হাইজ্যাক pdf বই ডাউনলোড । দক্ষিণ আমেরিকা। ক্যারিবিয়ান সাগরের তীর থেকে ঝঞ্ঝা বিক্ষুব্দ কেপ হর্ন পর্যন্ত সাড়ে চার হাজার মাইল লম্বা বৈরী পার্বত্য এলাকা–অ্যান্ডেজ পর্বতমালা, দুলঙ্ঘ্য বাধার প্রাচীর হয়ে লম্বালম্বি দাঁড়িয়ে রয়েছে কয়েকটা দেশের উপর।
প্রাশন্ত মহাসাগরের তীর থেকে বলিভিয়ার বিশাল এলাকা জুড়ে অ্যান্ডেজ এখানে কর্ডিলো নামে পরিচিত।
সান ক্রোস। ছোট একটা এয়ারপোর্ট। দু’ঘণ্টা বাকি ভোর হতে। ক্রিমসন কালঅরের একটা ঝক্কড় মার্কা স্পোর্টস কার ঘ্যাঁচ করে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল টারমাকে ঢোকার গেটের সামনে । গাড়ি থেকে নেমে ঘটাং করে দরজাটা বন্ধ করে দিল রবিনসন। নিবিড় ঘুম থেকে সদ্য উঠে এসেছে সে ফ্লাইট ম্যানেজার গেভিন লায়ালের জরুরী তলব পেয়ে।
এ মাসে যে ক’ঘণ্টা প্লেন চালাবার কথা, তাকে দিয়ে তার চেয়ে অনেক বেশি চালিয়ে নিয়েছে গেভিন; অথচ মাসের আজ মাত্র বিশ তারিখ। প্রতিবাদ করে লাভ নেই। কিছু বলতে গেলেই চাকরি ছেড়ে দিতে বলবে বদমেজাজী লোকটা।
আরও দেখুনঃ বাংলাদেশী লোক চিকিৎসা pdf বই ডাউনলোড সেই উ সেন pdf বই ডাউনলোড
‘অ্যান্ডেজ এয়ারলিফট’ অখ্যাত একটা এয়ারলাইন্স। তার মত ভাল একজন পাইলটের উপযুক্ত জায়গা এটা নয়। চেষ্ট করলে এর চেয়ে অনেক ভাল চাকির পেতে পারে সে কিন্তু স্বেচ্ছা-নির্বাসনের জন্যে এলাকাটা আদর্শ, শুধু এই কারণে অ্যান্ডেজ এয়ারলিফটে দীর্ঘ পাঁচ বছর রয়ে গেছে সে-এখর আর অন্য কোথাও যেতেও ইচ্ছা করে না তার।
টেলিফোনে গেভিন তাকে জানিয়েছে, স্যামেরার-এর একটা সেভেন-টু-সেভেন বোয়িং যান্ত্রিক গোলযোগের দরুন সান ক্রোস এয়ার-স্ট্রিপে নামতে বাধ্য হয়েছে, বোয়িং-এর কয়েখজন ভি.আই.পি প্যাসেঞ্জারকে যত তাড়াতাড়ি সম্ভব স্নেট্রাল কর্ডিলের সান্তিলানায় পৌঁছে দিতে হবে।
অ্যান্ডেজ এয়ারলিফটের সাথে সাউথ আমেরিকান এয়ারলাইন্সের কোন তুলনাই হয় না। স্যামেয়অরের কর্মকর্তারা বোধ হয় অ্যান্ডেজ এয়ারলিফটের নামই শোনেনি। দূর পাহাড়ের খনিগেোয় শ্রমিকদের বহন কের টিকে আছে অ্যান্ডেজ এয়ারলিফট, কিন্তু স্যামেয়ার প্রথম শ্রেণীর অভিজাত এয়ারলাইন্স।
আরামপ্রিয় সৌখিন ধনী লোকের চড়ের ওদের প্লেনে। স্যামেয়ারের সাথে ব্যবসায়িক যোগাযোগরে হঠাৎ পাওয়া এই সুযোগ তাই হাতছাড়া করতে চায়নি উচ্চাকাঙ্খী গেভিন। উপরি কিচু রোজগার এবং একটা উপকার করে দিয়ে স্যামেয়ারের সুনজরে পড়াই তার উদ্দেশ্য।
গেট পেরিয়ে টারমাকের উপর দিয়ে হাঁটছে রবিন।
নিচে হাইজ্যাক pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সেবা প্রকাশনী বইয়ের ধরণঃ অ্যাডভেঞ্চার - মাসুদ রানা বইয়ের সাইজঃ 7.98 MB প্রকাশ সালঃ 1979 ইং বইয়ের লেখকঃ কাজী আনোয়ার হোসেন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন