সেঁজুতি তোমার জন্য pdf বই ডাউনলোড । সেঁজুতি কাজ করে ঢাকার একটা মেগা শপে। দোকানের নাম টেন টু টেন বোঝাই যাচ্ছে এই দোকান দিনের মধ্যে ১২ ঘন্টা খোলা থাকে। বিশাল জায়গা জুড়ে এই বিপনীবিতান। এখানে মোটামুটি একটু উঁচু দরের জিনিস পাওয়া যায়। দোকানের খদ্দেররা মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত। বেশির ভাগিই তরুণ-তরুণী। সিডি, ডিভিডি, বই, পারিফিউম, ঘড়ি, মোবাইল ফোন থেকে শুরু করে বিদেশি বড় ব্রান্ডের শার্ট টি শার্ট জামা জুতা নানা ধরনের জিনিসপাতির সমাহার এখানে। এক কোণে একটা কফিশপ, আরেক কোণে আইসক্রিম পারলার।
সেঁজুতি টেন টু টেনের একজন কর্মী। তার পরনে দোকানের নির্দিষ্ট পোশাক। লালকালো ঘন স্ট্রাইপের জামা, কালো প্যান্ট, তার ওপরে ছাই রঙের অ্যাপ্রন। বুকে নামফলক– সেঁজুতি রহমান। আসলে সে বিক্রয়কর্মী নয়। সে জিনিসপাতির হিসেবনিকেশ রাখে। কী কী জিনিস শেষ হয়ে গেছে, সেটা সে দেখে আর টুকে রাখে। আর জায়গার জিনিস জায়গার তাকে সাজিয়ে রাখাটাও তার কর্তব্যের মধ্যে পড়ে।
তার কানে গান শোনার যন্ত্র, এমপি থ্রি প্লেয়ারের ইয়ারফোন। এই প্লেয়ারগেুলো এখণ সস্তা হয়ে গেছে। দামে সস্তা, কিন্তু ভেথরে গান থাকে অনেক।
আরও দেখুনঃ খেয়া pdf বই ডাউনলোড মা আনিসুল হক pdf বই ডাউনলোড
তার কানে গান বাজছে। দলছুটের গান বাঝছে েএখন। গানটা ভালো। বাপ্পা বেশ ভালো গায়। আর গানের কথাগুলো কত ভালো। তুমি আমা বায়ান্ন তাস, শেষ মুদ্রায়ও রাজি, তোমার জন্যে ধরেছি আমার সর্বস্ব বাজি। সেঁজুতি কাজ করছে আর গান শুনছে। গানের তালে তালে তার মাথাটা একটু এ পাশ ও টাশ করছে। পায়ের মধ্যেও খানিকটা দোলঅ। দেখে মনে হচ্ছে সে নেচে কাজ করছে। তার মনে আনন্দ।
প্রত্যেকটা তাকে জিনিসপাতি শেষ হয়ে গেলে সে লিখছে। তা এই নোট সে জমা দেভে ম্যানেজারের কাছে। ম্যানেজার সেটা পাঠাবেন পারচেজ বিভাগের কাছে। পারচেজ বিভাগ জিনিসপাতি কিনে আজকের মধ্যেই দোকানে নামিয়ে দেবে।
সেঁজুতি এখন বইয়ের তাকে বইগুলো ঠিক করে রাখছে। বই থাকবে লেখকের নাম অনুসারে, আর লেখকের নাম থাকবে বর্ণানুক্রমে। খদ্দেররা সাধারণত বই নামায় দেখার জন্যে, কিন্তু রাখার সময় ঠিকা জায়গায় রাখতে পারে না। পারার কোানো কারণই নাই।
নিচে সেঁজুতি তোমার জন্য pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 2.30 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ আনিসুল হক
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন