সঙ্গীসাথী পশু পাখি pdf বই ডাউনলোড । আমরা তখন খুব ছোট। আব্বা বদলি হয়ে সিলেট থেকে এসেছেন দিানজপুরের একেবালে উত্তরে জগদল নামে একটা খুব ছোট জায়গায়। পঁচাগড় থেকে মোষের গাড়ি করে সেখানে যেতে হয়। আমরা যখন পৌঁছেছি তখনো বেলা ডোবেনি কিন্তু চারদিক এর মাঝে কী নির্জন সুমসাম।
যেখানে থাকার খথা সেটি একটি জমিদার বাড়ি, দেশভাগ হবার পর জমিদার বস ছেড়ে ছুড়ে চলে গেছে। চারদিকে ঘন জঙ্গল, মাইলের পর মাইল শুধু গাছ আর গাছ, তার মাঝে বেশিরভাগই আম গাছ। বাড়ির সামনে কুয়া, একটু দূরে অনেকগুলি তালগাছ সেখানে বাবুইপাখির বাসা বাতাসে দুলছে। পাশে একটা মন্দির, সামনে বাঁধানো বারান্দা ভিতরে নানা দেবদেবীর মূর্তি। দিনের বেলাতেই অন্ধকার নেমে এসেছে, কেমন গা ছম ছম করা ভাব!
আমরা অনেক কয়জন ভাইবোন সবাই গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছি তার মাঝে কে জানি হঠাৎ ভয় পেয়ে চিৎকার করে উঠল। সবাই তাকিয়ে দেখি একটু কুকুর, কালো মোটাসোটা, আমাদের দিকেই এগিয়ে আসছে। খ্যাপা ট্যাপা কিছু নয়, একটু পরে বুঝতে পারলাম, ভারী ভদ্র কুকুর সেটি। সে এ বাড়ির কুকুর বাড়িতে কেউ থাকুক আর নাই থাকুক সে কখনো বাড়ি ছেড়ে যায় না! আমাদের দেখে অভ্যর্থনা জাানতে এসেছে, কাছে দাঁড়িয়ে লেজ নাড়তে থাকে।
আরও দেখুনঃ থিওরি অফ রিলেটিভিটি pdf বই ডাউনলোড পৃ pdf বই – মুহাম্মদ জাফর ইকবাল
ছেলেবেলায় সাধারণ জিনিসকেই মনে হয় আশ্চর্য, কাজেই সেই প্রাচীন জামিদার বাড়িকে যে কত রহস্যময় মনে হত বলে বোঝানো যাবে না। এখানে সেখানে অসংখ্য কুঠুরি, দোতলায় তালা মারা ঘর আমাদের সেখানে যাওয়া নিষেধ! উঁকি মেরেদেখা যায় ছবির মতন সাজানো কাচঘর, রকমারি পুতুল আর খেলনা ছড়ানো, কে যেন উঠে গিয়েছে এক্ষুনি আসবে! সিঁড়ি ঘরে দুপুরবেলা একদিন ভয়ে ভয়ে গিয়েছিলাম, ভূতুড়ে অন্ধকার ঘর, হাজার হাজার বাদুর হঠাৎ আমাকে তাড়া করে এল।
রাত্রিবেলা হ্যারিকেনের আলোতে এত বড় বাড়ির অন্ধকার দূর করা যায় না। এখানে সেখানে অন্ধকার জমাট বেঁধে থাকে। তাড়াতাড়ি খেয়ে আমরা শুয়ে পড়ি, ছাদের দিকে তাকিয়ে ঘুম আসতে চায় না ভয়ে, যদি কখনো কড়কাঠ থেকে বড় লোহার বিমটা খসে পড়ে।
নিচে সঙ্গীসাথী পশু পাখি pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ অনন্যা প্রকাশনী বইয়ের ধরণঃ ছোট গল্প বইয়ের সাইজঃ 1.55 MB প্রকাশ সালঃ 1993 ইং বইয়ের লেখকঃ মুহাম্মদ জাফর ইকবাল
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন