হাওড় pdf বই ডাউনলোড। মধ্যদুপুরে রমনার নির্জন বেঞ্চে বসে ছিলো রফিক। বারবার ঘড়ি দেখছে সে। নিশির আসার কথা আধা-ঘন্টা আগে। সাধারণত কখনো দেরি করে না নিশি। সময়ের ব্যাপারে সে খবুই পাংচুয়াল। বরাবর লেট করে রফিক। তাই তার নাম হয়ে গেছে লেট রফিক। নিশির সাথে শুধু নয়, অ্যাপয়েন্টমেন্ট মিস করাতে সে বরাবরই পারদর্শী।
বিয়ে বাড়িতে গিয়ে সাধারণত খাবার পায় না, পরীক্ষার হলে পৌছাঁবার আগেই খাতা বিলি হয়ে যায়, টিকিট কেটে ট্রেন ধরতে পারে এমন নজির কমই আছে। এসব পরিস্থিতিতে সে বন্ধু-বান্ধবদের বাস-ট্রেন ধরিয়ে দেয়ার দায়িত্ব দিয়ে রাখে। কিন্তু প্রেমের ব্যাপারে সে বরাবরই চাপা।
আরও বই দেখুনঃ
- ক্যাপ্টেন জুক pdf বই ডাউনলোড
- হিমুর একান্ত সাক্ষাৎকার pdf বই ডাউনলোড
- একা একা pdf বই ডাউনলোড
- শিউলির গন্ধ pdf বই ডাউনলোড
- গাঙচিল মন pdf বই ডাউনলোড
প্রেম একান্ত নিজস্ব ব্যাপার, এটা বাজারের সওদা নয় যে, সবার কাছে ফলাও করে প্রচার করতে হবে। অন্তরের নিভৃতে এর জন্ম। নিভৃতেই এর বসবাস হওয়া কাম্য। রফিক নিশির চার বছরের ধুন্ধুমার প্রেমের কথা একান্ত ঘনিষ্ঠ বন্ধু আসিফও জানে না। নিশিও অবশ্যই এদিক দিয়ে খুবই সাবধানী। সে বলল, প্রেমের কথা ঢাক পিটিয়ে সবাইকে বলে বেড়াবার কি আছে, যখন বিয়ে হবে সবাই তো জানবেই।
এসব বিষয় না জানানোই ভালো। ভেংচি দেয়াল লোকের তো অভাব নেই। নিশির চিন্তাভাবনা বরাবরই প্রাকটিক্যাল। তাই ওদের ভালোবাসার কথা জানেনি কেউ। একান্ত সংগোপনে বছরের পর বছর ওরা জল ঢালছে ভালোবাসার শিকড়ে। রফিক এখন নিশি ছাড়া কিছুই ভাবতে পারে না। যদিও প্রতিদিনই দেরি করে আসে। আর বেচারা নিশিকে একা একা রমনার নির্জন বেঞ্চে বসে থাকতে হয়।
অনেক সময় বসার জায়গা ও পায় না। কি অস্বস্তিকর ব্যাপার। এ নিয়ে নিশির অভিযোগের অন্ত নেই। মাঝে মাঝে বলে, আচ্ছা তুমি কি ধরণের মানুষ বলতো। আমার জন্য তোমার কি চিন্তাভাবনা কিছু আছে, আমি একা একা এই পার্কে দাড়িঁয়ে থাকলে কতো রকমের অসুবিধা হয় তা কি জানো?।
কি হয়? আচ্ছা , তোমার কি আক্কেল বলে কিছু নেই। আবার প্রশ্ন করছ কি হয়! এতো রকম লোকজন যে ঘুরঘুর করে একা পেলে ওরা কি বলে আন্দাজ আছে। একা বেঞ্চে বসা দেখলে হাটঁতে হাটঁতে এসে পাশে বসে পড়ে। দুই রকম লোক আছে বুঝেছ।
নিচে হাওড় এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | উপন্যাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | আফরোজা পারভীন |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন