Sunday, October 19, 2025
Homeআত্মউন্নয়নমূলক বইরোড টু সাকসেস pdf বই ডাউনলোড

রোড টু সাকসেস pdf বই ডাউনলোড

রোড টু সাকসেস pdf বই ডাউনলোড । একটি ঘটনা, একটি চ্যালেঞ্জ পাল্টে দিতে পারে একটি জীবনকে। ইন্টারন্যাশনাল মোটিভেটররা যখন বলছেন Do or die তখন একজন বাংলাদেশি মোটিভেটর আরো একধাপ এগিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন Do before die.

হতাশাকে হতাশ করে, ব্যর্থতাকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাভাষী মানুষদের কাছে তেমনি জীবন পাল্টানোর শপথ নেয়া বারুদের মত, হাইভোল্টেজ মোটিভেশনাল একটি বই ‘রোড টু সাকসেস’। মোটিভেশনাল স্পীকার সত্যকিৎ চক্রবর্ত্তীর এই বইটি হয়তো আপনার জীবনকে পাল্টাতে পারবে না। তবে বইটি পড়ে আপনি নিজেকেই পাল্টে দিতে পারবেন যেভাবে পেরেছে অন্যরা।

আপনাকে সফল হওয়ার জন্য সুপারম্যান হতে হবে না, স্পাইডারম্যানও হতে হবে না, শুধু জেন্টেলম্যান হলেই চলবে। কারণ বিধাতা আপনাকে সৃষ্টির সেরা জীব বলে ঘোষণা দিয়ে, আপনাকে অলরেডি সুপারম্যান কিংবা স্পাইডারম্যান এর চেয়েও বিশেষ কিছু করে দিল। আমি বিশ্বাস করি আপনি ইতিহাসখ্যাত সেরা কিংবদন্তি।

লোহার একটি সাহান্য ছোট্ট টুকরাও পানিতে ভাসে না, অথচ মানুষই এমন এক কিংবদন্তি যে কিনা লোহার তৈরী বিশাল বিশাল জাহাজকে পানির সাগরে ভাসিয়ে রাখে। পৃথিবীর শ্রেষ্ঠ হিংস্র পাণী বাঘকে কে না ভয় পায়? অথচ মানুষেই একমাত্র প্রাণী যে কি না-খাঁচায় বন্ধি করেছে এই বাঘকে। আর আপনিও মানুষ।

আরও দেখুনঃ
শিক্ষা মনোবিজ্ঞান pdf বই ডাউনলোড
স্টুডেন্টস হ্যাকস pdf বই ডাউনলোড

মাটির উপর উদ্ভিদ জন্মে; এমন বৈজ্ঞানেক ধারণা নিয়ে হাঁটতে যখন পুরনো কোনো পাকা দালান দেখি, ইটের প্রাচীর ঘিরেও জন্মেছে লতাপাতা। তখন আমি আবার আত্মবিশ্বাসে জেগে উঠি। যদি মাটিবিহীন ইটের কংক্রিটের উপর উদ্ভিদ জন্মাতে পারে। তবে আমি পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়ে কেন অসাধ্যকে সাধন করতে পারব না।

যদি মাধ্যমিক শেষ না করা নজরুলের লেখা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক হতে পারে। যার ভবিষ্যৎ অন্ধকার বলে স্কুল শিক্ষক বের করে দেয়, পরে সে ছেলেটিই যদি সূর্যকে পরাজিত করে বৈদ্যুতিক বাতি আবিষ্কারের মধ্যে দিয়ে পুরো পৃথীবির অন্ধকার দূর করে দেয়, হয়ে উঠে বিখ্যাত বিজ্ঞানী এডিসন, তবে ইতিহাসে অসাধ্য বলে আর কিছুই থাকতে পারে না। সুতরাং আসুন এখনই Road to success বইটির pdf download করে নিই

নিচে রোড টু সাকসেস pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

রোড টু সাকসেস pdf বই ডাউনলোড

প্রকাশকঃ দাড়িকমা প্রকাশনী
বইয়ের ধরণঃ আত্মউন্নয়নমূলক বই
বইয়ের সাইজঃ 6.29 MB
প্রকাশ সালঃ 2018 ইং
বইয়ের লেখকঃ সত্যজিত চক্রবর্তী


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site