বৃষ্টি ও মেঘমালা pdf বই ডাউনলোড । গাড়ি স্টার্ট নিচ্ছে না। চাবি ঘুরালে ভররর জাতীয় ক্ষীণ শব্দ হচ্ছে। শব্দে প্রণি প্রতিষ্ঠা হচ্ছে না। হাাসান লীনার দিকে তাকিয়ে বিরক্ত মুখে বলল, তী করা যায় বল তো?
লীনা ঢোঁক গিলল। হাসানকে সে অসম্ভব ভয় পায়। অফিস বসকে ভয় পাওয়া দোষের কিছু না। ভয় লাগাম-ছাড়া হওয়াটা দোষের। হাসান জিজ্ঞেস করেছে—তী করা যায় বল তো। নির্দোষ প্রশ্ন। স্মার্ট মেয়ে হিসেবে লীনার বলা উচিত ছিল—’ স্যার চলুস আমরা একটা ক্যাব নিয়ে চলে যাই।’ তা না বলে সে ঢোঁক গিলছে। ঢোঁক গিলার মত প্রশ্ন তো না।
পি এ-র প্রধান দায়িত্ব বসের মেজাজের দিকে লক্ষ্য রাখা। তাঁর সমস্যার সমাধান দেবার চেষ্টা করা। তা না করে সে খাতাপত্র নিয়ে জড়ভরতের মতো বসে আছে।
হাসান বলল, লীনা ক’টা কাজে দেখ তো।
লীনা আবারো ঢোঁক গিলল। তার হাতে ঘড়ি নেই। সবদিন ঘড়ি থাকে, শুধু আজই নেই। ঘড়ি পরতে ভুলে গেছে।
সে যখন বাসা থেকে বের হয়ে রিকশায় উঠেছে তখন তার মা দোতলার বারান্দায় এসে বলেছেন, ‘লীনা তুই ঘড়ি ফেলে গেছিস।’লীনা বলেছে,‘থাক লাগবে না।’এটা না করে সে যদি রিকশা থেকে নেমে ঘড়িটা নিয়ে আসত। তাহলে সময় বলতে পারত।
হাসান বলল, তোমার ঘড়ি নেই?
-‘না স্যার।’
‘ঘড়ি কিনে নাও না কেন? ঘড়ি ছাড়া কি চলে। এই সময়ে সেকেন্ডে সেকেন্ডে ঘড়ি দেখতে হয়। ঘড়ি তো এখন সস্তা। তিনশ চারশ টাকায় সুন্দর সুন্দর ঘড়ি পাওয়া যায়।’
লীনা চুপ করে রইল। তার বলা উচিত ছিল, ‘স্যার আমার ঘড়ি আছে। আজ তাড়াহুড়া করে অফিসে এসেছি বলে ঘড়ি আনতে ভুলে গেছি। এইসব কিছু না বলে সে মনে মনে ‘ইয়া মুকাদ্দেমু, ইয়া মুকাদ্দেমু ’পড়ছে। বিপদে পড়ৃলে আল্লাহর এই নাম জপলে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়।
আরও দেখুনঃ বৃষ্টি বিলাস pdf বই ডাউনলোড বাদশাহ নামদার pdf বই
তারা তো এখন বিপদেই পড়েছে। রাস্তার মাঝখানে গাড়ি আটকে আছে। অন্য কোনো সময় হলে গাড়ি বন্ধ হয়ে যাওয়াটা তেমন বিপদজনক হত না। কয়েকজন টোকাই এনে গাড়ি ঠেলতে ঠেলতে গ্যারেজে নিয়ে যাওয়া যেত।
নিচে বৃষ্টি ও মেঘমালা pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 4.82 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now