ভৌতিক অমনিবাস pdf বই ডাউনলোড। জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোন যুক্তিসঙ্গত কারণ খুঁজিয়া পাওয়া যায় না তাহাকে আমরা অতিপ্রাকৃত বলিয়া অভিহিত করি। জানি না, হয়ত খুজিঁতে জানিলে তাহাদের সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বাহির করা যায়। মানুষের বিচার বুদ্ধি ও অভিজ্ঞতলব্ধ কারণগুলি ছাড়া অন্য কারণ হয়ত আমাদের থাকিতে পারে ইয়া লইয়া তর্ক উঠাইব না।
শুধু এইটুকু বলিব, সেরূপ কারণ যদিও থাকে আমাদের মত সাধারণ মানুষের দ্বারা তাহা আবিস্কার হওয়া সম্ভভ নয় বলিয়াই তাহাদিগকে অতিপ্রাকৃত বলা হয়।আমার জীবনে একবার এইরূপ ঘটনা ঘটেছিল।
আরও বই দেখুনঃ
- আমার প্রিয় ভৌতিক গল্প pdf বই ডাউনলোড
- ভৌতিক গল্পসমগ্র pdf বই ডাউনলোড
- সম্ভাব্যতা pdf বই ডাউনলোড
- মিসির আলি অমনিবাস ২ pdf বই ডাউনলোড
যাহার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোন দিনই খুঁজিয়া পাই নাই পাঠকদের কাছে তাই সেটি বর্ণনা করিয়াই আমি খালাস, তাহাঁরা যদি সে রহস্যের কোন স্বাভাবিক সমাধান নির্দেশ করিতে পারেন, যথেষ্ট আনন্দলাভ করিব। ঘটনাটি এইবার বলি। কয়েক বছর আগের কথা। মানভূমি জেলার চেরো নামক গ্রামের মাইনর স্কুলে তখন মাস্টারি করি।
প্রসঙ্গক্রমে বলিয়া রাখি, চেরো গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমনতর যে এখানে কিছুদিন বসবাস করিলে বাংলাদেশের একঘেয়ে সমতল ভূমির কোন পল্লী আর চোখে ভাল লাগে না। একটি অনুচ্চ পাহাড়ের ঢালু সামুদেশ জুড়িয়া লম্বালম্বিভাবে সারা গ্রামের বাড়ি-গুলি অবস্থিত। সর্বশেষ সারির বাড়ীগুলির খিরকির দরজা খুললেই দেখা যায় ।
পাহাড়ের উপরকার শাল, মহুয়া, কুর্চি, বিশ্ববৃক্ষের পাতলা জঙ্গল; একটি সুবৃহৎ বটগাছ ও তাহার তলায় বাধাঁনো বেদী, ছোট বড় শিলাখন্ড ও ভেলা-কাটার ঝোপ। আমি যখন প্রথম ও-গ্রামে গেলাম তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াইতে উঠিয়া এক জায়গায় শালবনের মধ্যে একটি পাথরের ভাঙ্গা মন্দির দেখিতে পাইলাম।
সঙ্গে ছিল আমার দুইটি উপরের ক্লাসের ছাত্র তাহারা মানভূমের বাঙালী। একটা কথা চেরো গ্রামের বেশিরভাগ অধিবাসী মাদ্রাজী, যদিও তাহারা বেশ বাংলা বলিতে পারে! অনেকে বাংলা আচার ব্যবহারও অবলম্বন করিয়াছে। কি করিয়া মানভূমি জেলার মাঝখানে এতগুলি মাদ্রাজী অধিবাসী আসিয়া বসবাস করিল, তাহার ইতিহাস আমি বলিতে পারি না।
নিচে ভৌতিক অমনিবাস এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | রহস্য বিষয়ক |
বইয়ের সাইজঃ | 10.4 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | অদ্রীশ বর্ধন |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন