মন ভাঙা পরি pdf বই ডাউনলোড । ইমরান অবাক হয়ে তাকিয়ে আছে পরীর দিকে। ধীরে ধীরে অপূর্ব সুন্দর পরীর চেহারাটা বিকৃত হয়ে যাচ্ছে। কাঁপতে শুরু করেছে সমস্ত শরীর। চোখের মনি দুটোও আর আগের মতো নেই, বড় হয়ে চক্রাকারে ঘুরতে শুরু করেছে চোখের ভিতর।
তারপর হঠাৎই হাত-পাগুলো নিজে থেকেই বেঁকে যেতে শুরু করল। সেই সাথে মুখ দিয়ে গো গো অদ্ভূত একটা শব্দ বের হতে লাগল। মনে হলো পরী যেন কিছু বলতে চাচ্ছে, কিন্তু বলতে পারছে না। ইমরান বুঝতে পারল ভয়ানক কষ্ট হচ্ছে পরীর, কিন্তু কী করবে সে? এক সময় সামনের দিকে হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে আসতে শুরু করল পরী।
ইমরান আপ্রাণ চেষ্টা করল পরীকে নিবৃত্ত করতে। কিন্তু পারল না। পরীর শরীরে যেন অসুরের শক্তি। ভয় পেয়ে ইমরান বাড়ির সবার সাহায্য কামনা করল। সবাই পরীকে দেখে বুঝল পরীকে ভয়ংকর জ্বীনে ধরেছে। তাকে বাঁচাতে হলে জ্বীন ছাড়াতে হবে। ঢাকা হলো জব্বার ফকিরকে। পরীর উপর জব্বার ফকিরের অমানুষিক অত্যাচার কিছুতেই মেনে নিতে পাল না ইমরান।
আরও দেখুনঃ বেলা অবেলা কালবেলা pdf বই ডাউনলোড ক্যাপ্টেন ব্লাড pdf বই ডাউনলোড
পরীকে বাঁচাতে সে পরীকে নিয়ে ঢাকায় চলে এলো। কিন্তু ঢাকার জীবন যে তার জনব্য আরও কষ্টের, আরও অনিশ্চয়তার। কে সাহায্য করবে তাকে? এখানে যে তাকে সাহায্য করার মতো কেউ নেই। বরং পদে পদে বিপদ আর বাঁধা। এদিকে ইমরান জানতে পারল পরী তাকেই হত্যা করতে পারে।
মন ভাঙা পরি
কী ভয়ংকর কথা! যাকে সে বাঁচানোর চেষ্টা করছে সেই কিনা তাকে হত্যা করবে! শেষ পর্যন্ত সে শরণাপন্ন হলো ডাক্তার তরফদারের। ডাক্তার কি শেষ পর্যন্ত বাঁচাতে পেরেছিল িইমরানকে? আর কী ঘটেছিল পরীর ভাগ্যে?
আজ ইমরান পরীর বাসর রাত। ইমরান ঘড়ি দেখল, সময় রাত এগারোটা। গ্রাম এলাকার জন্য সময়টা অনেক রাতই বলা যায়। সাধারণত এত রাত পর্যন্ত গ্রামের মানুষেরা জেগে থাকে না। অথচ তাদের বাড়ির লোকজন জেগে আছে। জেগে থাকার অবশ্য কারণ আছে।
সকাল থেকে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর কোনোকিছুই কাঙ্খিত ছিল না। এজন্য দিনশেষে সব বিষয় নিয়ে আলোচনা, জল্পনা-কল্পনাও হচ্ছে বেশি। হবেও বা না কেন? আজকের ঘটনাগুলোর কোনোকিছুরই যে প্রস্তুতি ছিল না।
বিকম পাশ করে ইমরান নয় মাস হলো ঢাকায় একটা প্রাইভেট ব্যাংকে যোগ দিয়েছে। পদ ক্যাশিয়ার। বেতন খুব বেশি না হলেও মোটামুটি চলে যায়।
নিচে মন ভাঙা পরি pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ অনিন্দ্য প্রকাশ বইয়ের ধরণঃ অ্যাডভেঞ্চার বইয়ের সাইজঃ 1.29 MB প্রকাশ সালঃ 2014 ইং বইয়ের লেখকঃ মোশতাক আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন