মেঘেদের দিন pdf বই ডাউনলোড । নদীর দুই ধারে নলখাগড়ার ঝোপগুলো দেড় মানুষসমান উঁচু। তার ভেতর হাঁটুসমান জল। সেই জলের ফেতর ছপছপ শব্দ তুরে হাঁটছে বুড়ি। সে এবার এগারোয় পড়েছে। সে এবার এগারোয় পড়েছে। তার পরনে বুকের কাছে কুঁচি দেওয়া ফ্রক।
নতুন এই প্রকখানা তার ভীষণ পছন্দের। কারণে-অকারণে নানান অজুহাতে এই ফ্রক পরে সে ঘর থেকে বেরিয়ে পড়ে। আজ অবশ্য বেরিয়েছে কাজে। আকাশজুড়ে ঘন কালো মেধ। থেকে থেকে বিদ্যুৎও চমকাচ্ছে। খানি বাদেই বৃষ্টি নামবে। এর মধ্যে হাঁসের বাচ্চাগুলোকেব পাওয়া যাচ্ছে না।
এবার বর্ষাকালটা চলে এসেছে অনেক আগেভাগেই। জ্যৈষ্ঠ মাসেই একটানা বৃষ্টি। সেই বৃষ্টিতে নতুন পানি উঠে এসেছে বাড়ির আশপাশে। দুদিন আগে ফোটা হাঁসের বাচ্চাগুলো সেই পানিতে শোলার মতন ভেসে বেড়ায়। তাদের আটকে রাখা ভারি মুশকিল!
‘ও বুড়ি, এই জলার ভিতরে কী খোঁজস?’
বুড়ি চমকে ঘাড় ঘুরিয়ে তাকাল। হারু ব্যাপারী ডিঙি নৌকার মাথা বসে জংলা ঘাস কাটছে। তার হাতে চকচকে নতু কাঁচি। নৌকার মাঝখানে স্তুপ হয়ে আছে সবুজ ঘাস।
‘হাসের ছাওগুলান খুঁজি কাকু।’
‘এতদূর কি আইছে নি ছাও?’
বুড়ি মৃদু হাসে, ‘ওইগুলানরে বিশ্বাস নাই, যহন তহন যেদিগ ইচ্ছা হারায় যায়।’
হারু ব্যাপারীও হাসল। তারপর কাঁচি ধরা হাতের উল্টোপিঠে খোঁচাখোঁচা দাড়িগুলো চুলকে নেওয়ার চেষ্টা করল।
বুড়ি বলল, ‘হাঁসগুলান দেখছেন নি কাকু?’
আরও দেখুনঃ মিলনে বিরহে pdf বই ডাউনলোড মা ম্যাক্সিম গর্কি pdf বই ডাউনলোড
‘ওই দিকে মনে লয় কয়ডা হাঁস দেখালাম। সাথে কতগুলান ছাঁওও।’
‘আমাগো ছাঁওগুলান দেখছেন?’
‘তোগো গুলান আমি চিনুম ক্যামনে? আমি তো আগে দেহি নাই!’
তাওতো কথা! বুড়ি খানি দুশ্চিন্তায়ই পড়ে গেল। আশপাশে কোথাও আর হাঁসের বাচ্চাগুলোকে দেখা যাচ্ছে না। সে কাতর গলায় বলল, ‘কোনদিক দেখছেন কাকু?’
হারু ব্যাপারী হাত তুলে উত্তর দিকে খালের পাড়টা দেখাল। ওখানে জলে গভীরতা ও স্রোত বেশি। বুড়ি চাইলেও যেতে পারবে না। সে অসহায় চোখে সে দিকে তাকিয়ে রইল। হারু ব্যাপারী অবশ্য বলল, ‘তুই এক কাম কর, নাওয়ে উইঠ্যা আয়, আমি তোরে নিয়া যাইতেছি।’
বুড়ি নৌকায় উঠল। আর সেই মুহূর্তে ঝমঝম বৃস্টি শুরু হলো। গাছের ডাল কেটে বানানো লম্বা ডাটের ছাতা আছে হারু ব্যাপারীর কাছে।
নিচে মেঘেদের দিন pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ অন্যপ্রকাশ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 17.6 MB প্রকাশ সালঃ 2020 ইং বইয়ের লেখকঃ সাদাত হোসাইন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন