হ্যাকোলজি pdf বই ডাউনলোড । হ্যাকিং অনেক বিশাল একটি ব্যাপার। একটি মাত্র বইয়ে তা সংকলন করা সম্ভব না। আমরা এখানে উদাহরণের মাধ্যমে হ্যাকিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। প্রয়োজনমত ছবিও যোগ করা হয়েছে।
হ্যাকার কে? হ্যাকার হচ্ছে সেই ব্যক্তি যিনি নিরাপত্তা/অনিরাপত্তার সাথে জড়িত এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বল দিক খুঁজে বের করায় বিশেষভাবে দক্ষ অথবা অন্য কম্পিউটার ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করাতে সক্ষম বা এর সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী।
সাধারণভাবে হ্রাকার শব্দটি কালো-টুপি হ্যাকার অর্থেই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যারা মূলত ধ্বংসমূলক বা অপরাধমূলক কর্মকান্ড করে থাকে। এছাড়া আরো নৈতিক হ্যাকার রয়েছে। যারা সাধারণত সাদা টুপি হ্যাকার নামে পরিচিত। এবং নৈতিকতা সম্পর্কে অপরিস্কার হ্যাকার আছে তাদের ধুসর টুপি হ্যাকার বলে।
আরও দেখুনঃ মর্নিং স্টার pdf বই ডাউনলোড পার্ল মেইডেন pdf বই ডাউনলোড
এদর মধ্যে পার্থক্য করার জন্য প্রায়শ ক্র্যাকার শব্দটি ব্যবহার করা হয়। যা কম্পিউটার নিরাপত্তা হ্যাকার থেকে একাডেমিক বিষয়ের হ্যাকার থেকে আলাদা করার জন্য ব্যবহার করা হয়। অথবা অসাধু হ্যাকার (কালো টুপি হ্যাকার) থেকে নৈতিক হ্যাকারের (সাদা টুপি হ্যাকার) পার্থক্য বুঝাতে ব্যবহৃত হয়।
হ্যকারের শ্রেণীবিভাগ
সাদা টুপি হ্যকারঃ এরা কম্পিউটার তথা সাইবার ওয়ার্ল্ডের নিরাপত্তা প্রদান করে। এরা কখনও অপরের ক্ষতি সাধন করে না। এদেরকে ইথিকাল হ্যাকারও বলা হয়ে থাকে।
ধূসর টুপি হ্যকারঃ এরা এমন একধরনের হ্যাকার যারা সাদা টুপি ও কালো টুপিদের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। এরা ইচ্ছে করলে কারও ক্ষতি সাধনও করতে পারে আবার উপকারও করতে পারে।
কালো টুপি হ্যাকারঃ হ্যাকার বলতে সাধারণত কালো টুপি হ্যাকারদেরই বুঝায়। এরা সবসময়ই কোন না কোন ভাবে অপরের ক্ষতি সাধন করে। সাইবার ওয়ার্ল্ডে এরা সবসময়ই ঘৃণিত হয়ে থাকে।
এলিটঃ এরা খুবই দক্ষ হ্যাকার। এরা সিস্টেম ক্র্যাক করে ভিতরে ঢুকতে পারে এবং নিজেদেরকে সঠিকভাবে লুকায়িতও করতে পারে। এরা সাধারণত বিভিন্ন ধরণের এক্সপ্লয়েট খুঁজে বের করতে পারে। প্রোগ্রামিং সম্বন্ধেও এদের ভালো ধারণা থাকে।
নিচে হ্যাকোলজি pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ হ্যাকিং শিখার বই বইয়ের সাইজঃ 3.69 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন