সূর্যের দিন pdf বই ডাউনলোড । এ বাড়ির নিয়ম হচ্ছে যাদের বয়স বারোর নিচে তাদের বিকেল পাঁচটার আগে ঘরে ফিরতে হবে। যাদের বয়স আঠারোর নিচে তাদের ফিরতে হবে ছ’টার মধ্যে।
খোকনের বয়স তিরো বছর তিন মাস। কাজেই তার বাইরে থাকার মেয়াদ ছ’টা। কিন্তু এখন বাজছে সাড়ে সাতটা। বাড়ির কাছাকাছি এসে খোকনের বুক শুকিয়ে তৃষ্ণা পেয়ে গেল। আজ বড়-চাচার সামনে পড়ে গেলে ভূমিকম্প হয়ে যাবে ।
অবশ্যি চমৎকার একটি গল্প তৈরি করা আছে। সাজ্জাদ ভেবে রেখেছে সে মুখ কালো করে বলবে –’সাজ্জাদের সঙ্গে স্কুলে খেলছিলাম, হঠাৎ দেখলাম বিরাট একটা মিছিল আসছে। সবাই খুব শ্লোগান দিচ্ছে—’জাগো বাঙালী জাগো’ আমরা দূর থেকে দেখছি।
এমন সময় গন্ডগোল লেগে গেল। পুলিশের গাড়ির ওপর সবাই ইট-পাটকেল মারতে লাগল। চারদিকে হৈ চৈ ছোটাছুটি। আমি সাজ্জাদকে সঙ্গে নিয়ে ছুটতে লাগলাম। পেছনে পটাপট শব্দ হচ্ছে, বোধ হয় গুলি হচ্ছে। আমরা আর পেছন ফিরে তাকাইনি, ছুটছিতো ছুটছিই। ফিরতে দেরি হলো এইজন্যে।
খু্বই বিশ্বাসযোগ্য গল্প। আজকাল রোজই মিছিল হচ্ছে্ আর রোজই গন্ডগোল হচ্ছে। মিছিলের ঝামেলায় পড়ে যাওযার কথা সবাই বিশ্বাস করবে।
কিন্তু বড় চাচাকে ঠিক সাধারন মানুষের পর্যায় ফেলা যায়না। তাঁর সম্ববত তিন নম্বর চোখ বলে কিছু আছে, যা দিয়ে তিনি অনেক দূর পর্যন্ত দেখে ফেলেন। কথা বলতে শুরু করেন অত্যন্ত নিরীহ ভঙ্গিতে।
আরও দেখুনঃ তিথির নীল তোয়ালে pdf বই ডাউনলোড দি একসরসিস্ট pdf বই ডাউনলোড
ভাবখান এরকম যেন, কিছুই জানেন না। সেবারের ঘটনাটেই ধরা যাক। ফজলুর পাল্লায় পড়ে ফাস্ট শো সিনেমা (গোলিয়াথ এন্ড দ্যা ড্রাগন,খুবই মারাত্মক ছবি) দেখে বাড়িতে পা দেয়া মাত্র বড়চাচার সামনে পড়ে গেলাম।
বড়চাচা হাসি মুখে বললেন, ’এই যে খোকন, এই মাত্র ফিরলে বুঝি?’
– জ্বি চাচা।
: একটু মনে হয় দেরি হয়ে গেছে।
– অঙ্ক করছিলাম।
: তাই নাকি?
– জ্বি ফজলুর এক মামা এসেছেন। খুব ভাল অঙ্ক জানেন। উনি দেখিয়েছিলেন ।
: পাটিগণিত?
– জ্বি পাটিগণিত। পাটিগণিতই উনি ভালো জানেন। তৈলাক্ত বাঁশের অঙ্কটা আজ খুব ভালো বুজেছি।
নিচে সূর্যের দিন pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 1.66 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now