Sunday, October 19, 2025
Homeরোজারমাদ্বনের পাঠ pdf বই ডাউনলোড

রমাদ্বনের পাঠ pdf বই ডাউনলোড

রমাদ্বনের পাঠ pdf বই ডাউনলোড। প্রাচীনকাল থেকেই মুজতাহিদগণ উক্ত মাসটিকে রমাদ্বন নামকরনের কারণ খুজে আসছেন। কেউ বলেন, রমাদ্বন একজন সৎলোকের নাম। নাবী সাঃ তার সম্মানার্থে তার নামেই এই মাসের নামকরণ করেছেন। আবার কেউ বলেন, শরৎকালের আগে এই সময়ে নামের অতি উর্বর বৃষ্টি হয়েছিলো, সেখান থেকেই এই মাসের নাম রমাদ্বন নামকরণ করা হয়েছে।

অন্য এক বর্ননায় এসেছে, দিয়ে সাধারণত অত্যন্ত উষ্ণ তাপমাত্রা সম্বলিত ভূমিকে বুঝায়, আর ঐ মাসটি ছিলো উষ্ণ তাই মাসটির নাম রমাদ্বান রাখা হয়েছে। কেউ কেউ বলেন, এই মাসের ইবাদত গুনাহখাতাকে জালিয়ে দেয় তাই এই নামকরন।

আরও ইসলামিক বই দেখুনঃ

অন্য এক বর্ণনায় এসেছে, আরবগন শাওয়ালের যুদ্ধ করার জন্য তার আগের মাসের তাদের যুদ্ধাস্ত্র পুস্তুত করতো যাতে হারাম মাসের আগেই যুদ্ধ করতে পারে। ইত্যাদি সহ আরো অনেক বর্ণনা আছে। এই বর্ণনাগুলো এবং এর কারণগুলো নিয়ে যে-ই গবেষণা করবে সে এমন কিছু পাবেনা যা সুনিশ্চিত। বরং মধ্যমপন্থী হচ্ছে এই যে, রমাদ্বন হলো একটি নাম যা অন্যান্য মাস যেমন রজব, শাবান, অথবা শাওয়ালের মতো। আর নাম ব্যাখ্যা করা যায়না।

তবে যাই হোক রমাদ্বন মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস, কারণ এতে কুরআন নাযিল হয়েছে। এতে রয়েছে এমন একটি রাত যা হাজার মাসের চেয়ে উত্তম। এই মাসে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়। আর এই মাসে সৎকাজের পুরস্কার বহুগুনে বৃদ্ধি করা হয়। এমন আরো অনেক ফজিলত রয়েছে যা আল্লাহ ভালো জানেন।

সিয়াম মানুষকে কামালাতের শীর্ষে নিয়ে যায়, তখন সে মুক্ত হয় প্রবৃত্তির গোলামী ও অভ্যাসের দাসত্ব থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন একটি সুউচ্ছ হিকমাতের জন্য, আর তাহচ্ছে মানুষ যেনো তাকওয়া অর্জন করতে পারে এবং শয়তানের কবজা থেকে বাচাঁর কায়দা শিখতে পারে।

রোজাদার ব্যক্তি রিয়া ও মানুষের অসন্তুষ্টি অর্জনের আশংকা থেকে মুক্ত থাকে, যার কারণে রোজা হয়ে উঠে তার বাহ্যিক ও আভ্যন্তরীন পবিত্রতার অন্যতম এক মাধ্যম। যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন। 

নিচে  রমাদ্বনের পাঠ  pdf  বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

রমাদ্বনের পাঠ pdf বই ডাউনলোড

বইয়ের প্রকাশকঃ   
বইয়ের ধরণঃ   রোজা বিষয়ক 
বইয়ের সাইজঃ 1 MB
প্রকাশ সালঃ   
বইয়ের লেখকঃ    শাইখ আবু ইবরাহীম বুকাইরী হাফিঃ
অনুবাদকঃ উস্তাদ আবু শামিল হাফিঃ

ডাউনলোড সার্ভার-১ঃ Download Now

যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে উত্তম বদলা দিবেন।

arafat
arafat
Hi, I am arafats. I love to write and read book. That is why here I share my favorite books.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site