সিংহশাবক pdf বই ডাউনলোড। বড়ই রোমাঞ্চকর সেই যুগ যে যুগে আজকের স্পেনে সবুজ চাদঁতারা নিশাল উড়ত। সুন্দর, স্বপ্নীল ও বর্নিল অনুভুতি নিয়ে কর্ডোভার মসজিদ কালের সাক্ষী হয়ে আজো মাথা উচুঁ করে দাড়িঁয়ে আছে। আলহামরার পোড়া ইট, বালুকরা আজ তারিকী তলোয়ারের স্মৃতি-রোমন্থন করে।
গোয়াদেলকুইভারম, জিব্রান্টার প্রণালী, যাল্লাকা প্রান্তর, আলমেরিয়ার যমীন বুকে ধারণ করে আছে বীর মুসলিম জাতির অশ্বখুরের ছোঁয়া। স্পেনের ইতিহাসের ধূসর পাতা খুললে সর্বাগ্রে মনে পড়ে সেই মহান বিজেতাদের অমিততেজা হিম্মতি উপাখ্যান, উপকূলে নেমে যারা জ্বেলে দিয়েছিলেন স্বদেশে ফেরার রণতরীগুলো। অপরিচিত দেশ, অচেনা মানুষ এমন কি আসমান-যমীনও যাদের কাছে বৈরী সেই মর্দে মুমিনদের এই দু: সাহসিকতা দেখে ইউরোপিয়ান ঐতিহাসিকদের কলম পর্যন্ত স্তব্ধ হয়ে যায়।
আরও বই দেখুনঃ
- পড়ো পড়ো পড়ো pdf বই ডাউনলোড
- আনন্দ বেদনার কাব্য pdf বই ডাউনলোড
- নিকটকথা pdf বই ডাউনলোড
- কাঠপেন্সিল pdf বই ডাউনলোড
- হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম pdf বই ডাউনলোড
মুসলিম জাতির বিজয় কেবল স্পেন ভূ-ভাগেই থেকে থাকেনি-সীমানা পেরিয়ে তা প্যারিস পর্যন্তও বিস্তৃত হয়। কুলাঙ্গার উমাইয়া খলীফা সুলায়মান ইবনে আবদুল মালিক তারিক বিন যিয়াদ ও মূসা ইবনে নুসায়েরের অগ্রাভিযানের মাঝপথে বাদ না সাধলে হয়ত আজকের ইউরোপের মানচিত্র অন্যভাবে আকঁতে হত। মোটকথা স্পেন সেদিন একটি শক্তিধর মুসলিম রাজ্যে পরিণত হয়েছিল।
খোদাপাগল বিজেতাদের মৃত্যুর পর অবশ্য স্পেনের গদিতে এমন সব নীল ভ্রমরদের আবির্ভাব ঘটে যারা পূর্বসূরিদের রক্তমাখা উপাখ্যানগুলো গিলে খেতে থাকে। কেন্দ্রীয় খলীফার শাসনাধীন হয়েও এরা নিজেদের বাদশাহ ভাবতে শুরু করে। পতনের শুরুটা মূলত এখান থেকেই পরবর্তী ইতিহাস আরো করুণ আরো বেদনাবিধুর ।
খ্রিষ্টানরা মুসলমানদের প্রজা ছিল। তাদের সর্ব ধরনের নাগরিক সুবিধা ও ধর্মীয় স্বাধীনতা ছিল। ইসলাম গ্রহণের জন্য তাদের ওপর জবরদস্তি করা হয়নি কোনদিনও এদের যারা ইসলামের ছায়াতলে আশ্রয়-নিয়েছে- তারা নিজ উদ্যোগেই ইসলামের মহানুভবতায় আকর্ষিত হয়েছিল। কিন্তু ধর্মান্ধ, প্রতিক্রিয়াশীল, প্রতিহিংসাপরায়ন, মৌলবাদী, গোড়া খ্রীষ্টানরা উগ্রবাদী মনোভাব নিয়ে স্পেন ও মুসলমানদেরকে স্পেন ছাড়া করতে আদা নুন খেয়ে ময়দানে নামে। এই শয়তানী লক্ষ্যে হেন কাজ নেই যা তারা করেনি।
এ জন্য তারা তাদের সুন্দরী মেয়েদেরকে আমীর-ওমরাদের প্রাসাদে পাঠিয়েছে। প্রশাসনের উর্ধ্বতন কর্তাদের শয্যাসঙ্গিনী হয়ে এরা, ধোঁকা ষড়যন্ত্র ও বিদ্রোহে অদৃষ্টপূর্ব ভুমিকা রেখেছে। এই কুলটা নারী-রাই সেদিনের স্পেনে মুসলিম প্রশাসনের জন্য কালনাগিনী হয়ে দাড়িঁয়েছিল।
নিচে সিংহশাবক pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | আল-এছহাক প্রকাশনী |
বইয়ের ধরণঃ | ঐতিহাসিক উপন্যাস |
বইয়ের সাইজঃ | 6.35 MB |
প্রকাশ সালঃ | 2015 |
বইয়ের লেখকঃ | এনায়েতুল্লাহ আলতামাস |
অনুবাদঃ | ফজলুদ্দীন শিবলী |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন