Saturday, October 18, 2025
Homeএডভেঞ্চারহ্যালো, সোহানা pdf বই ডাউনলোড

হ্যালো, সোহানা pdf বই ডাউনলোড

হ্যালো, সোহানা pdf বই ডাউনলোড । পেনাং। মালয়েশিয়া। হোটেল মের্লিন। ‘ডিলিরিয়াম’–ডিসকো রূমের নাম। জমে উঠেছে সন্ধ্যে থেকেই। এখন বাজছে স্লো নাম্বার। লোকাল পা-দল আবহ সৃষ্টি করেছে। এতক্ষণ যারা ফ্লোরে ছিল কেউ কেউ এসে চেয়ারে বসছে। দু’এক জোড়া সঙ্গীতের তালে পরস্পরকে জড়িয়ে ধরে নাচছে। নৃত্য নয়, সঙ্গ উপভোগ। দুলছে অবিচ্ছিন্ন জোড়া জোড়া শরীর। মৃদু আলোয় আসছে নতুন নতুন জোড়া।

অ্যাটেনডেন্ট এনে বসাচ্ছে রিজার্ভড-টেবিলে। সারং পরা ওয়েট্রেস সার্ভ করছে টেবিলে নানান পানীয়। হুইস্কি বিয়ার ওয়াইন, সেই সঙ্গে সার্ভ করছে স্থানীয় লিকার টোডি। বিদেশীদের কাছে টোডিই সবচেয়ে জনপ্রিয়।

পুশ-ডোর খুলে গেল। একহাতে মেলে ধরেছে অ্যাটেনডেন্ট দরজা। মাথা সামনে হেলিয়ে নবাগতাকে জানালো সম্ভাষণ। মৃদু হাসি উপহার দিয়ে নবাগতা এসে দাঁড়ালো ডিলিরিয়ামের মুখে।

আরও দেখুনঃ
আরো একটুখানি বিজ্ঞান pdf বই ডাউনলোড
অঙ্ক ভাইয়া pdf বই ডাউনলোড

‘টেবিল নাম্বার, ম্যাডাম?’ আর একজন অ্যাটেনডেন্ট এসে দাঁড়ালো, মাথা ঝুঁকিয়ে অভিবাদন করলো।
‘নো রিজার্ভ,’ নবাগতা বললো, ‘আই জাস্ট ওয়াক্ড্ ইন-মে আই…?’
নবাগতাকে ওপেন টেবিলে নিয়ে বসানো হলো।
ওয়ট্রেস এসে দাঁড়ালো। মৃখে মৃদু হাসি। জিজ্ঞেস করলো, ‘অপেক্ষা করবেন কি কারো জন্যে?’
‘নো,’ নবাগতা হাসলো, ‘আমাকে দেবেন কোকাকোলা।’

নবাগতার পরনে শাড়ি। কালো ফ্রেঞ্চ-সিফন। হলটার-নেট ব্লাউজ। রেশমের মত চুল ছেড়ে দেওয়া। অনন্যসুন্দর মুখটি ফ্রেম করেছে চুল। শুধু একগুচ্ছ বিচ্ছিন্ন ভাবে নেমে এসেছে বাঁ চোখের ওপর। হাতের কুমীর-চামড়ার ব্যাগ নিামিয়ে রাখলো চেয়ারের পাশে।

সবার দৃষ্টি ছুঁয়ে গেল নবাগতাকে। অন্তত একবার। ব্যাণ্ডে বেজে উঠলো দ্রুত লয়ে একটা পুরানো সুর। টেবিল থেকে উঠে গেল আরো দু’একজন জোড়া। …ফ্লোরে সাইকাডেলিক আলোর খেলা শুরু হলো। রঙীন আলো তৈরী করছে নানা রকম প্যাটার্ন।
নবাগতা চুমুক দিচ্ছে গ্লাসে।

বাদকদল স্টেজ থেকে নেমে গেল। এবার চারদিকের গোপন স্পীকারে বেজে উঠলো ড্রামের বুক কাঁপানো বিট। নবাগতার রাখঅ হাতের আঙুলগুলো তাল ঠুকছে। ফ্লোরে জোড়া জোড়া শরীরগুলো উদ্দাম তালে তাল মিলিয়েছে।

নবাগতা তাকালো চোখ তুলে। সামনে এসে দাঁড়িয়েছে এক সোনালী চুলের তরুণ। ট্রাভোল্টা মার্কা চেহারা। ব্যাকব্রাশ করা চুল । থ্রি পীস সাদা স্যুট। টাই নেই। লাল শার্টের কলার বাইরে বের করা।

নিচে হ্যালো, সোহানা pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

হ্যালো, সোহানা pdf বই ডাউনলোড

প্রকাশকঃ সেবা প্রকাশনী
বইয়ের ধরণঃ অ্যাডভেঞ্চার - মাসুদ রানা
বইয়ের সাইজঃ 11.6 MB
প্রকাশ সালঃ 1993 ইং
বইয়ের লেখকঃ কাজী আনোয়ার হোসেন


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site