অনন্ত নক্ষত্র বীথি pdf বই ডাউনলোড । অদ্ভুত এক ধরনের শব্দ হচ্ছে। পরিচিত কোনো শব্দের সঙ্গে এর বিন্দুমাত্র মিল নেই বলে শব্দটাকে ঠিক ব্যাখ্যা করা যাবে না। লক্ষ লক্ষ ঝিঁঝিঁ পোকার আওয়াজকে যদি কোনো উপায়ে কমিয়ে অতি সূক্ষ্ম পর্দায় নিয়ে আসা যায় এবং সেই আওয়াজটাকে দিয়ে ঘূর্ণির মতো কিছু করা যায়, তাহলে বোধ হয়ে কিছুটা ব্যাখ্য হয়।
না, তাও হয় না। আওয়াজটার মধ্যে ধাতব ঝংকার আছে। ঝিঁঝিঁ পোকার আওয়াজে কোনো ধাতব ঝংকার নেই। শব্দটা অস্বস্তিকর। স্নায়ুর ওপর চাপ ফেলে। আমাকে বলা হয়েছে এই শব্দ সহ্য হয়ে যাবে। মানুষেল সহ্য করবার শক্তি অসীম। কাজেই হলেও হতে পারে। কিন্তু আমার এখনো হচ্ছে না। কোনোদিন হবে বলেও মনে হয় না। আমি খুবেই অস্থির বোধ করছি।
মহাশূন্যযান—’গ্যালাক্সি টু’-তে আজ আমার তৃতীয় দিন। এর আগে আমি কখনো কোনো মহাশূন্যযানে ওঠা দূরে থাক, তার ভেতরের ছবি পর্যন্ত দেখি নি। মহাশূন্যের প্রতি আমার কোনো আগ্রহ নেই। অযুত নিযুত লক্ষ কোটি মাইল দূরের গ্রহগুলি কেমন? সেখনে প্রাণের বিকাশ ঘটেছে কিনা তা নিয়ে আমি মাথা ঘামাই না।
আমি একজন টিভি প্রোগ্রাম মনিটার কার্যক্রমের অতি সামান্য কর্মচারী। আমার কাজ হচ্ছে বিশেষ বিশেষ কোনো টিভি প্রোগ্রাম দর্শকদের কেমন লাগল তা মনিটর করে স্ট্যটিসটিক্স তৈরী করা। যেমন টিভি চ্যানেল থ্রিতে একটা হাসির সিরিয়েল হচ্ছে, নাম—’কথা বলা না-বলা।’আমার কাজ হচ্ছে প্রোগ্রাম চলাকালীন সময়ে বিভিন্ন বাড়িতে টেলিফোন করে অত্যন্ত ভদ্রভাবে জানতে চাওয়া, ‘ম্যাডাম ( বা স্যার), আপনি কি এই মুহুর্তে টিভি দেখছেন?’
আরও দেখুনঃ ছায়াসঙ্গী pdf বই ডাউনলোড ছবি বানানোর গল্প pdf বই ডাউনলোড
যদি উত্তর ‘হ্যাঁ’হয়, তাহলে জিজ্ঞেস করা, ‘কোন চ্যানেল দেখছেন?’
তার উত্তর হ্যাঁ’হলে জিজ্ঞেস করা, ‘কথা বলা না-বলা’ অনুষ্ঠানটি আপনার কেমন লাগছে?’বেশির ভাগ সময়েই কোনো উত্তর পাওয়া যায় না, আমার প্রশ্ন শুনে খট করে টেলিফোন নামিয়ে রাখে। কেউ কেউ অত্যন্ত রাগী গলায় বলে,’আমাদের-এ-ভাবে বিরক্ত করার কী অধিকার আছে আপনার?
নিচে অনন্ত নক্ষত্র বীথি pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ সাইন্স ফিকশন বইয়ের সাইজঃ 2.73 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now