সে ও নর্তকী pdf বই ডাউনলোড । স্বাতীর দরজায় টুকটুক করে দু’বার টোকা পড়ল।
স্বাতী চাদরে মুখ ঢেকে ছিল, চাদরের ভেতর থেকেই বলল-কে? নাজমুল সাহেব দরজার বাইরে থেকে বললেন, শুভ জন্মদিন মা। স্বাতী বলল, থ্যাংক য়্যু। সে চাদরের ভেতর থেকে বের হলোন দরজা খুলল না। নাজমুল সাহেব চলে গেলন না। দরজার পাশে দাঁড়িয়ে রইলেন। তিনি ফুল নিয়ে এসেছিলেন। মেয়ের একুশ বছরে পা দেয়ার জন্যে একুশটা ফুল। ফুলদানীতে ফুলগুলি সুন্দর করে সাজানো। মেয়ের পড়ার টেবিলে ফুলদানী রাখবেন, মেয়ের কপালে চুমু খাবেন–এই হল তাঁল পরিকল্পনা। কোন একটা সমস্যা হয়েছে। স্বাতী দরজা খুলেছে না। নাজমুল সাহেব আবার দরজায় টোকা দিলেন। স্বাতী বলল< আমি এখন দরজা খুলব না বাবা। সারা রাত আমার ঘুম হয় নি। আমি এখন ঘুমুচ্ছি।
‘ঘুমচ্ছিস না, তুই জেগে আছিস। দরজা খুলে দে।’
‘না। তুমি তোমার গিফট দরাজর বাইরে রেখে চলে যাও।’
‘ইজ ইনথিং রং।’
‘নো, নাথিং ইজ রং।’নাজমুল সাহেব উদ্বিগ্ন বোধ করছেন। নাথিং ইজ রং বলার সময় তাঁল মেয়েল গলা কি ভারী হয়ে গেছে? গলাটা কাঁদৈা কাঁদৈা শনিয়েছে? তিনি চিন্তিত মুখে ফুলদানী হাতে ফিরে যাচ্ছেন। তাঁকে এবং তাঁর গোলাপগুলিকে লজ্জিত বলে মনে হচ্ছে।
আরও দেখুনঃ সেদিন চৈত্রমাস pdf বই ডাউনলোড শুভ্র pdf বই ডাউনলোড
একতলার বারান্দায় স্বাতীর মা রওশন আরা বসে আছেন। ছোট্ট নিচু টেবিলের তিন দিকে তিনটা বেতের চেয়ার। মেয়ের জন্মদিনের ভোরবেলা একসঙ্গে চা খাওয়া হবে। তার সামনে টি পট ভর্তি চা। ঠান্ডা যে না হয় সে জন্যে টি- কোজি দিয়ে চায়ে পট ঢাকা। টি- কোজি টা দেখতে মোরগের মত। যেন ট্রের উপর একটা লাল মোরগ বরে আছে। মোরগটা এত জীবন্ত মনে হয় এখনই বাগ দেবে। তার পায়ের পালক, সত্যিকার পালকে তৈরী। তার পুতির লাল চোখ সত্যিকার চোখের মতই জ্বলে। এই মোরগ রওশন আরার খুব পছন্দের। শুধু বিশেষ বিশেষ দিনেই তিনি মোরগটা বের করেন আজ এটা বিশেষ দিন-তার মেয়ে একুশে পা দিয়েছে। তার জন্ম এপ্রিলের চার তারিখ ভোর ছয়টা দশে। এখন বাজছে ছয়টা কুড়ি।
নিচে সে ও নর্তকী pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ দিব্য প্রকাশ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 1.43 MB প্রকাশ সালঃ 1998 ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন