মাণ্ডুর রূপমতী pdf বই ডাউনলোড । পুবের আকাশ সবে লাল হচ্ছে। রূপমতী বসেছিলেন রূপমতী মহলের উপরের চবুতরায়। মাথার উপর পাথরের গম্বুজময় চাঁদোয়া ছিল পশ্চিমে। কিন্তু সেই চাঁদোয়ার আশ্রয় ছেড়ে তিনি এসে বসেছিলেন পুবের ছাঁদের এক কোণে। যেদিকে নিমারের উপত্যকা এক লাফে নেমে গেছে হাজার হাজার ফিট নীচে।
খাড়া, ভারী সুন্দর এবং ভয়ঙ্কর সেই উপত্যকা। গভীর জঙ্গলময়। মাঝে-মাঝে ভিলদের দু-একটি ছোট গ্রাম। ঊষাকালের এই আধো অন্ধকারে এখন খুঁজে বের করাই মুশকিল। সন্ধ্যের আগে বরং ধোঁয়ার কুন্ডলী দেখে বোঝা যায় যে, গ্রাম আছে কোথাও কোথাও।
কুড়ি সকালের কোরা গন্ধের কোরা রঙের শামিয়ানার মতো হালকা কুয়াশার আস্তরণে মোড়া জঙ্গল। হরজাই গাছ। বসন্তের ভোরের গায়ের মৃদু সুগন্ধে ভারী হয়ে আছে নিমারের দিগন্তলীন এই উপত্যকা। লাল হচ্ছে আস্তে আস্তে পুবের আকাশ। খুবই আস্তে আস্তে। লজ্জা পেলে, তোমাদের কারও কারও গাল যেমন লাল হয়; তেমন একদমকে নয়।
অমলতাস গাচের থোকা-থোকা হলুদ ফুলে সেই লালের আভাস লেগে তাদের হলুদ ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছে কমলাতে। তিতির, বটের, আসকল, ময়ূর ডাকছে নীচের উপত্যকা তেকে। তাদের ঐকতান, ভোরের গায়ের গন্ধের সঙ্গে মাখামাখি হয়ে আলতো হাওয়ায় উঠে আসছে উপরে, কুয়াশারই মতো।
আরও দেখুনঃ হরিপুরের হরেক কাণ্ড pdf বই ডাউনলোড গায়ের গন্ধ pdf বই ডাউনলোড
রূপমতীর পরিচারিকা বিজলি আঙুল দিয়ে তাঁকে দেখাল দূরে, পুবে। হঠাৎ হাত তোলায় তার কোমরের রুপোর পইছা আর চাবির থোকা ঝুনঝুনিয়ে উঠল। বেজে উঠল পায়ের পায়জোর।
বলল, “ওই যে! যাচ্ছে দেখা।”
সূর্য উঠছে। নর্মদা নদের উপরে। জলের উপর ভোরের রোদ পড়ে চিকচিক করে উঠছে আদিবাসী গোঁন্দদের দেবতা বুড়হা নাঙ্গের বউ, দুধ নাঙ্গের চকচকে সাদা শরীরের মতো জলরেখা। পশ্চিমের গম্বুজ আর চাঁদোয়ার তলায় ততক্ষণে তানপুরা আর সারেঙ্গীর সঙ্গে গলা মিলিয়ে ভৈরবীতে আলাপ শুরু করেছে রূপমতীর সখী মুন্নী।
ভৈরবীর কোমল ‘রে’ আর কড়িমার সঙ্গে চিকন চুয়াপাখির চকিত ডাক, অমলতাস ফুলের রঙ্গের নরম আভাস, নিমারের উপত্যকার গায়ের গন্ধ সব মিলেমিশে ছড়িয়ে একাকার হয়ে যাচ্ছে। যেন এক অদৃশ্য আতরদান হঠাৎ গড়িয়ে উলটে গিয়ে ফিরদৌস আতরই ছড়িয়ে গেছে নিমারের আদিগন্ত উপত্যকায়।
নিচে মাণ্ডুর রূপমতী pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 6.44 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ বুদ্ধদেব গুহ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন


