মজার ভূত pdf বই ডাউনলোড । নীলাগঞ্জ হাইস্কুলের হেডমাস্টার জাহদেুর রহমান সাহেব নীতুর বড়মামা। বড়মামাকে নীতুর খুব পছন্দ। তিনি অন্যসব হেডমাস্টারদের মত না- পড়া ধরেন না, গম্ভীর হয়ে থাকেন না, একটু হাসাহাসি করলেই বিরক্ত হন না। গল্প বলতে বললে – গল্প শুরু করেন। সুন্দর সুন্দর গল্প, তবে নীতুর ধারণা, বানানো গল্প।
বানানো গল্প শুনতে নীতুর ভালে লাগে না। তার সত্যি গল্প শুনতে ইচ্ছে করে। সে গল্প শুনতে চায় কিন্তু প্রথমেই বলে নেয় – সত্যি গল্প বলতে হবে।
আজ নীতুর মামা জাহেদুর রহমান সাহেব একটা মজার ভূত এর গল্প শুরু করেছেন। তার সামনে এক বাটি মুড়ি। বড় চায়ের কাপে এক কাপ চা। তিনি মুড়ি খাচ্ছেন এবং চায়ের কাপে চুমুক দিচ্ছেন। নীতু তার সামনেই উপুড় হয়ে শুয়ে আছে। দু’ হাত দিয়ে মাথা তুলে রেখেছে।
খুব তীক্ষ দৃষ্টিতে মামাকে দেখছে এবং বোঝার চেষ্টা করছে মামা সত্যি গল্প বলছেন, না মিথ্যা গল্প বলছেন। মিথ্যা গল্প হলে সে শুনবে না। | নীতুর বয়স বেশি না। এবার ক্লাস থ্রীতে উঠেছে। তবে তার খুব বুদ্ধি। গল্পের সত্যি-মিথ্যা সে চট করে ধরে ফেলে। ঐ তো সেদিন কাজের বুয়া তাকে গল্প। বলেছে –
আরও দেখুনঃ মৃন্ময়ীর মন ভালো নেই pdf বই ডাউনলোড মৃন্ময়ী pdf বই ডাউনলোড
এক দেশে ছিল একটা বাঘ। মাঘ মাসের শীতে বাঘ হইছে কাহিল। কাপড়ের দোকানে গিয়া বলছে, মিয়া ভাই, আমারে একখান গরম চাদ্দর দেন। শীতে কষ্ট পাইতাছি …
নীতু বুয়াকে কড়া করে ধমক দিয়েছে। সে কঠিন গলায় বলেছে, মিথ্যা গল্প বলতে নিষেধ করেছি। এটা তো মিথ্যা গল্প।
বুয়া অবাক হয়ে বলেছে, কোনটা মিথ্যা?
‘বাঘ কি কথা বলতে পারে? বাঘ কি দোকানে যেতে পারে?’
কথা তো সত্য বলছেন আফা … কিন্তু …’
‘থাক বুয়া, তোমাকে গল্প বলতে হবে না।’
নীতু খুব সাবধানী। কেউ তাকে ঠকাতে পারে না। বড় মামাও পারবেন না, চেষ্টা করলেও না। সে ঠিক ধরে ফেলবে।
নীতু বলল, কই বড় মামা, তারপর কি হল বল।। জাহেদুর রহমান সাহেব বলবেন, মুড়ি খেয়ে নেই।
‘উহুঁ তুমি খেতে খেতে বল।’
জাহেদ সাহেব চায়ের কাপে লম্বা চুমুক দিয়ে বললেন, তখন আমামর যুবক বয়স।
নিচে মজার ভূত pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 6.76 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now