সময় pdf বই ডাউনলোড । ক্যানসারের ওষুধ যে প্রায় আবিষ্কার করে ফেলেছেন তা লোহিতাক্ষ নিজেই বুঝতে পারছিলেন। উত্তেজনায় তার বুক কাঁপছিল, তেষ্টা পাচ্ছিল, হাত পা ঠাণ্ডা আর মাথা গরম হয়ে উঠছিল।
লোহিতাক্ষর সামনে একটা কাচের পাত্র বুনসেন বার্নারের ওপর বসানো। ভিতরে একটা সবুজ তরল টগবগ করে ফুটছে। সবজ রংটা আরও গাঢ় হয়ে কালচে মেরে এলে তিনি সেটা একটা পিউরিফায়ারের মধ্যে রাখবেন। একটা ফানেলের ভিতর দিয়ে পরিশুদ্ধ তরলটি একটি টেস্ট টিউবে এসে জমবে।
তারপর আর মাত্র দুটো পর্যায় থাকবে। ক্যানসারগ্রস্ত একটা ইঁদুর খাঁচায় ধুঁকছে। তার ওপর প্রয়োগ করবেন। কিন্তু ফলাফল কী হবে তা লোহিতাক্ষ জেনে গেছেন। তাঁর একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে। সেটা হল, কপালের বাঁ দিকে একটা আব। যখনই তিনি কোনো সাফল্যের কাছাকাছি আসেন তখনই ওই আবটার মধ্যে একটা কুড়কুড় শব্দ হয়। ঠিক যেন একটা পোকা আবের মধ্যে ঘুরে ঘুরে কুড়কুড় কুড়কুড় করে আনন্দে গান গায়।
লোহিতাক্ষর আবের মধ্যে পোকাটা এখন কুড়কুড় কুড়কুড় শব্দ করছে; লোহিতাক্ষ যখন সর্দিকাশির ওষুধ আবিষ্কার করে ছিলেন তখনও আবের মধ্যে এরকমই শব্দ হয়েছিল। আর সে কী ওষুধ। চারবার নাক ঝাড়লেই সর্দি সাফ। সেবার সর্দির ওষুধ আবিষ্কারের জন্য তাঁকে নোবেল প্রাইজ দেওয়া হয়। ক্যানসারের ওষুধ আবিষ্কারের জন্য অতএব দ্বিতীবার নোবেল প্রাইজও তাঁর বাঁদা। আবের ওপর আদর করে একটা হাত বুলিয়ে নিলেন লোহিতাক্ষ।
এমন সময় ল্যাবরেটরির দরজা খুলে বনমালী ঢুকল। বনমালী লোহিতাক্ষের কাজের লোক।
আরও দেখুনঃ ঋণ শীর্ষেন্দু মুখোপাধ্যায় pdf বই ডাউনলোড ওঙ্কার – আহমদ ছফা pdf বই ডাউনলোড
বাইরে দুজন লোক এসেছেন।
-এই সকালে আবার কে এল?
তা কী জানি। একজন বেঁটে, অন্যজন লম্বা। বাল লোক বলে মনে হচ্ছে না। যান গিয়ে দেখুন।
-ভাল লোক নয় কি করে বুঝলি?
আপনিও বুঝতে পারবেন। আমি শুধু কয়েছিলুমু যে, বাবু এখন কাজে ব্যস্ত।
-ওঃ তাই বুঝি খারাপ লোক! তা কী চায় তারা?
তা আর জিজ্ঞেস করার সাহস হয়নি। আপনার ভিজিটর আপনি গিয়ে সামাল দিন।
লোহিতাক্ষ সাধারণত উটকো লোকজনের সঙ্গে দেকা-সাক্ষাতৎ করেন না। কিন্তু আজ তিনি নিজের সাফল্যের আনন্দে এত ডগ মগ যে, বার্নারের তাপটা কমিয়ে উঠে পড়লেন, চল তো গিয়ে দেখি কেমন লোক!
নিচে সময় pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সাহিত্য সংস্থা বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 4 MB প্রকাশ সালঃ 1989 ইং বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন