হিমু pdf বই ডাউনলোড । কি নাম বললেন আপনার, হিমু?
-জ্বি, হিমু।
হিম থেকে হিমু?
-জ্বি না, হিমালয় থেকে হিমু। আমার ভালো নাম হিমালয়।
ঠাট্টা করছেন?
-না, ঠাট্টা করছি না।
আমি পাঞ্জাবির পকেট থেকে ম্যাট্রিক পাশের সার্টিফিকেট বের করে এগিয়ে দিলাম। হাসিমুখে বললাম, সার্টিফিকেটে লেখা আছে, দেখুন।
এষা হতভম্ব হয়ে বলল, আপনি কি সার্টিফিকেট পকেটে নিয়ে ঘুরে বেড়ান?
– জ্বি, সার্টিফিকেটটা পকেটেই রাখি। হিমালয় নাম বললে অনেকেই বিশ্বাস করে না। তখন সার্টিফিকেট দেখাই। ওরা তখন বড় ধরনের ঝাঁকি খায়।
আমি উঠে দাড়ালাম। এষা বলল, আপনি কি চলে যাচ্ছেন?
-হু।
এখন যাবেন না। একটু বসুন।
আরও দেখুনঃ পরিস্থান pdf বই ডাউনলোড
আমার যেহেতু কখনোই তাড়া থাকে না। – আমি বসলাম। রাত নটার মতো বাজে। এমন কিছু রাত হয়নি। কিন্তু এ বাড়িতে মনে হচ্ছে নিশুতি। কারো কোন সাড়াশব্দ নেই। বুড়ো একজন মানুষের খকখক শুনছিলাম। এখন তাও শোনা যাচ্ছে না। বুড়ো মনে হয় এই ফ্ল্যাটের নয়। পাশের ফ্ল্যাটের।
এষা আমার সামনে বসে আছে। তার চোখে অবিশ্বাস এবং কৌতুহল একসঙ্গে খেলা করছে। সে অনেক কিছুই জিজ্ঞেস করতে চাচ্ছে, আবার জিজ্ঞেস করতে ভরসা পাচ্ছে না। আমি তাদের কাছে নিতান্তই অপরিচিত একজন। তার দাদীমা রিকশা থেকে পড়ে মাথা ফাটিয়েছেন। আমি ভদ্রমহিলাকে হাসপাতালে নিয়ে মাথা ব্যান্ডেজ করে বাসায় পৌঁছে বেতের সোফায় বসে আছি। এদের কাছে এই হচ্ছে আমার পরিচয়।
আরও দেখুনঃ ময়ূরাক্ষী pdf বই ডাউনলোড
আম খানিকটা উপকার করেছি। উপকারের প্রতিদান দিতে না পেরে পরিবারটা একটু অস্বস্তির মধ্যে পড়েছে। ঘরে বোধহয় চা-পাতা নেই। চা-পাতা থাকলে এতক্ষণে চা চলে আসত। প্রায় আধ ঘন্টা হয়েছে। এর মধ্যে চা চলে আসার কথা। আমি বললাম, আপনাদের বাসায় চা-পাতা নেই, তাই না?
এষা এবার হকচকিয়ে গেল। বিস্ময় গোপন করতে পারলো না। গলায় অনেকখানি বিস্ময় নিয়ে বলল, না, নেই। আমাদের কাজের মেয়েটা দেশে গেছে। ওই বাজার-টাজার করে। চা-পাতা না থাকায় আজ বিকেলে আমি চা খেতে পারি নি।
নিচে হিমু pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 4.44 MB প্রকাশ সালঃ 1993 ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now