সঙ্কেত pdf বই ডাউনলোড । এ সপ্তাহে আরো দু’হাজার লোক পাগল হয়ে যাবে, বিভিন্ন কল-কারখানা, অস্ত্রাগার, বিমান, সড়ক ও রেলপথে অন্তর্ঘাতের দেড়শ’ ঘটনা ঘটবে। জ্ঞানী, গুণী, চরিত্রবান মানুষেরা প্রকাশ্যে অপমানিত হবেন, মানুষে মানুষে ঝগড়া, বিবাদ, খুনোখুনি, দাঙ্গা ক্রমশ বাড়বে।
অকারণ হত্যাকাণ্ড ঘটবে বহুল পরিমাণে। কেউই কোথাও নিরাপদ নয়। বড় বড় শহর শূন্য হতে থাকবে আরো। টিপসি সুলতান আপনাকে সাবধান করে দিচ্ছে এ সপ্তাহে এবং আগামী সপ্তাহগুলোতে খুবই সতর্ক থাকুন। মনে রাখবেন, আপনার প্রাণ, সম্পত্তি ও সম্মান আপনাকেই বাঁচাতে হবে। আপনার আর কেউ নেই, আপনি একা।
লম্বাটে, রোগাটে এবং ফর্সা ধরনের লোকটার নাম অমিত, অফিস থেকে ফেরার পথে অমিত রোজকার মত অফিস বাড়ির ত্রিশ তলার ছাদে উঠে নিজের বাতাস-গাড়িতে চড়ে বসেছিল। কাচের বুন্ধুদের একটি ঢাকনার মধ্যে চমৎকার গদির আসন, দু’জনে বসতে পারে তাতে।
আসনের নিচে সিলিন্ডার এবং অন্যান্য যন্ত্র লাগানো। কয়েকটা বোতাম টিপে আর একটি হাতল ধরে চালাতে হয়। সিলিন্ডার থেকে নিম্নমুখী প্রবল জ্বলন্ত গ্যাস নিষ্কাশিত হয়। তারই উল্টো চাপে বাতাস-গাড়ি শূন্যে ভেসে যায়। খুব জোরে নয়, ঘন্টায় বড়জোর দু’শ’ কিলোমিটার। বেশি দূর যাওয়ায় যায় না।
সিলিন্ডারে যে পরিমাণ গ্যাস ভরা যায় তাতে যন্ত্রটা মোটামুটি তিন ঘন্টা নিরাপদে উড়তে পারে। দুর্ঘটনার ভয় নেই। গ্যাস হঠাৎ ফুরোলেও চলন্ত বাতাস-গাড়ি আছড়ে পড়বে না। গ্যাস ফুরোলেই একটা প্যারাসুট আপনা থেকে খুলে যায়। বাতাস-গাড়ি ভাসতে ভাসতে নিচে নামে।
আরও দেখুনঃ ঋণ শীর্ষেন্দু মুখোপাধ্যায় pdf বই ডাউনলোড ওঙ্কার – আহমদ ছফা pdf বই ডাউনলোড
মাটির খুব কাছাকাছি এলে প্যারাসুট কাজ করে না, তখন বোতাম টিপলে ভিন্ন সিলিন্ডারের মধ্যে দুটো মিশ্রণের মিলন ঘটে হিলিয়াম গ্যাস তৈরী হয়ে যায়। সেই গ্যাস বাতাস-গাড়িকে মাধ্যাকর্ষণের টান থেকে বাঁচিয়ে ধীরে প্রায় হাত ধরে নামিয়ে দেয়।
অমিত বাতাস-গাড়িতে উঠে যন্ত্র চালাতে গিয়ে বুঝতে পারল সিলিন্ডারে এক ফোঁটা গ্যাস নেই। নেমে দেখল, সিলিন্ডারের বর্মের মতো ইস্পাতের গায়ে একটা নিখুঁত ছাদা। এই ইস্পাত ফুটো করা সহজ নয়। কিন্তু আজকাল এতসব অত্যাধুনিক যন্ত্রপাতি বেরিয়েছে আর তা এতই সহজলভ্য যে, যে কেউ তা যখন তখন ব্যবহার করতে পারে।
নিচে সঙ্কেত pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সাপ্তাহিক পূর্ণিমা বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 0.5 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন