ম্যাডাম ও মহাশয় pdf বই ডাউনলোড। ব্যস, ব্যস রোককে, হ্যাঁ, হ্যাঁ, ওই আটাচাক্কির সামনে দাঁড় করাও!
গাড়িটা ফ্যাঁস করে দাঁড়াতেই সুমিত নেমে পড়ল। ঝুঁকে বেশ চুলচেরা চোখে দেখল, ফুটপাতরে ধারে কতটা ঘেঁষে পার্ক করতে পেরেছে ছোকরা। সঙ্গে স্কেল নেই। কিন্তু তবু আন্দাজ করল, ছয়ইঞ্চির ও কম। শুধু গুড বললে হবে না, ভেরি গুড।
ফের সিটে উঠে পড়ল সুমিত।
চালাও। সামনেই বড় রাস্তার মুখ। সামনে অন্তত চোদ্দো-পনেরোটা গাড়ি থেমে আছে। তার গাড়িও থামল। ঘ্যাঁচ করে পিলে চমকে দিয়ে নয়, আগে থেকে স্পিড কমিয়ে মোলায়েম ভাবে থামা। এবং সামনের গাড়িটা থেকে অন্তত ফুট চারেক ফাঁক রেখে। ওই গাড়িটা যদি কোনও কারণে আটকে যায় তাহেল পাশ কাটানোর স্পেস যাতে থাকে। হ্যাঁ, বুদ্ধিমান, বুদ্ধিমান।
কাণ্ডজ্ঞান আচে।
সিগন্যাল পেয়ে সামনের গাড়িটা চলতে শুরু করেচে। তার গাড়িও চলল। বাঁয়ে ঘুরল এবং একটি গাঁক গাঁক করে আসা মিনিবাসকে আগে যেতে দিয়ে তারপর বড় রাস্তায় ঢুকল। দুটো অটো দু’দিক থেকে এসে তাদের গাড়ি কাটিয়ে এগিয়ে গেল। কোনও পাঙ্গা নিতে গেল না ছোকরা। ভাল ড্রাইবার জানে, তার দান পরে আসবে।
বাসন্তী স্টোর্সের সামনে আর-একবার গাড়ি পার্ক করল সুমিত, নামল। এবং দেখে অবাক হলো, অলমোস্ট জিয়োমেট্রিক প্রিসিশানে ফুটপাতের ঠিক ছয় ইঞ্চির মধ্যেই ঘেঁষে দাঁড়িয়েছে গাড়ি। জার্ক দেয়নি। আপনমনেই সে এক সন্তোষজনক হুঁ দিল।
আরও দেখুনঃ হরিপুরের হরেক কাণ্ড pdf বই ডাউনলোড কুঞ্জপুকুরের কাণ্ড pdf বই ডাউনলোড
গ্যারেজে গাড়ির ব্যাক করে ঢোকতে বলেছিল। ছোকরা সেটা অনায়াসে করল একবারেই, আগুপিছু না করে। সুমিত ঢুকে দেখেছে, দুই দেওয়ালের একদম মাঝামাঝি গাড়ি দাঁড়িয়ে আছে। বড়জোর দুই-তিন ইঞ্চির ডান-বাঁ হয়ে থাকতে পারে।
খুশি হওয়ার যথেষ্ট কারণ আছে সুমিতের। ছোকরা ভাল চালায়। বেশ ভাল চালায়। এমনকী খুব ভাল চালায়ও বলা যেতে পারে।
কিন্তু অখুশির কারণও থাকছে। পৃথিবীর কোনও কিছুই তো আর নিষ্কণ্ট নয়। প্রথম কথা, ছোকরার বয়স। ডেনজারাস। মাত্র বাই। দ্বিতীয় কারণ, চেহারা। ছোকরা লম্বা, হাড়ে-মাসে অ্যাথলেটিক শরীর এবং বেশ হ্যান্ডসাম। এবং সে, সুমিত, পনেরো বছর বয়সি একটি ফুটফুটে মেয়ের বাবা্ দুনিয়ার তাবৎ পঞ্চদশীর বাবাদের মতোই তারও প্রবল বীতস্পৃহা রয়েছে কুড়ি-বাইশ বছরের হ্যান্ডসাম ছোকরাদের প্রতি।
নিচে ম্যাডাম ও মহাশয় pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

প্রকাশকঃ আনন্দ পাবলিশার্স বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 11.5 MB প্রকাশ সালঃ 2014 ইং বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন


