Sunday, October 19, 2025
Homeইতিহাসমোসাদ ২ pdf বই ডাউনলোড

মোসাদ ২ pdf বই ডাউনলোড

মোসাদ ২ pdf বই ডাউনলোড । ইহুদিদের ইতিহাস, আরব ভূখন্ডে ইসরাইল রাষ্ট্র গঠন এবং কার্যকলাপ অন্তহীন জল্পনার বিষয়। ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ কয়েক দশক ধরে বিশ্বজুড়ে পরিচিত ভয়ঙ্কর হিসেবে নাম। বিশ্বের সেরা গোয়েন্দা সংস্থা হিসেবেও এটি বিবেচিত। সেই মোসাদের নেপথ্যের কাহিনী নিয়ে বই লিখেছেন মিশায়েল বার-জোহার এবং নিসিম মিশাল। মোসাদের ষাট বছরের সবচে ভয়ঙ্কর, নিন্দিত, বিতর্কিত ও সংকটাপন্ন মিশনগুলো নিয়ে এই বই।

এর প্রতিটি ঘটনাই সত্য ও বাস্তবিক। ইন্টেলিজেন্স যুদ্ধ সম্পর্কে যাদের বিন্দুমাত্র আগ্রহ রয়েছে তাদের কাছে এই বই এক অমূল্য সম্পদ। প্রথমোক্ত লেখক জোহার চারটি ইসরাইল – আরব যুদ্ধে অংশ নিয়েছেন।

১৯৪৮ সালে প্যালেস্টাইনে ইহুদিদের নিজস্ব বাসভূমি ইসরাইল রাষ্ট্র স্থাপনের পর থেকে সারা বিশ্বে এদের ব্যবসা-বানিজ্য, অর্থ ও ব্যাংকিং, শিল্প-সাহিত্য, বিজ্ঞান, রাজনীতি, প্রচার-মাধ্যম এবং সামরিক গোয়েন্দা ও সন্ত্রাসী ত’পরতা বিস্ময়করভাবে নজরে আসছে। বিশ্বের তাব’ পরাশক্তির সঙ্গে রয়েছে এদের গোপন আতাত।

ইহুদি ব্যতীত অন্য যে কোনো ধর্মের অনুসারীকেই এর মনে করে পৌত্তলিক বা বিধর্মী। মুসলমান এবং খ্রিষ্টান সম্পর্কে এদের মন্তব্য Gentile, Goi এবং Sheketz. Latin এই শব্দগুলোর অর্থ বিধর্মী, পশুবীর্য ও শুকর।

আরও দেখুনঃ
রক্তিম মরীচিকা pdf বই ডাউনলোড
কৃষ্ণগহ্বর এবং শিশু মহাবিশ্ব pdf বই ডাউনলোড

বলতে দ্বিধা নেই যারা এগুলো বলে তাদের আচরণ ও কার্যকলাপ সভ্য সমাজের মানুষের সঙ্গে তুল্য নয়। যে জেরুজালেম বিশ্বের সবচেয়ে বর্ণাঢ্য ও আন্তর্জাতিক নগরীই শুধু ছিলো না যা ছিলো মুসলমান খ্রিষ্টান ও ইহুদিদের মহাপবিত্র নগরী সেই নগরী এখন ভয়াবহ আতংকের নগরি।

আর এর জন্যে সবচেয়ে দায়ি ইহুদিরা। তবে এ কথাও সত্য ভূমধ্যসাগর ও জর্ডান নদীর তীরে সভ্যতা ইতিহাস এবং তনি হাজার বছরের মহাকাব্যিক জীবনধারায় মিশে আছে বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম ও জাতি সমূহের বিজয় গৌরবের কাহিনী।

১৯৭৩ সালের ৫ অক্টোবর গভীর রাতে মোসাদ এজেন্ট যার কোড নাম ডুবি মিসরের রাজধানী কায়রো থেকে একটি ফেন পায়। সিনিয়র কেস অফিসার ডুবি লন্ডনের সেফ অফিসে বসে তার গোয়েন্দা কার্যক্রম চালায়। এই ফোন কলটি ছিলো ভূমিকম্পের ন্যায় মহাতঙ্ক জাগানোর মত।

নিচে মোসাদ ২ pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

মোসাদ ২ pdf বই ডাউনলোড

প্রকাশকঃ আবিষ্কার
বইয়ের ধরণঃ ইতিহাস
বইয়ের সাইজঃ 6.37 MB
প্রকাশ সালঃ 2017 ইং
বইয়ের লেখকঃ মাইকেল বার গং
অনুবাদঃ কায়কোবাদ মিলন


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site