ব্লাডস্টোন pdf বই ডাউনলোড। রাজ মহলের এই অংশে প্রবেশাধিকার সংরক্ষিত। শুধুমাত্র সম্রাট ও সম্রাজ্ঞীর বিশেষ আস্থা-ভাজন কিছু দাস-দাসী অবাধে যাতায়াত করার সুযোগ পায়, কিন্তু সাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। ভুলেও কেউ যদি প্রবেশ করে সরিসরি শাস্তি হিসেবে গর্দান যাওয়ার সম্ভাবনা রয়েছে! বিশাল শয়নকক্ষের দেয়াল জুড়ে নয়নাভিরাম কারুকার্য। পাথুরে দেয়ালে আকাঁ প্রতিটি নকশায় ব্যাবিলনের শ্রেষ্ঠ শিল্পীদের নিপুণ পরিচর্যার পরিচয় পাওয়া যায়।
দক্ষিণ-মুখী জানালা দিয়ে বােইরে তাকালে দৃষ্টির সামনের অবমুক্ত হয় ঝাকঁ জমক পূর্ণ ব্যাবিলন নগরীর সমস্ত আয়োজন। গোলাকৃতির নরম পশমি বিছানার চারিদিক সাদা রঙ্গের পাতলা অর্থ স্বচ্ছ পর্দা দিয়ে ঘেরা। তবে সেই পর্দা কোনক্রমেই দৃষ্টিপথে বাধা হতে পারেনি, এপাশ থেকে ওপাশ খালিকটা ঝাপসা হলেও দেখা যায় অ্যামিতিস? নারী কোথায় তুমি? কারো সাড়া শব্দ নেই।
আরও বই দেখুনঃ
- সম্রাট pdf বই ডাউনলোড
- শিশুর পরিচর্যা pdf বই ডাউনলোড
- বাদশাহ নামদার pdf বই ডাউনলোড
- কমিউনিকেশন নো টেনশন pdf বই ডাউনলোড
- প্রথম প্রহর pdf বই ডাউনলোড
সম্রাট নেবুচাদনেজার সমস্ত মহল ঘুরে এসেছেন, কোথাও তার প্রাণপ্রিয় রাণী অ্যামিতিস এর দেখা মেলেনি। এমনকি দাস দাসীরাও কেউ বলতে পারছে না রানী কোথায় গেছে। ব্যাবিলনের সম্রাজ্ঞীর এই অদ্ভুত স্বভাবের সাথে অবশ্য সম্রাট আগে থেকেই পরিচিত। প্রায়ই সম্রাজ্ঞী অ্যামিতিসকে অদ্ভুত এক বিষন্নতা পেয়ে বসে। তখন তার আশে পাশে অতি আগ্রহজনক কোন ঘটনার ঘটলেও সে উদাস চোখে তাকিয়ে থাকে।
যেন কিছুতেই কিছু যায় আসেনা। কিসের যেন অভাব তার! তিনটি সন্তানের জন্ম হয়েছে তাদের। প্রথম দুটি সন্তানের জন্ম হয় অ্যামিতিসের পিতার রাজ্যে অবস্থান করেছেন। কিন্তৃ তৃতীয় সন্তানের জন্ম হওয়ার পর সম্রাট নেবুচাদনেজার স্ত্রী ও সন্তানদের ব্যাবিলনে নিয়ে আসেন। প্রথমে কিছুকাল খুব ভাল-ই কাটল, কিন্তু তারপর থেকেই সম্রাট লক্ষ্য করছেন রানীর আর এখানে মন টেকে না।
অ্যামিতিসের কিসের অভাব? নেবুচাদনেজারের রাজ্যে অভাব বলে কিছু নেই । ব্যাবিলনের সার্বভৌমত ফিরিয়ে আনা সম্রাট নাবাপোলাসাব সুযোগ্য উত্তরসরি সে তার অধীনস্থ টাইগ্রিস নদীর এপাশের ব্যাবিলনীয় অধিবাসীরা এখন অন্যান্য সময়েল চেয়ে অনেক ভাল আছে। রানী অ্যামিতিসের স্বভাবের মধ্যে এখনও একটা শিশুসূলব ব্যাপার রয়েছে।
নিচে ব্লাডস্টোন pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | আদী প্রকাশন |
বইয়ের ধরণঃ | থ্রিলার বিষয়ক |
বইয়ের সাইজঃ | 11.4 MB |
প্রকাশ সালঃ | ২০১৫ |
বইয়ের লেখকঃ | নাজিম উদ দৌলা |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন