শত্রু ভয়ঙ্কর pdf বই ডাউনলোড । আসামীর কাঠগড়ায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে শ্রীমান মাসুদ রানা। অত্যন্ত অস্বস্তি বোধ করছে সে। চারদিকে চাইল একবার ঘাড় ফিরিয়ে।
ইস্তাম্বুলের একটি বিচার কক্ষ। ডায়াসের ওপর একটা মাঝারি সাইজের মেহগনি কাঠের টেবিল, তার ওপাশে গাদি আঁটা চেয়ারে পায়ের ওপর পা তুলে আরাম করে বসেছেন বৃ্দ্ধ জজ। সনাতন জজ-সাহেবী চেহারা। কপালে গালে বার্ধক্যের ভাঁজ। কাঁচা-পাকা জুলফির ওপর চেপে বসে আছে পুরু বাইফোকাল লেন্সের চশমার হ্যাণ্ডেল। টাকের মাঝ বরাবর কাশ ফুলের মত একগুচ্ছ পাক চুল দুলছে ফ্যানের হাওয়ায়। টাকের রঙটা লালচে। অনেকটা বেদানার মত।
বেশ বড়সড় বিচার কক্ষটি। জানালার সিক গলে বিকেলের পড়ন্ত রোদ এসে ঢুকছে ভেতরে। চল্লিশ-পঞ্চাশজন বিশিষ্ট নাগরিক ছাড়াও আছে বিভিন্ন পত্র-পত্রিকা থেকে আগত জনাকয়েক জার্নালিস্ট, ফটোগ্রাফার, এমব্যাসির কয়েকজন উৎসাহী কর্মচারী এবং চার-পাঁচজন সুন্দরী তরুণী। আজকের বিচার বিশেষ গুরুত্বপূর্ণ–তাই এই ভিড়। কাঠগড়া আর জজের মাঝামাঝি জায়গায় দুই সারি চেয়ারে বসেছে দর্শকবৃন্দ। জজের কাছাকাঝি একটা চেয়ারে বসে আছে খাকি ইউনিফরম পরা ফেল্ট হ্যাট মাথায় পুলিস কমিশনার। ঘরের চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে কয়েখজন পুলিস কনেস্টবল।
আরও দেখুনঃ সাগর সঙ্গম pdf বই ডাউনলোড দ্য স্যান্ডস অভ টাইম pdf বই ডাউনলোড
বিচার হচ্ছে রানার। খুনের অপরাধে ধরা পড়েছে সে ইস্তাম্বুলে। পঞ্চাশ-ষাট জোড়া অপরিচিত চোখ চেয়ে আছে ওর দিকে। প্রত্যেকের দৃষ্টিতেই কফোর অভিব্যক্তি। ফাঁসীর আসামীকে এ ছাড়া আর অন্য কি দৃষ্টিতে দেখবে মানুষ? খুবই অস্বস্তি বোধ করছে রানা।
দশ হাত তফাতে কোর্ট-রূমের প্রকাণ্ড দরজা। একটাই পথ। দু’জন সেন্ট্রি দাঁড়িয়ে আছে দু’পাশে। একটি অপূর্ব সুন্দরী তরুণী মৃদু হেসে কি যেন বলল বান্ধবীর কানে কানে। সারা ঘর ঘুরে এসে রানার দৃষ্টিটা আবার থমকে দাঁড়াল বৃদ্ধ জজের তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত মুখের ওপর। চশমার পুরু কাঁচের ওপাশে এক জোড়া চোখ এতক্ষণ স্থির দৃষ্টিতে নিরীক্ষণ করছিল ওকে। জজের পেছনে দেয়ারে টাঙানো পৌরাণিক কালের একটা অলসন্স দেয়াল-ঘড়ি। বিলে চারটে বেজে পাঁচ। টিক্ টিক্ করে আরও পনেরো সেকেণ্ড পার হয়ে গেল।’ তারপর আবার গমগম করে উঠল জজের গম্ভীর কণ্ঠস্বর।
‘প্রশ্নের উত্তর দাও, মাসুদ রানা।’
‘এককথা কতবার বলব? আমর নাম মাসুদ রানা নয়। আর পাসপোর্ট আমার চুরি হয়ে গেছে।’
নিচে শত্রু ভয়ঙ্কর pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সেবা প্রকাশনী বইয়ের ধরণঃ এডভেঞ্চার - মাসুদ রানা সিরিজ বইয়ের সাইজঃ 8.68 MB প্রকাশ সালঃ 1967 ইং বইয়ের লেখকঃ কাজী আনোয়ার হোসেন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন