মহাশূণ্য এবং পৃথিবী pdf বই ডাউনলোড । বইটি লেখা হয়েছে মূলত স্কুল কলেজের ছেলেমেয়েদের দিকে লক্ষ্য রেখে। মহাশূণ্য একটি বিশাল বিষয়, অনেকটা মহাশূন্যের মতোই বিস্তৃত। এর সবকিছু খুব সহজেই বুঝানো মুশকিল।
আইনস্টাইন থেকে শুরু স্টিফেন হকিং এর মতো বিজ্ঞানীরা বিতর্ক করেছেন। আবার অনেক বিষয় এখনও প্রমাণিত নয়। তাই অনেক জটিল তত্ত্বও এখান থেকে বাদ দেয়া হয়েছে। মহাবিশ্ব এবং এটাকে জয় করার জন্য মানুষের যে অদম্য চেষ্টা সেটাকেই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বুঝারা সুবিধার্থে যথাসম্ভব চিত্র ব্যবহার করা হয়েছে।
আরও দেখুনঃ টাইট্রন একটি গ্রহের নাম pdf বই ডাউনলোড
এই বইটির মাধ্যমে একটি বেসিক ধারণার জন্ম হলে পরবর্তীতেেআরো জটিল বিষয় বুঝতে সুবিধা হবে বলে আশা করছি। তবে একটি জিনিস সবসময় মনে হয়, বিজ্ঞান একটা সময়ে খুব সহজ ছিল যখন মানুষের জ্ঞানের পরিধি কম ছিল। ধীরে ধীরে এটা জটিলতর হয়ে উঠছে; বিশেষ করে কম্পিউটারের ক্ষমতা বেড়ে যাওয়ার ফলে আমরা এখন অনেক বেশি ডাটা প্রসেস করতে পারি, অনেক ভালো সিমুলেশন চালাতে পারি।
এগুলো আমাদের জ্ঞানের ভান্ডারকে যেমন বাড়িয়ে দিচ্ছে, তেমনভাবে জটিলও করে তুলছে। সবচে জটিলতম যে বিষয়টি তাহলো প্রতিনিয়ত বিকাশমান সম্ভাবনার ক্ষেত্র। মঙ্গলগ্রহে জীবন আছে কি না, ভেনাসের বরফ কত দিনের, সূর্য কবে মারা যাবে, কবে তার আলো ফুরিয়ে যাবে, তখন পৃথিবী ঠান্ডায় জমে যাবে কি না, মানুষ টাইম ট্রাভেল করতে পারবে কি না, এই গ্যালাক্সির বাইরে আর কি আছে – এমন হাজারো প্রশ্নের উত্তরে অসীম সম্ভাবনার দুয়ার খুলে যায়।
আরও দেখুনঃ ছোটদের পৃথিবী ও পরিবেশ বিজ্ঞান pdf বই ডাউনলোড
এই বইটা লেখার সময় সৌরমণ্ডলে বিশাল একটি পরিবর্তন ঘটে যায়। প্লুটো নামের গ্রহটিকে গ্রহের মর্যাদা থেকে বাদ দেয়া হয়। ফলে আমাদের একটি গ্রহের সংখ্যা কমে যায়। তবে প্লুটোকে গ্রহ না বলেলেও, জানার সুবিধার্থে বিভিন্ন স্থানে প্লুটোকে অন্যান্য গ্রহের সাথে রাখা হয়েছে।
তাতে অন্যান্যা গ্রহের সাথে প্লুটোকে তুলনা করতে এবং বিশ্লেষণ করতে সুবিধা হবে। প্লুটোরে সত্যি ঘটনাকে কেন্দ্র করে আমার একটি কল্পকাহিনী ছাপা হয়েছে – তার নাম ভাবিয়া। এই বইটি থেকে প্লুটো সম্পর্কে অনেক তথ্য জানা যাবে।
আরও দেখুনঃ বিজ্ঞানের ভুল pdf বই ডাউনলোড
নিচে মহাশূণ্য এবং পৃথিবী pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ বিজ্ঞান বইয়ের সাইজঃ 2.98 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ যাকারিয়া স্বপন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন