Saturday, October 18, 2025
Homeইতিহাসবিষ্ফোরণ pdf বই ডাউনলোড

বিষ্ফোরণ pdf বই ডাউনলোড

বিষ্ফোরণ pdf বই ডাউনলোড। সরু সরু প্যাঁচালো গলি আর তার দুপাশে আদ্যিকালের ছিরিছাদঁহীন মস্ত মস্ত ইমারতগুলো গা-ঘেষাঘেসি করে দাঁড়িয়ে আছে। এই হল মুম্বাইয়ের জাভেরি বাজার। এটা কিন্তু তার বাইরের চেহারা। সারা মুম্বাই পঞ্চাশ বছরে আগাগোড়া বদলে গেছে। হাজার হাজার আকাশছোঁয়া স্কাইস্ক্রেপার, অগুনতি ফ্লাইওভার, নতুন এয়ারপোর্ট ডজন ডজন ফাইভ-স্টার হোটেল, কত যে মল, মাল্টিপ্লেক্স, সমুদ্রসৈকতে রকমারি বিনোদনের বিপুল আয়োজন সব মিলিয়ে এ এক স্বপ্নের নগরী।

কিন্তু জাভেরি বাজার একশো বছর আগে যেমন ছিল, অবিকল তেমনই রয়ে গেছে। পুরনো চিরস্থায়ী স্মৃতিচিহেৃর মতো তার কোনও পরিবর্তন নেই। অবশ্য সাবেক বিল্ডিংগুলো মাঝে মাঝে মেরামত করিয়ে নতুন রংটং লাগানো হয়।

আরও ইসলামিক বই দেখুনঃ

এই সব ইমারতের দোতলা থেকে ওপরের ফোরগুলোর প্রায় প্রতিটি কামরা যেন পায়রার খোপ। এক-একটা খোপে পাশাপাশি বসে দশ-বারোজন সোনার গয়না আর হিরের গয়নার কারিগর সকাল ন*টা থেকে রাত আট*টা সাড়ে আটটা অবধি ঘাড় গুজেঁ কাজ করে যায়। এদের সবার সামনে তিন ফুট বাই আড়াই ফুট মাপের ছোট ছোট, নিচু টেবিল।

সোনার কারিগররা এক হাত ব্লোয়ারের মুখ থেকে সাপের জিভের মতো লিকলিকে আগুনের ঝলক বের করে টেবিলের ওপর সোনার পাত বসিয়ে নেকলেস, ব্রেসলেট, আংটি, নাকছাবি বা ইয়ার-রিংয়ের কাঠামো তৈরি করে আর হিরের কারিগররা সেই সব কাঠামোয় হিরে বসায়। হিরে নিয়ে যাদের কাজ তাদের সংখ্যাই বেশি। ঘর জুড়ে সারি সারি ধ্যানমগ্ন সব কারুশিল্পীর দল।

প্রতিটি খোপের পেছন দিকের কুঠুরিতে এই সব কারিগরদের শোওয়ার ব্যবস্থা। কাজের শেষে স্নান-টান সেরে এদের অনেকেই পোশাক পালটে বেরিয়ে পড়ে। কেউ মেরিন ড্রাইভ কি গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে বেড়াতে যায়।

কেউ বা সিনেমায় রগরগে হিন্দি সিনেমা দেখে বাইরে রাতের খাওয়াদাওয়া চুকিয়ে ফিরে আসে। তারপর কাজের জায়গায় পেছন দিকের ঘরগুলোতে নিজের নিজের বিছানা বিছিয়ে গাদাগাদি করে শুয়ে পড়ে। তবে বিবাহিত যারা বউ বাচ্ছা আছে, তারা থাকে অনেক দূরে খার, বান্দ্রা, সিওন, মুলুন্দ বা ঘাটকোপারের মতো শহরতলির নানা এলাকায়।

নিচে বিষ্ফোরণ এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

বিষ্ফোরণ pdf বই ডাউনলোড

প্রকাশকঃ    দেজ পাবলিশিং  
বইয়ের ধরণঃ  ইতিহাস বিষয়ক 
বইয়ের সাইজঃ  8.12 MB
প্রকাশ সালঃ  
বইয়ের লেখকঃ  প্রফুল্লা রায়
অনুবাদঃ  


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site