Sunday, October 19, 2025
Homeএডভেঞ্চারসতর্ক শয়তান pdf বই ডাউনলোড

সতর্ক শয়তান pdf বই ডাউনলোড

সতর্ক শয়তান pdf বই ডাউনলোড । ক্লারমন্ট-ফেরান্ড রেসট্র্যাকের পাশে উঠে বসল রক্তাক্ত মাসুদ রানা। সাদা ওভারলে রক্তের ছোপ।

দুপুরের কড়া রোদ। কিন্তু জোর বাতাস। লম্বা চুল বাতাসে উড়ে ঢেকে ফেলেছে ওর মুখের একাংশ। চকচকে পিকক-রু হেলমেটটা লোহার দস্তানা পরা দুই হাতে এমন ভাবে চেপে ধরে আছে, মনে হচ্ছে দুমড়ে ভেঙে ফেলবার চেষ্টা করছে সে ওটাকে। থরথর কাঁপছে হাত দুটো, মাঝে মাঝে সর্বশরীর কেঁপে কেঁপে উঠছে ঝাকুনি লেগে।

ব্লু অ্যাঞ্জেল পিটের কাছে চার হাত-পা শূন্যে তুলে চিৎ হয়ে শুয়ে আছে ওর গাড়িটা। চাকাগুলো ঘুরছে এখনও। সামান্য ধোয়া বেরোচ্ছে ইঞ্জিন থেকে, কিন্তু ইতিমধ্যেই ফায়ার এক্সটিদুইশারের ফেনা ঢেকে ফেলেছে ওটাকে—ফুয়েল ট্যাংকে আগুন লেগে বিস্ফোরণের সম্ভাবনা নেই আর। দৈবগুণে উল্টাবার ঠিক আগের মুহুর্তে ঝাকি খেয়ে ছিটকে বেরিয়ে গেছে সে গাড়ি থেকে।

সবচেয়ে আগে রানার কাছে পৌঁছল প্রবীণ সাংবাদিক জেমস মিচেল। দেখল, নিজের গাড়ি দেখছে না রানা-স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছে দুশো গজ দূরে দাঁড়ানো একটা ফেরারীর দিকে। কমলা রঙের গ্র্যান্ডপ্রিক্স (ফরাসী উচ্চারণ ঘঁ-প্রি) ফর্মুলা ওয়ান রেসিং কারটাকে ঘিরে রেখেছে কমলা রঙের আগুন।

আরও দেখুনঃ
পাগল বৈজ্ঞানিক pdf বই ডাউনলোড
আমিই রানা pdf বই ডাউনলোড

ককপিটে খাড়া হয়ে বসে আছে আলফ্রেড গার্বার। মারা গেছে আগেই, এখন ভস্ম হয়ে যাচ্ছে দাউ দাউ চিতার আগুনে। বাতাসে আগুনের শিখা ফাক হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে কয়লার মত কালো পোড়া দেহটা। মাথায় হেলমেট। বুম শব্দে বিস্ফোরণ হলো। পরমুহূর্তে সাদা হয়ে গেল কমলা রঙের আগুন।

পাথরের মত জমে গেছে হাজার হাজার দর্শক। মন্ত্রমুগ্ধ। বিস্ফারিত আতঙ্কিত দৃষ্টিতে চেয়ে রয়েছে সবাই জ্বলন্ত গাড়িটার দিকে। একটি টু শব্দ নেই কারও মুখে। রেস-মার্শালদের পাগলের মত ফ্ল্যাগ নাড়তে দেখে থেমে গেছে প্রতিযোগীরা—আজকের মত রেস স্থগিত।

মাইক নিচুপ। সাইরেন বাজিয়ে রেস্ট্রাকের উপর দিয়ে ছুটে এল অ্যাম্বুলেন্স, থেমে দাড়াল নিরাপদ দূরত্বে। মাথার উপরে চক্রাকারে ঘুরতে থাকা ফ্যাশিং লাইটটা নিষ্প্রভ হয়ে গেল পিছনের তীব্র সাদা শিখার ঔজ্জ্বল্যে। ফায়ার-ব্রিগেডের কয়েকজন অ্যালুমিনিয়াম অ্যাসবেস্টস স্যুট পরে ফায়ার এক্সঙ্গুইশার হাতে চেষ্টা করছে জ্বলন্ত গাড়িটার কাছে পৌঁছতে, পোড়া লাশটা বের করে আনতে।

নিচে সতর্ক শয়তান pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

সতর্ক শয়তান pdf বই ডাউনলোড

প্রকাশকঃ সেবা প্রকাশনী
বইয়ের ধরণঃ এডভেঞ্চার - মাসুদ রানা সিরিজ
বইয়ের সাইজঃ 15 MB
প্রকাশ সালঃ 1975 ইং
বইয়ের লেখকঃ কাজী আনোয়ার হোসেন


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site