ভৌতিক গল্প সংকলণ pdf বই ডাউনলোড। লাভপুর। বীরভুম জেলার লাভপুর। আমার বাড়ি সেখানে। লাভপুরে চারখানা দুর্গাপুজো হয়, বারোখানা কালীপুজো হয়। শিব আছে অনেক গন্ডা। এছাড়া বুড়ো শিব আছেন। এদের সঙ্গে অনেক ভুতের আসা-যাওয়া। তবে তারা আসে আবার চলে যায় দেবদেবীর সঙ্গে। এ ছাড়াও অন্য ভূত, যারা এখানে বিশেষ পরিচিত, তারাও কম নয়, সংখ্যায় তারাও অনেক।
এদের মধ্যে লালুকচাদাঁ পুকরের পাড়ে বট গাছটায় যে পেতনিটা থাকত তার নাম তো সেই ছেলে বয়স থেকে শুনে আসছি। সে বটের ডালে দাড়িয়ে ডালটা দুলিয়ে দোল খেত। চট্টরাজদের বাড়ীতে একটা ভূত ছিল সেটার কাজ ছিল সমস্ত রাত্রি বাড়ির ঘুমন্ত লোকগুলির পায়ে বগলে সুড়সুড়ি কাতুকাতু দিয়ে জাগিয়ে দেওয়া।
আরও বই দেখুনঃ
- আমার প্রিয় ভৌতিক গল্প pdf বই ডাউনলোড
- ভৌতিক অমনিবাস pdf বই ডাউনলোড
- ভৌতিক গল্পসমগ্র pdf বই ডাউনলোড
- কোকা পন্ডিত pdf বই ডাউনলোড
- মেঘনাদবধ কাব্য দ্বিতীয় সর্গ pdf বই ডাউনলোড
প্রথম প্রথম মানুষেরা চমকে উঠে কে কে বলে জেগে উঠলেই সে খিলখিল শব্দে খোনা হাসি হেসে আরও সুরসুড়ি দিত। শেষ পর্যন্ত লোকে ভয় না করে গায়ে পায়ে হাত ঠেকলেই হাত-পা ছুড়ে ভূতটাকে লাথি মেরে সরিয়ে দিত। তখন সে আবার অন্য পথ ধরে জ্বালাতন করত, বাবলার কাটাঁ ভেঙে এনে ফুটিয়ে দিল জ্বালাতন করত। বৈরিগীতলায় কটুম ভুত ছিল। এখানে বৈরিগীদের একটা খুব ভালো আখড়া ছিল। সেখানে উৎবৃষ্ট বেলগাছ ছিল।
লোকে বলত বাদশাহি বেল। এই বেলের লোভে অনেক কটুম ভুত আসত। সকলকে তাড়িয়ে এখানে-পাকা-পোক্ত মোহন্ত ভুত হয়েছিস সে এক কোটম পন্ডিত ভুত। তিলক ফোটাঁকাটা মোটা চৈতনওয়ালা মহাপন্ডিত। শুনেছি তার মতো বৈষবশাস্ত্রে সাহিত্যে পন্ডিত দেশে দু-চারটের বেশি ছিল না। ক র গ ছ শব্দগুলো শুনলেই ফুপিয়ে ফুপিয়ে কাদঁতেন।
কয়ে-কৃষ্ঞ রয়ে-রাধা গয়ে গৌরাঙ্গ গোবিন্দ চ-য়ে চৈতন্য। মৃত্যুর পর রথ এসেছিল তাকে নিতে, কিন্তু তিনি যায়নি। বলেছিলেন, ওহে সারথি, তুমি বাবা রথ নিয়ে ফিরে যাও। আমার কিছু কাজ বাকি আছে, মানে গোটাকতক মামলা চলছে আদালতে। সে কটা শেষ না-হওয়া পর্যন্ত যেতে আমি পারব না। রথ ফিরে গিয়েছিল । বৈষবপতি জীবনকালে শুধু বৈষবশাস্ত্র নিয়েই কারবার করেননি তারঁ আইনজ্ঞান মামলাজ্ঞান ছিল টনটনে।
এ চাকলায় ফৌজদাতি দেওয়ানি সে মামলাই হোক পন্ডিত মোহন্ত তার একপক্ষের তদ্বিরে থাকতেনই বৈষব-শাস্ত্র নিয়ে কথা না বললে তারঁ বুক ধড়ফড় করত, মাথা ধরত। আর মামলা নিয়ে কোনদিন যদি আলাপ আলোচনা না হত তা হলে তার পেট কামড়াত এবং যা খেতেন তার একটি দানাও হজম হত না।
নিচে ভৌতিক গল্প সংকলণ এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | গীতাঞ্জলী |
বইয়ের ধরণঃ | গল্প বিষয়ক |
বইয়ের সাইজঃ | 13.9 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | অমিতাভ বসু |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন