Sunday, October 19, 2025
Homeআত্মউন্নয়নমূলক বইমনোদর্শন pdf বই ডাউনলোড

মনোদর্শন pdf বই ডাউনলোড

মনোদর্শন pdf বই ডাউনলোড । ‘মন’ এবং ‘মানসিক’ এই কথা দুটি আমরা অহরহই ব্যবহার করি। কিন্তু এদের দ্বারা আমরা কি বুঝাই? নিঃসন্দেহে ‘মন’ কথাটির দুটি উপাদান রয়েছে। একটি উপাদান হচ্ছেঃ যাকে সচেতন বলে মনে করা হয় তারই মন আছে বলা যেতে পারে। আর যা কখনই সচেতন নয় তার যে মন আছে তা বলা যায় না।

কোন ‘মনের অবস্থা’ বা ‘মানসিক অবস্থা’হচ্ছে সাধারণ ভাবে চেতনারই একটা অবস্থা। কোন কিছু মনে রাখা, কোন বিষয়ে দুশ্চিন্তা করা বা উদ্বিগ্ন হওয়া, কোন কিছুতে মনোযোগ দেওয়া। অথবা এটা কিংবা ওটা সম্পর্কে যন্তবান বা সতর্ক হওয়অর অর্থ হচ্ছে সেটি সম্পর্কে সচেতনাবস্থায় থাকা। এবং যদি কোন কিছু কারো মন থেকে বাদ পড়ে যায় তাহলে সে-সম্পর্কে তার মন সচেতনতা হারায়।

অপর উপাদানটি হচ্ছে, কতকগুলো কর্মক্ষমতা বা দক্ষতার কোন একটি সমষ্টি। কোন কিছু ‘মন’ কথাটি দ্বারা বিশেষিত হয় তখনিই, যখন তা এমনসব উপায়ে কাজ করতে সক্ষম হয় যা কোন না কোন উদ্দেশ্য-সাধনকে সম্ভব করে তোলে, পরিবর্তিত অবস্থায় এর কাজগুলোকে এমনভাবে পরিচালিত করতে পারে যেন তাদের উদ্দেশ্য-সন্ধানী চরিত্রটি বজায় থাকে। এবং অতীত অভিজ্ঞতার ভিত্তিতে এর উদ্দেশ্যাবলীকে সফলতার সাথে অনুসরণ করতে পারে। এই অর্থেই আমরা মানসিক ত্রুটি ও মানসিক রোগের, কোন সুক্ষ্ণ উদ্ভাবনক্ষম বা খেয়ালী মনের, বৈজ্ঞানিক বা শিল্পীসুলভ মানসিকতার, রোমক বা চৈনিক মন-মানসের কথা বলে থাকি।

আরও দেখুনঃ
প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী pdf বই ডাউনলোড
আঙ্কেল টম স কেবিন pdf বই ডাউনলোড

‘মন’ বলে কথিত একটি প্রত্যয়ে চেতনা এবং উদ্দেশ্য-সাধন উপযোগী কর্ম-ক্ষমতা বা দক্ষতাসমূহ আরোপণের কোন যৌক্তিকতা আছে কি? যৌক্তিকতা রয়েছে বৈকি! প্রকৃতপক্ষে, মানুষ ও ইতর-প্রাণীর এমনসব কর্ম-ক্ষমতা রয়েছে যে-গুলোর প্রয়োগের জন্যই চেতনার বিদ্যমানতা অত্যাবশক। কেননা সচেতন প্রানীই সেসব কর্ম-ক্ষমতা বা দক্ষতার অধিকারী হয় এবং কেবল চেতনাবস্থা থাকলেই সেসবরে প্রয়োগ সম্ভব হয়।

অর্থাৎ, প্রাণীর কর্ম-ক্ষমতা বা দক্ষতাসমূহ চেতনার উপর নির্ভরশীল এবং সেগুলোর অধিকারী হওয়া তাদের সচেতনাতার তথ্যই প্রমাণ করে। এভাবে ‘মন’ কথাটির ব্যবহার করতে গিয়ে যুগপৎ চেতনার বিদ্যমানতা।

নিচে মনোদর্শন pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

মনোদর্শন pdf বই ডাউনলোড

প্রকাশকঃ বাংলা একাডেমী
বইয়ের ধরণঃ আত্মউন্নয়নমূলক বই
বইয়ের সাইজঃ 7.61 MB
প্রকাশ সালঃ 1983 ইং
বইয়ের লেখকঃ জেরোম এ. শেফার
অনুবাদঃ মুহম্মদ জহুরুল হক


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site