সবুজ ভেলভেট pdf বই ডাউনলোড । শারমীন এমনভাবে স্টেশনের ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছে যে, তাকে দেখে মনে হতে পারে সে বুঝি নিয়মিতভাবে এই ট্রেনে যাতায়াত করে। ভিড়ের ধাক্কায় মোহসনি সাহেব একটু পিছিয়ে পড়ছেন; লম্বা পা ফেলে শারমীরেনর কাছে এসে বললেন, “ম্যাডাম!”
শারমীন ট্রেনের বগির নম্বার দেখতে দেখতে বলল, “বলেন।”
“ওয়ান লাস্ট টাইম।”
শারমীন হি হি করে হেসে উঠে বলল, “আপনি অন্তত পঞ্চাশবার বলেছেন ওয়ান লাস্ট টাইম! বলা উচিত ছিল ফিফটিয়েথ লাস্ট টাইম।”
মোহসিন সাহেব টাইয়ের নটটা একটু ঢিলে কলে বললেন, “আপনি ঠাট্টা করেন আর যা-ই করেন ম্যাডাম, আমি এই ওয়ান লাস্ট টাই বলছি আপনি প্লেনে চলেন। আপনার কথা বলে ফোন করে দিলেই প্লেন আটকে রাখবে। আমি স্টেশন ম্যানেজারকেও চিনি।”
শারমীন ঘুরে মোহসি সাহেবের দিকে তাকিয়ে একটু হেসে বলল, “আমি আসলে ট্রেনেই যেতে চাই।”
মোহসিন সাহেব ইংরেজিতে বললেন “বাংলাদেশের ট্রেনের কী অবস্থা সে সম্পর্কে আপনার বিন্দুমাত্র ধারণা নেই।”
“সেই জন্য তো যেতে চাইছি। শেষবার যখন ট্রেনে উঠেছি তখন আমি ইন্টামিডিয়েটে পড়ি।”
“এই ট্রেনে একটা এসি কম্পার্টমেন্ট ছিল, যদি সেটাতেও যেতেন একটা কথা ছিল, অপেন চেয়ারে বসে যাবেন আপনি চিন্তাও করতে পারবে না আপনার কী রকম কষ্ট হবে।
আরও দেখুনঃ ত্রিনিত্রি রাশিমালা pdf বই ডাউনলোড তিন্নি ও বন্যা pdf বই ডাউনলোড
শারমীন হাসি হাসি মুখ করে বলল, “আপনি চিন্তাও করতে পারবেননা আমি কী পরিমাণ কষ্ট করতে পারি। নাইরোবিতে একবার ট্রেনে উঠেছিলাম, সেই গল্প শুনলে আপনি হার্টফেল করে ফেলবেন।”
“নাইরোবির দায়িত্ব তো আমার ছিল না ম্যাডাম, এখানকার দায়িত্ব আমার।” মোহসিন সাহেব হতাশ ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, “আপনাকে ট্রেনে তুলে আমি যখন অফিসে যাব, ঢাকা থেকে বস যখন ফোন করে জিজ্ঞেস করবে আপনি কোথায়-আর আমি যখন ভলব আপনি ট্রেনে, সেই মুহূর্তে আমাকে চাকরি থেকে ফায়ার করে দেবে। খোদার কিরে কেটে বলছি।”
শারমীন খিলখির করে হেসে বলল, “এর পরের দায়িত্বা আমার। আপনাকে ফায়ার করার পর প্রমোশন দিয়ৈ আমি ঢাকায় নিয়ে আসব। আপনি যদি চান জেনেভাতে না হয় নিউইয়র্ক আপনার পোস্টিং দিয়ে দেব। খোদার কিরে কেটে বলছি।”
নিচে সবুজ ভেলভেট pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 8.47 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মুহাম্মদ জাফর ইকবাল
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন