Sunday, October 19, 2025
Homeউপন্যাসলজ্জা তসলিমা নাসরিন pdf বই ডাউনলোড

লজ্জা তসলিমা নাসরিন pdf বই ডাউনলোড

লজ্জা তসলিমা নাসরিন pdf বই ডাউনলোড । সুরঞ্জন শুয়ে আছে, মায়া এসে বারবার তাড়া দিচ্ছে দাদা ওঠ, কিছু একটা ব্যবস্থা কর। সুরঞ্জন জানে এই ব্যবস্থার নাম কোথাও গিয়ে লুকিয়ে থাকা। ইঁদুর যেমন গর্তে ঢোকে ভয়ে, ভয় কেটে গলে বা পরিস্থিতি শান্ত হলে চারদিক দেখেশুনে লুকানো জায়গা থেকে ইঁদুর যেমন বেরিয়ে আসে। তেমনি বেরিয়ে আসতে হবে তাদের।

কেন তাকে নিজের ঘর ছেড়ে পালাতে হবে – তার নাম সুরঞ্জন দত্ত, শুধু এই কারণে? এই কারণে তাকে আজআলতাফ, কামাল বা লতিফের বাড়িতে আশ্রয় নিতে হবে। যেমন নিয়েছিল দুবছর আগে? না, সুরঞ্জন এবার যাবে না।

বাবা মা স্তব্ধ হয়ে বসে আছেন ঘরে, মায়া ছুটোছুটি করছে একবার বাবা মার ঘরে, একবার সুরঞ্জনের ঘরে। মায়া বোঝাতে চেষ্টা করছে কিছু একটা ঘটে যেতে পারে। আর দুর্ঘটানা ঘটে গেলে পুরে দুঃখ করে লাভ নেই।

দু’বছর আগে কামাল এসেছিল নিতে, বলেছিল বাড়িতে তালা দিয়ে সবাই আমার বাড়ি চল। কামালের চোখেমুখে ছিল উদ্বেগ, তাড়া দিচ্ছিল – চল চল দেরি করিস নে। কামাল তার অনেকদিনের বন্ধু। তবু আত্মীয়স্বজন নিয়ে কামালের বাড়িতে আশ্রয় কেন তাকে নিতে হয়!

লজ্জা তসলিমা নাসরিন pdf

কামালকে তো ঘর ছেড়ে পালাতে হয় না, সুরঞ্জনকে কেন পালাতে হয়। এই দেশ কামালের যতটুকু, সুরঞ্জনেরও ঠিক ততটুকু। নাগরিক অধিকার দুজনের সমান হবারই কথা। অথচ সুরঞ্জন বোঝে কামালের মত সে উদ্ধত দাঁড়াতে পারে না, সে দাবি করতে পারে না আমি এই মাটির সন্তান। আমার যেন কোনও অনিষ্ট না হয়।

আরও দেখুনঃ
প্রফেসর মাসুদ রানা pdf বই ডাউনলোড
কালবেলা pdf বই ডাউনলোড

আজ ডিসেম্বরের সাত তারিখ। গতকাল দুপুরে অযোধ্যায় সরযু নদীর তীরে নেমে আসে ঘোর অন্ধকার । করসেবকরা সাড়ে চারশ’ বছরের পুরোনো একটি মসজিদ ভেঙ্গে ফেলেছে। বিশ্বহিন্দু পরিষদের ঘোষিত করসেবা শুরুর পঁচিশ মিনিট আগে ঘটনাটি ঘটে। করসেবকরা প্রায় পাঁচঘন্টার চেষ্টায় তিনটি গম্বুজসহ সম্পূর্ণ সৌধটিকে ধুলোয় মিশিয়ে দেয়।

পুরো ঘটনাই ঘটে বিজেপি, বিশ্বহিন্দু পরিষদ, আর এস এস, বজরং দলের সর্বোচ্চ নেতৃত্বের উপস্থিতিতে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, পি. এসি ও উত্তরপ্রদেশে পুলিশ নিষ্ক্রিয় দাঁড়িয়ে করসেবকদের অবিশ্বাস্য অপকাণ্ড দেখে । দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটে একটি গম্বুজ ভাঙা হয় । সাড়ে চারটায় দ্বিতীয় গম্বুজ, চারটে পঁয়তাল্লিশে তৃতীয় গম্বুজও ভেঙে ফেলে।

নিচে লজ্জা তসলিমা নাসরিন pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

লজ্জা তসলিমা নাসরিন pdf

প্রকাশকঃ পিপলস বুক সোসাইটি
বইয়ের ধরণঃ উপন্যাস
বইয়ের সাইজঃ 14 MB
প্রকাশ সালঃ 1999 ইং
বইয়ের লেখকঃ তসলিমা নাসরিন


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site