Friday, October 17, 2025
Homeউপন্যাসরক্তিম মরীচিকা pdf বই ডাউনলোড

রক্তিম মরীচিকা pdf বই ডাউনলোড

রক্তিম মরীচিকা pdf বই ডাউনলোড । আমি এই সব কথা খুব সাহস করে লিখে রেখে যাচ্ছি, আমার পরে যারা আসছে তাদের জন্যে। যদি হাতে আসে অবশ্য পড়বেন। এই জায়গাটার নাম পৃথিবী। পৃথিবী বিশাল বড় একটা জায়গা। আমরা প্রত্যেকেই একটা একটা দেশে আসি।

সেই দেশে কোনো এক জেলায় যে কোনো একটা পরিবারে আমাদের আবির্ভাব হয়। কিছুকাল থাকার পর আমরা আর থাকি না। গ্রাম্যবাংলায় বলে, পঠল তোলা। আপনাদের সঙ্গে আর আমার কোনো কথা নেই। এইবার আমার কথাভঘবানের সঙ্গ।

পৃথিবীতে অনেক জ্ঞানী লোক, গুণী মানুষ আছেন, বিজ্ঞানী, দার্শনিক, তাঁরা সব কাজ ফেলে একটা রহস্যই ভেদ করতে চান, পথিবীটা কার? সমাধান কেউই খুঁজে পাননি। মাঝখান থেকে অদৃশ্য একজন বেরিয়ে এসেছেন, যাঁর নাম, ভগবান, গড, আল্লাহ। তিনিই জীবের অভিভাবক। সে যা হউক, যাঁকে দেখা যায় না, তিনি থাকলেই বা কি, আর না থাকলেই বা কি! তুবু তাঁর জন্যে লেখা রইল এই রচনা।

শুনুর ভগবান, আপনার এই রচনা, যাকে ইংরেজরা বলে, ‘ক্রিয়েশান’, বাঙালিরা বলে ‘সৃষ্টি’, তার রহস্যটা আমি আমার মতো করে ধরে ফেলেছি। এটা আপনার ব্যবসা। আপনি একজন চাষা। পৃথিবী আপনার জমিদারি। সকালে যেমন বাড়ি-বাড়ি পলিপ্যাকে করে দুধ দিয়ে যায়, সেইরকম কুড়ি মাইক্রনের একটা পলিস্যাক, মানে থলেতে, খানিক জল ভরে এতটুকু একটা প্রাণ যার গর্ভে বলে দেন, তিনি হলেন জননী। ছাগ, গাধা, গরু, গোড়া, সকলেরই এইরকম জননী আছে।

আরও দেখুনঃ
গাভী বিত্তান্ত pdf বই ডাউনলোড
রক্তের বিষ pdf বই ডাউনলোড

ইংরেজিতে বলে র-স্টক। চাষা বলেন বীজ। এই বীজ আপানি আকাশ থেকে পাঠাননা। পৃথিবীতে ‘অটোমেটিক ম্যানুফ্যাকচার’ হচ্ছে। কবে কোন কালে হাজার হাজার বছর আগে একজন পুরুষ আর একজন নারীকে আপনার এই পৃথিবীতে একা ছেড়ে দিয়ে গিয়েছিলেন। অবশ্যেই প্রমাণ মাপের দুজনকে নয়। ওই ভ্রণের আকারেই দুটি গর্ভের প্রয়োজন হয়েছিল।

সেই দুই নারী আবার কে? কোথা থেকে তাঁরা এলেন! একজন পুরুষেরও তো প্রয়োজন। আপনি যে ‘প্রসেসে’ জীব সৃষ্টি করেন। বিজ্ঞানীরা তা জেনে ফেলেছেন। আপনার কোনো তুলনা নেই ভগবান। আদি রহস্য প্রকৃতই রহস্য। যতই ভাবা যায় ততই মাথা খারাপ হয়ে যায়। প্রথম পুরুষটি কি ভাবে ঝেড়েঝুড়ে মাটি থেকে উঠল।

নিচে রক্তিম মরীচিকা pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

রক্তিম মরীচিকা pdf বই ডাউনলোড

প্রকাশকঃ সুপ্রিম পাবলিশার্স
বইয়ের ধরণঃ উপন্যাস
বইয়ের সাইজঃ 3.56 MB
প্রকাশ সালঃ 2003 ইং
বইয়ের লেখকঃ সঞ্জীব চট্টোপাধ্যায়


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site