হৃদয়ের কথা pdf বই ডাউনলোড। নাস্তার টেবিলে এসে সোফিয়া দেখল, আব্বা হাত ঘুটিয়ে বসে আছেন। দুই হাত মুঠি করে তার ওপর দুই গালের ভর চাপিয়ে রেখেছেন। তার দুচোখ বন্ধ। সোফিয়ার পায়ের শব্দে তিনি চোখ খুললেন, তাকে দেখলেন। তার চেয়ারে বসে সোফিয়া দেখল, আটার রুটি, ঢেঁড়স-সিদ্ধ আর ডিম পোচ। তার মেজাজ খারাপ হলো। চেয়ারে শব্দ তুলে সে উঠ গেল, চাপা বিরক্তিতে ডাকল, আম-মা । মিনহাজ সাহেব বললেন, উঠিস না।
তোর মা এক্ষুণি এসে পড়বে। বলতে বলতে রাজিয়অ এসে তার চেয়ারে বসতে যাবেন, সোফিয়া বলল, এ-ই রাজিয়অ বসতে বসতে বললেন, গোস্ত গরম করে আনছে। কুলসুম ধোঁয়া ওঠা তরকারির বাটি এনে টেবিলে রাখল। সোফিয়া ওটা দেখে ও খুবই উৎসাহিত হলো না, বলল, পাউরুটি নেই কুলসুম। রাজিয়া বললেন, আছে। রোজ রোজ একই জিনিস খেতে খারাপ লাগে না? সোফিয়ার একটু জিদ হলো।
আরও বই দেখুনঃ
- মিসির আলি Unsolved pdf বই ডাউনলোড
- নবাবগঞ্জের আগন্তুক pdf বই ডাউনলোড
- মেকু কাহিনী pdf বই ডাউনলোড
- দ্য অ্যালকেমিস্টস সিক্রেট pdf বই ডাউনলোড
- গর্ভধারিণী সমরেশ মজুমদার pdf বই ডাউনলোড
সে বলল, দুটো পাউরুটি সেকেঁ নিয়ে আয়। মিনহাজ সাহেব খেতে শুরু করেছেন। তার খঅওয়ার দিকে তাকাল সোফিয়া। অনিচ্ছা সত্ত্বেও। আব্বার খাওয়াটা এত সুন্দর। যা-ই খাই না কেন, এত এনজয় করে খান, পেটে খিদে না থাকলেও জিহ্বা জলে ভরে ওঠে। অই সবুজ ঢ্যাবঢ্যাবে ঢেড়ঁস চামচ দিয়ে তুলে তুলে মুখে পরছেন আর আলোত করে নিবোচ্ছেন।
আম্মা প্লেটে গোস্ত তুলে একটা রুটি নিলেন, তারপর ঝোল মাখিয়ে মুখে পুরলেন। তিনিও কম খান না। তারপর গোস্তর টুকরায় কামড় দিয়ে তাকালেন সোফিয়ার দিকে। সোফিয়া ঘাড় ফিরিয়ে রান্নাঘরের দিকে তাকাল। রাজিয়া বললেনম এবারের গোস্তটা খুবই সুন্দর ছিল। সফট, কচকচে তিনি এক টুকরা গোস্ত সোফিয়ার পাতে তুলে দিলেন, দ্যাখ তো একটু জিভে লাগিয়ে।
কুলসুমের রান্না আমাদের দেশের বাড়ির রান্নার মতো। সোফিয়া গোস্ত মুখে দেয়। তারপর বাটি থেকে আরো তুলে নেয়। তারপর রুটি নয়। রাজিয়া বললেন, ওটাতে পরোটা আছে, গরম। সোফিয়া কিছুক্ষন খেয়ে সবজি তুলে নেয়। সে আব্বার মতো মুখে পুরে আলতো করে চিবোয়। তাকায় আব্বার দিকে। মিনহাজ সাহেব একটু হাসলেন। তারপর একটা পরোটা তুলে নিলেন। সোফিয়া তাকে অনুসরণ করল। কুলসুম যখন অভশেষে টোস্ট করা পাউরুটি এনে হাসির করল, সোফিয়ার তখন খাওয়া শেষ হয়ে গেছে।
নিচে হৃদয়ের কথা pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | উপন্যাস |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শহীদ আখন্দ |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন