সিস্টেম এডিফাস pdf বই ডাউনলোড । এটাকেই নিশ্চয়ই বলে ভুল সময়ে ভুল জায়গায় থাকা। দুপুরবেলা আমাদের খানিকক্ষণের জন্য কাজের বিরতি দেয়া হয়। আমি তখন আমার আকাশের কাছাকাছি অফিস থেকে নিচে নেমে আসি ।
ঠিক কি কারণ জানি না, মাটির কাছাকাছি এলেই আমার মন ভাল হয়ে যায়। পথের ধারের রকেটস্ট্যান্ড থেকে প্রোটিন এবং স্টার্চের একটা জুস মিশ্রণের ক্যাপসুল কিনে এনে আমি সাজিয়ে রাখা ভ্রাম্যমাণ বেঞ্চগহুলিতে বসে পড়ি। বেঞ্চগুলি তার প্রোগ্রাম করা পথে ঘুরে বেড়ায়, আমি চুপচাপ বসে থেকে পথেঘাটে ইতস্তত হাঁটাহাঁটি করা মানুষগুলিকে দেখি।
আমার নিজেকে তখন অন্য জগতের মানুষ বলে মনে হয়, আমি কল্পনা করি আমার সামনে যেন একটি আন্তঃমহাজাগতিক জানালা খুলে গেছে এবং আমি আন্য কোনো একটি গ্যালাক্সি থেকে পৃথিবীর বিচিত্র কিছু প্রাণীকে দেখছি। বসে বসে আমার তখন মানুষের মনের ভাব অনুমান করতে খুব ভাল লাগে।
আজকেও আমি তাই করছিলাম, বেঞ্চ বসে প্রেটিন এবং স্টার্চের ক্যাপসুল চৃষতে চুষতে মানুষগুলির মুখের দিকে তাকিয়ে তাদের মনের ভাব অনুমান করার চেষ্ট করছিলাম। বয়স্ক একজন মানুষকে দেখে মনে হল কোনো কিছু নিয়ে তার ভিতরে খুব যন্ত্রণা-কে জানে হয়তো তার সর্বশেষ স্ত্রী ধনবান কোনো এক তরুণের সাথে পালিয়ে গেছে। হাস্যোজ্জ্বল একজন তরুণীকে দেখে মনে হল হয়তো ভালবাসার মানুষটি আজকে তাকে ভালবাসা নিবেদন করেছে। কম বয়সী নিসাক্ত একজন তরুণকে দেখে মনে হল সে হয়তো নতুন কোন একটি মাদকের সন্ধান পেয়েছে।
আরও দেখুনঃ সুবর্ণলতা pdf বই ডাউনলোড ডিসেপশন পয়েন্ট pdf বই ডাউনলোড
পিছু থেকে ধীর পায়ে হেঁটে আসা মদ্যবয়স্ক একজন মানুষ দেখে মনে হল তার ভিতরে এক ধরনের শান্ত সমাহিত ভাব চলে এসেছে– পৃথিবীর তুচ্ছ কোনো ব্যাপারে তার আর কোনো আকর্ষণ নেই।তার নির্লিপ্ত চেহারার মাঝে এক ধরনের ঐশ্বরিক পবিত্রার ছাপ। মানুষটির কাছেই একজন প্রৌঢ়া রমণী, তার পোশাক এবং চেহারায় বিচিত্র এ ধরনের কৃত্রিমতা দেখে মনে হয় কোনো এক ধরনের কুটির চিন্তায় মগ্ন।
ঠিক এই সময় ঢিপঢিপ করে নিচু কয়েকটি শব্দ এবং আমি মানুষের আর্তনাদ শুনে মাথা ঘুরিয়ে দেকতে পেলাম,একটু আগে দেখা মধ্যবয়সী শান্ত সমাহিত মানুষটি তার মুখের সমস্ত পবিত্রতা অক্ষুণ্ণ রেখে দুই হাতে দুটি নিয়ে নির্বিচারে গুলি
নিচে সিস্টেম এডিফাস pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ সায়েন্স ফিকশন বইয়ের সাইজঃ 0.2 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মুহম্মদ জাফর ইকবাল
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন