচে অন্যদিন pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 11.2 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now