বিদেশী গুপ্তচর ১ pdf বই ডাউনলোড । এক চৌরঙ্গীর কন্টিনেন্টাল হোটেল। বিদায়ের আগে এক কাপ কফি খাচ্ছে রানা লাউঞ্জে বসে। কফিটা এরা বানায় ভাল। সুটকেস গোছানোর ভার গিলটি মিঞার ওপর ছেড়ে দিয়ে নেমে এসেছে ও চার তলার স্যুইট থেকে। ট্যাক্সির জন্যে বলা হয়েছে পাের্টারকে, এতক্ষণে এসে গেছে হয়তো। যাত্রার সব আয়োজন শেষ। ভিয়েনায় চলেছে ও ইন্টারপোলের এক গুরুত্বপূর্ণ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে।
কফির কাপে তৃতীয় চুমুক দিয়েই কান খাড়া হয়ে গেল রানার।
‘আচ্ছা এই হোটেলে মাসুদ রানা বলে কেউ উঠেছেন কি? কণ্ঠস্বরটা কাঁপা কাঁপা।
চট করে চোখ তুলল রানা। এক বৃদ্ধা। বয়স ষাট-পঁয়ষট্টির কম হবে না। সম্ভ্রান্ত চেহারা। বেশিরভাগ চুলই পাকা । হাতের চামড়া ঝুলে পড়েছে, জরজর, কোঁচকানো। বাঁ হাতে একটা স্কুলটীচারী ছাতা আর উনিশশো ছত্রিশ মডেলের ভ্যানিটি ব্যাগ। ডান হাতে রিসেপশন কাউন্টারের ব্রাস-রেল আঁকড়ে ধরে পুরু লেন্সের চশমার ভিতর দিয়ে চেয়ে রয়েছেন বৃদ্ধা ব্যস্ত ক্লার্কের মুখের দিকে। রানা লক্ষ করল, পা দুটো কাঁপছে মহিলার, মনে হচ্ছে ব্রাস-রেল ছেড়ে দিলেই পড়ে যাবেন হুড়মুড় করে ।
আরও দেখুনঃ রত্নদ্বীপ, কুউউ pdf বই ডাউনলোড ঘরে বসে আয় করুন pdf বই ডাউনলোড
মুখ না তুলেই জবাব দিল রিসেপশন ক্লার্ক, ‘উঠেছিলেন, কিন্তু আজ চলে যাওয়ার কথা, খুব সম্ভব চলে গেছেন।’
‘কোথায়?’ ফ্যাকাসে হয়ে গেল বৃদ্ধার মুখটা।
‘জানি না, ঝাঝাল কন্ঠে কথাটা বলে বিরক্ত দৃষ্টিতে চাইল ক্লার্ক মহিলার মুখের দিকে, সম্ভ্রান্ত চেহারা চিনতে ভুল করল না, ঘাড় ফিরিয়ে দেখল চাবি ঝোলানো বোর্ডটার দিকে, একটা মোটা রেজিস্টার উল্টে দেখল। ‘দেড়টায় ফ্লাইট। আর পঁয়তাল্লিশ মিনিট আছে।’ হঠাৎ ব্যস্ত হয়ে উঠল সে। ‘এতক্ষণ পর্যন্ত কি করছে লোকটা ঘরে বসে?’ হাত বাড়িয়ে টেলিফোনের রিসিভারটা তুলে নিয়ে কানে ধরল ক্লার্ক, পরমুহূর্তে চোখ ঘেল তার পোর্টারের দিকে, সেদিকে ইঙ্গিত করে বলল মহিলাকে, ‘ট্যাক্সি এসে গেছে। দেখা হবে না এখন। ওই দেখুন মালপত্র নামছে।’
নিচে বিদেশী গুপ্তচর ১ pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সেবা প্রকাশনী বইয়ের ধরণঃ এডভেঞ্চার - মাসুদ রানা সিরিজ বইয়ের সাইজঃ 0.30 MB প্রকাশ সালঃ 1974 ইং বইয়ের লেখকঃ কাজী আনোয়ার হোসেন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন