Friday, October 17, 2025
Homeঅনুবাদ বইরূপসী বন্দিনী pdf বই ডাউনলোড

রূপসী বন্দিনী pdf বই ডাউনলোড

রূপসী বন্দিনী pdf বই ডাউনলোড । দোফিনি প্রদেশের সেনিশাল, লর্ড অভ ত্রেসোঁ তাঁর অফিস কামরায় গা এলিয়ে দিয়ে আরম করে বসে আছেন লাল রঙের দামি চামড়ামোড়া, রাজকীয় চেয়ারটায়। জ্যাকেটের বোতামগুলো খুলে দেয়ায় তাঁর বিশাল বপু, বিশেষ করে সুবিশাল ভুঁড়িটা, চারপাশে অনেকদূর পর্যন্ত ছড়িয়ে থাকা একগাদা ধূলিমলিন কাগজের ওপর পরচুলাটা খুলে রাখা।

হর্ণ-রিমের চশমাটা আটকে আছে তাঁর থ্যাবড়া নাকের ডগায়। চেয়ারের পিঠে হেলান দিয়ে রাখা মাথাটা নগ্ন দেখাচ্ছে মস্ত টাকের কারণে। চোখ দুটো বন্ধ, মুখটা খোলা; ঠিক বোঝা যাচ্ছে না, থেকে থেকে গুরু-গম্ভীর, ঘর-কাঁপানো আওয়াজটা তাঁর নাক দিয়ে, নাকি পুরু দুই ঠোঁটের ফাঁক দিয়ে বেরোচ্ছে। তবে এটা পরিষ্কার, লর্ড সেনিশাল এ-মূহূর্তে গুরুত্বপূর্ণ রাজকার্য ব্যস্ত।

একটু দূরে, দেয়াল ঘেঁষে, বন্ধ দুই জানালার মাঝামাঝি সাধারণ একটা টেবিল সামনে নিয়ে শাসনকর্তার দিকে মুখ করে বসে কী যেন লিখছে তাঁর নামমাত্র বেতনের সেক্রেটারি।

নাক ডাকার ফাঁকে বিশাল ফায়ারপ্লেসে কাঠ পোড়ার মৃদু চড়-চড়, আর সেক্রেটারির কলমের খস্-খস্ শব্দ ছাড়া ঘরে আর কোনও আওয়াজ নেই। এমনি সময় হঠাৎ খড়-খড় করে নীল মখমলের ভারী পর্দা সরিয়ে সাড়ম্বরে কামরায় প্রবেশ করলেন জমকালো পোশাকে রুপোর ফ্লেও দ্য লি তকমা আঁটা গভর্নর হাউসের প্রধান পরিচারক সাহেব।

আরও দেখুনঃ
আমি এবং কয়েকটি প্রজাপতি pdf বই ডাউনলোড
নীল পাহাড় pdf বই ডাউনলোড
শূন্য pdf বই ডাউনলোড
গণিতের মজা মজার গণিত pdf বই ডাউনলোড

কলম নামিয়ে রেখে সভয়ে একবার ঘুমন্ত লর্ড সেনিশালের দিকে চাইল সেক্রেটারি, তারপর দু’হাত তুলে সাবধান করল প্রধান পরিচারককে।
শ্শ্শ্! দ্যুসেমঁ, মসিয়ো আঁসেলমে! আস্তে…’
থমকে দাঁড়াল আঁসেলমে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করতে পেরে ফ্যাকাসে হয়ে গলে তার চেহারা। কিন্তু মনের জোর খাটিয়ে সামলে নিল নিজেকে।

”উপায় নেই, জাগাতেই হবে ওঁকে,” বলল সে, তবে খুব নিচু গলায। বোঝা গেল, জাগাতে হবে বটে, কিন্তু আতঙ্ক দূর করতে পারছে না সে। জানে দোফিনির গভর্নরের ঘুম ভাঙালে কী ঘটবে; আবর এ-ও জানে, নীচে অপেক্ষারত কালো চোখের মহিলাটির রোষানল থেকে বাঁচতে হলে এ ছাড়া আর কোনও উপায়ও নেই।

ডাঙায়-বাঘ; জলে-কুমির অবস্থা এখন আঁসেলমের। নিজের লালচে দাড়ি মোচড়াল সে, গাল ফুলিয়ে ফুঁ দিল মেঝের দিকে, চোখ ঘুরিয়ে দুষ্ট নিবদ্ধ করল ছাদে। তারপর বিড়বিড় করে আবার বলল, ‘উপায় নেই, জাগাতেই হবে ওঁকে’।

নিচে রূপসী বন্দিনী pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

রূপসী বন্দিনী pdf বই ডাউনলোড

প্রকাশকঃ সেবা প্রকাশনী
বইয়ের ধরণঃ অনুবাদ বই
বইয়ের সাইজঃ 7.45 MB
প্রকাশ সালঃ 2006 ইং
বইয়ের লেখকঃ রাফায়েল সাবাতিনি
অনুবাদঃ কাজী আনোয়ার হোসেন


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site