Sunday, October 19, 2025
Homeঅনুবাদ বইমা ম্যাক্সিম গর্কি pdf বই ডাউনলোড

মা ম্যাক্সিম গর্কি pdf বই ডাউনলোড

মা ম্যাক্সিম গর্কি pdf বই ডাউনলোড । রোজ ভোরে কারখানার বাঁশি বেজে ওঠে..তীক্ষ্ণ তীব্র ধ্বনিতে মজুর-পল্লির ধূম-পঙ্কিল আদ্র বাতাস কম্পিত হয়, আর ছোট ছোট কুঠির থেকে অবিচ্ছিন্ন ধারায় বেরিয়ে আসে দলে দলে মজুর। অপ্রচুর নিদ্রায় আড়ষ্ট দেহ, কালো মুখ ।

ঊষার কনকনে হাওয়া, সংকীর্ণ মেটো পথ। তারই মধ্য দিয়ে চলে তারা গিয়ে ঢুকে পড়ে সেই উঁচু পাথরের খাঁচাটার মধ্যে। যেটা তাদের গ্রাস করবার জন্য কাদা-ভরা পথের দিকে চেয়ে আছে শত শত হলদে তৈলাক্ত চক্ষু বিস্তার করে পায়ের তলায় কাদা চট চট করতে থাকে। কাদাও যেন তাদের ভগ্য নিয়ে বিদ্রূপ করেছে।

কানে আসে নিদ্রা-জড়িত কন্ঠের কর্কশ ধ্বনি, ক্রদ্ধ তিক্ত গালাগালির শব্দ। তারপর সে-সব ডুবে যায় কলের গম্ভীর ধ্বনিতে, বাষ্পের অসন্তোষ- ভরা গর্জনে । কালো কঠিন চির্মান মাথা উঁচু করে দাঁড়ায় পল্লির বহু উর্ধ্বে । সন্ধ্যায় কারখানা তাদের ছেড়ে দেয় দগ্ধ-সর্বস্ব ছাইয়ের মতো ।

আবার তারা পথ বেয়ে চলে। ধোঁয়া-মিলন মুখ; মেশিন-তেলের বোটকা গন্ধ; ক্ষুধার্ত সাদা দাঁত । কিন্তু সজীব, আনন্দপূর্ণ কন্ঠ । সেদিনকার মতো কঠিন শ্রম-দাসত্ব হতে তারা মুক্তি পেয়েছে, এখন শুধু বাড়ি ফেরা, খাওয়া এবং ঘুম ।

গোটা দিনটা হমজ করে ওই কারখানা । কল মানুষকে ইচ্ছামতো শোষণ করে। জীবন থেকে একটা দিন সম্পূর্নভাবে নিশ্চিহ্ন হয়ে যায়। মানুষ অজ্ঞাতারে এগোয় তার কবরের দিকে । তবু তারা খুশি; তাড়ি আছে, আমিদ আছে । আর কি চাই !

ছুটির দিনে মজুরের ঘুমোয় দশটা তক..আমিদ তারপর উঠে সব চেয়ে পছন্দসই পোশাকটি পরে গির্জায় যায়। যাবার আগে ধর্ম-বিমুখতার জন্য ছোটদের একচোট বকে নেয়। ফিরে এসে পিরগ খায়; তারপর সন্ধ্যাতক ঘুমোয় । সন্ধ্যায় পথের ওপর আনন্দের মেলাবসে । পথ শুকনো হক, তবু ওভার-স্ব্যু যাদের আছে পরে বেপরোয়া।

বর্ষা না থাকলেও ছাতা নিয়ে পথে নামে ! যার যা’আছে তাই নিয়ে সে ব্যাঙ্গাতদের ছাড়িয়ে উঠতে চায় । পরস্পর দেখা হলে কল-কারখানার কথাই বলে। ফোরম্যানকে গালি দেয়, কল-সংক্রান্ত কথা নিয়েই মাথা ঘামায় । ঘরে ফিরে স্ত্রী সঙ্গে কলহ করে, মাঝে মাঝে তাদের নির্মমভাবে মারে । যুবকেরা মদখায়।

নিচে মা ম্যাক্সিম গর্কি pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

মা ম্যাক্সিম গর্কি pdf বই ডাউনলোড

প্রকাশকঃ বর্মন পাবলিশিং হাউস
বইয়ের ধরণঃ অনুবাদ বই
বইয়ের সাইজঃ 6.16 MB
প্রকাশ সালঃ 1950 ইং
বইয়ের লেখকঃ ম্যাক্সিম গর্কি
অনুবাদকঃ বিমল সেন


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site