হৃদয়বৃত্তান্ত pdf বই ডাউনলোড । ধামাখালিতে বাস থামতেই দুই মূর্তিমান লাফিয়ে নামল। রতন আর বাসু। নেমেহ তোতনকে ডাকাডাকিত, দাদা, নামবেন না? নেতাজী সুইটসে গরম সিঙ্গারা, সন্দেশ, ফার্স্ট ক্লাস ভেজিটেবল চপ….
বাসের সীটে অনড় বসা তোতন শিউরে উঠল। কুকিং মিডিয়াম, ডিশ, কাপ সবকিছু সম্পর্কেই তার ঘোরতর সন্দেহ আছে। জীবাণু থিকথিক করে এসব দোকান পাটে। আর দোকানের চেহারাও মোটেই সুবিধের নয়। জানালা দিয়ে উল্টোদিকে ওিই তো দেখা যাচ্ছে নেতাজী সুইটু।
থিকথিক করছে ক্ষুদার্ত জনগণে, লুঙ্গি পরা, প্যান্ট পরা, পাজামা পরা, টেরিকেন পরা, খদ্দর পরা, কালো, তামাটে, রোগা, মোটা নানান রকমের জনগণ। কে নো রোগে ভুগছে কে জানে। বুকের দোষ, খুজলি, এন্ডস, পায়োরিয়া কত কী থাকতে পারে। আছেই বালতির জলে খপাত খপাত করে চুবিয়ে এঁটো কাপপ্লেট নামমাত্র ধুয়ে তুলছে একটা বছর দশবারোর ছেলে। তার বেশি করার সময় নেই। জনগন হামলে পড়ছে, বাস বেশীক্ষণ দাঁড়াবে না। মস্ত কড়াইয়ে সিঙ্গারা নাচছে ডুবতেলে। চারদিকে বনস্পতির গন্ধ।
তোতন সুন্দর অভিনয় করল। চোখ বড় করে তাতে রাজ্যের বিস্ময় ঢেলে বলল, আমার তো মোটেই খিদে পায়নি! এ্ তো খেয়ে বেরোলম!
আরও দেখুনঃ বউ চুরি pdf বই ডাউনলোড ভুল করার পর pdf বই ডাউনলোড
রতন বলল, সে তো তিন ঘন্টা আগে!
মিষ্টি হাসল তোতন, আমার অত ঘন ঘন খিদে পায় না। তোমরা খেয়ে এসো।
দুজনেই একটু মুখ তাকাতাকি করে। তোতনকে ফেলে খাওয়া উচিত হবে কিনা কিংবা কতটা দৃষ্টিকটু দেখাবে! মান্যগণ্য লোক!
তোতন অভয় দিলে, অসময়ে আমি কিছু খাই না।
রতন কাঁচুমাচ হয়ে বরে অনেকটা পথ যে বাতি।
তা হোক।
একটু মুড়িটুড় এনে দিই না।
মুড়ি শুনে নাক কোঁচকায় তোতন। একটু বাবে। তার অভিনয় যতই ভাল হোক, খিদে তেষ্টা তারও আছে। কিন্তু মুড়িও আসবে অবধারিত খবরের কাগজের ঠোঙায়। তাতে লেড পয়জনিং হতে পারে ছাপার কালি থেকে, আর কাগজটা সম্পর্কে তো স্থায়ী সন্দেহ আছেই। হয়তো নোংরা আবর্জনায় পড়ে থাকা ময়লা কাগজেই বানিয়েছে। এদেশের লোককে সে বাল্যাবধি হাড়ে হাড়ে চেনে। মাথা নেড়ে বলে, দরকার নেই।
বাস ভর্তি জনগণের অর্ধেকেই নেমেছে উর্ধ্বশ্বাসে কেয়ে নিতে।
নিচে হৃদয়বৃত্তান্ত pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ হটাৎ প্রকাশন বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 2.11 MB প্রকাশ সালঃ 1999 ইং বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন