মিলনে বিরহে pdf বই ডাউনলোড । সকালে উঠে প্রফুল্লবাবু ছেলের চিঠিখানা আর একবার পড়লেন । চিঠি অবশ্য তাঁর কাছে লেখা নয় । দিলীপ তার মাকে লিখেছে চিঠি । বিলাত যওয়ার পর থেকে প্রথম সে সবাইকেই চিঠি দিত । বাবা মা ভাই ও বোনেরা এমন কি পাড়াপড়শী সম্পর্কে মাসীপিসীদেরও চিঠি লিখত। তারপর ধীরে ধীরে সেই সহস্রধারা হ্রাস হয়ে যায় ।
কিন্তু মায়ের কাছে সপ্তাহে একখানা চিঠি দিলীপ নিয়মিত লেখে । ওর মার চিঠিপত্র লেখার অভ্যাস কম । কিন্তু ছেলের চিঠির জবাব দিতে তাঁর দেরি হয় না। নিতান্ত অসুস্থ হয়ে না পড়লে কোন চিঠির জবাব বাদও যায় না। বিদেশে গিয়েও মাকে এত গভীরভাবে মনে রাখে এমন ছেলের সংখ্যা আজকাল বেশি নয় ।
আর মা যেন শুধু মাই নয় মা যেন একটি প্রতীক । মার সঙ্গে যার সংযোগ নিবিড় সে সেই নাড়ীর টানে সমগ্র পরিবারটাকে ভালোবাসে দেশকে ভালোবাসে । দিলীপও বিদেশে গিয়ে সেই নস্টালজিয়া ছাড়তে পারেনি ।
‘মা তোমাকে প্রায় রোজ রাত্রে স্বপ্ন দেখি । মনে হয় যেন তোমাদের পাশের ঘরটিতেই শুয়ে আছি। ’
মিলনে বিরহে
প্রফুল্লবাবুর আশঙ্কা হত বাড়ির ওপর এত যার টান সে বোধ-হয় বিদেশে গিয়ে বেশি দিন থাকতে পারবে না । চাকরি বাকরি ছেড়ে দিয়ে ফিরে আসবে । তখন এই কলকাতায় ভাল মাইনের পাওয়া কঠিন হবে ।
কিন্তু হয়নি । দিলীপ পুরো তিন বছর লন্ডনে কাটাল । এর মধ্যে একবারও ছুটি নিয়ে বাড়ি আসেনি । বাড়ি আসবার কথায় লিখেছে,‘মা যাতায়াতে যে খরচ সেই টাকাটা বাড়িতে পাঠিয়ে দিলে কাজে লাগবে । কি কিছু জিনিসপত্র কিনে পাঠালে তোমারা ব্যাবহার করতে পারবা ।
দিলীপের মা এই সব চিঠি পড়ে স্বামীকে অনুযোগের সুরে বলতেন,‘তুমি বোধ হয় অভাব অভিযোগের কথা বেশি করে ওকে জানাও তাই দিলও কেবল টাকার হিসাবই করে। ছেলের কাছে কি টাকা ? ওকে যদি পাঁচটি দিনের জন্যেও কাছে পেতাম সেই সুখ কি আমার পাঁচ হাজার টাকার চেয়েও বেশি হত না ’?
প্রফুল্লবাবুও সে কথা মাঝে মাঝে মনে হত । ছেলেকে দেখতে ইচ্ছা করত । অফিস থেকে বাড়িতে ফিরে বড় ছেলেকে না দেখতে পেয়ে ফাঁকা ফাঁকা লাগত । প্রতিবেশী বন্ধু সুরেন মজুমদরকে প্রায়ই বলতেন, ‘ডিসিশনটা বোধ হয় ঠিক হল না সুরেনবাবু । ছেলেকে অতদূরে পাঠিয়ে ভালো করিনি হয়তো । কথায় আছে অঋণী অপ্রবাসী থাকার মত সুখ নেই ।
নিচে মিলনে বিরহে pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মর্ডান কলাম বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 6.46 MB প্রকাশ সালঃ 1961 ইং বইয়ের লেখকঃ নরেন্দ্রনাথ মিত্র
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন