সংঘাত পরিহার pdf বই ডাউনলোড। সংঘাত পরিহার করুন। কেবলমাত্র যদি এই সুত্রটা কেউ নিজের জীবনে আত্মস্থ করতে পারে তাহলে তার প্রতিদিনের জীবন সুন্দর হয়ে উঠবে। মোক্ষ নিজে তার সামনে উপস্থিত হবে। এতে কোন সংশয় নেই। হাজার হাজার লোক অক্রমবিজ্ঞানী পূজ্য দাদাশ্রী-র এই মৌলিক উপদেশ পালন করে মুক্তির স্বাদ অনুভব করেছেন।
তাদেঁর জীবন শান্তি এবং আনন্দে পরিপূর্ণ হয়ে গেছে এবং তারাঁ মুক্তিপথের তীর্থযাত্রী হয়েছে। এইরকম স্থিতিতে পৌঁছাতে গেলে যে কোনভাবে সংঘাত এড়ানোর দৃঢ় সংকল্প করতে হবে। বিপক্ষ যত নাছোড়বান্দা-ই হোক না কেন আমি কিছুতেই তার সাথে সংঘাতে যাব না এটাই দৃঢ় সঙ্কল্প।
আরও বই দেখুনঃ
- ভৌতিক অমনিবাস pdf বই ডাউনলোড
- হৃদরোগ কারণ ও প্রতিকার pdf বই ডাউনলোড
- মেঘনাদবধ কাব্য পঞ্চম সর্গ pdf বই ডাউনলোড
- সম্ভাব্যতা pdf বই ডাউনলোড
- অলৌকিক কাহিনী সমগ্র pdf বই ডাউনলোড
কোন ব্যক্তি যদি শুধু এইটুকুই সঙ্কল্প করে তাহলে তার মধ্যে প্রাকৃতিকরূপে একটা স্বতঃস্ফুর্ত সংঘাত এড়ানোর দিশা আসবে। যদি আপনি রাতের অন্ধকারে ঘর থেকে বার হতে গিয়ে কোন দেওয়ালে ধাক্কা খান তখন কি আপনি দেওয়ালকে নাথি মেরে চিৎকার করবেন, আমার রাস্তায় কেন এসেছো? দূর হও! এটা আমার বাড়ি! না, তার পরিবর্তে আপনি হাতড়ে হাতড়ে বাইরে বেরনোর রাস্তা খুজেঁ বেরিয়ে যাবেন।
কারণ আপনি যদি দেওয়ালের সাথে সংঘাত লিপ্ত হন তাহলে নিজেরই মাথা ফেটে যাবে সে বোধ আছে। একজন রাজাকেও সংকীর্ণ রাস্তায় উন্মত্ত ষাঁড়কে পথ ছেড়ে দিতে হয়। তিনি কি ষাড়ঁকে বলতে পারেন, আমার রাস্তা থেকে সরে যা।
এ আমার রাজ্য, আমার রাস্তা, আমি রাজা? তাহলে তো ষাড়ঁ বলবে, তুই রাজা তো আমি মহারাজা! চলে আয়! এরকম পরিস্থিতিতে রাজার রাজাকেও পথ ছেড়ে দিতে হয় কারণ ষাঁড়ের সাথে সংঘর্ষে আহত না হওয়াটাই তারঁ লক্ষ্য । এই সহজ উদাহরণগুলো দেওয়া হল যাতে আপনি বুঝতে পারেন যে সমস্ত ব্যক্তি আপনার সাথে সংঘাতে লিপ্ত হতে চাইছেন তারা এই দেওয়াল বা ষাঁড়ের-ই মত।
আপনি যদি সংঘাত এড়াতে চান তো বুদ্ধিমানের মত রাস্তা থেকে সরে যান। জীবনের সমস্ত পরিস্থিতিতে সংঘাত পরিহার করুন। কারণ সংঘাত রহিত জীবন-ই ক্লেশরহিত জীবন, মোক্ষপ্রাপ্তির উপায়। জয় সচ্চিদানন্দ। বইটি ডাউনলোড করে নিতে পারেন আরও পড়তে চাইলে।
নিচে সংঘাত পরিহার এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সংঘাত বিষয়ক |
বইয়ের সাইজঃ | 13.8 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ডঃ নীরুবেন অমিন |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন