Sunday, October 19, 2025
Homeএডভেঞ্চারবিদায় রানা pdf বই ডাউনলোড

বিদায় রানা pdf বই ডাউনলোড

বিদায় রানা pdf বই ডাউনলোড । ধমক খেয়ে চুপসে গেলেন মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) রাহাত খান। ‘দিস ইজ ক্রাইম! ক্লিন মার্ডার!’ কালো লোমের নক্সা কাটা ফর্সা হাতে ধরা ব্রায়ার টোবাকো পাইপটা পিস্তলের মত তাক করলেন প্রবীণ ভদ্রলোক রাহাত খানের কাঁচাপাকা ভুরুর মাঝ বরাবর।

‘তুমি! তুমিই খুন কর ছেলেটাকে! বহুবার বলেছি তোমাকে, সহ্যের একটা সীমা আছে…দেয়ার ইজ এ লিমিট! তোমার বিচার হওয়া উচিত, খান।

কাঁচাপাকা ফ্রেঞ্চকাট দাড়ি। স্টীলের তৈরি চকচকে রুপোলী ফ্রেমের চশমা। শালপ্রাংশু দেহের নিযুত মাপ নিয়ে কাটা নীলচে ট্রপিক্যাল স্যুট। বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের চীফ রাহাত খানের মুখোমুখি, ডেস্কের এধারে চোখ গরম করে বসে আছেন ডাক্তার মাহফুজ রেযা।

ঘন ঘন টান মারলেন রাহাত খান চুরুটে। ধোঁয়া বেরুচ্ছে না দেখে ডান হাত বাড়িয়ে ডেস্কে লাইটারটা খুঁজলেন। পেলেন না। লাইটারটা লুকিয়ে রেখেছেন বা হাতের মুঠোর ভিতর, নিজের অজান্তেই খুঁজে দিচ্ছেন তিনি অ্যাশট্রেতে চুরুটটা। থমথম করছে মুখটা। ‘কিন্তু মাহফুজ, আমি..মানে।’

‘ফের তর্ক করে!’ চাপা কণ্ঠে হুঙ্কার ছাড়লেন ডাক্তার মাহফুজ। আমার চেয়ে বেশি বোঝো তুমি? কী মনে করছ তুমি নিজেকে, অ্যাঁ? দেড়শো রোগীকে বসিয়ে রেখে মূল্যবান তিনটে মিনিট খরচ করতে এসেছি আমি আর একটা মুমূর্ষ রোগীর স্বার্থে…।

আরও দেখুনঃ
অদৃশ্য শত্রু pdf বই ডাউনলোড
গুপ্তহত্যা pdf বই ডাউনলোড

ছ্যাঁৎ করে উঠল রাহাত খানের বুক। ‘রানা মুমূর্ষ?’ ছাইয়ের মত হয়ে গেল মুখের চেহারা। বাঁ হাতের মুঠো খুলে গেল আপনাআপনি। গড়িয়ে পড়ল লাইটারটা ডেস্কের উপর খট করে। ডাক্তার মাহফুজ শুধু অসংখ্য বিদেশী ডিগ্রীধারী মেডিক্যাল প্র্যাকটিশনারই নন, সাইকিয়াট্রির একজন ডাকসেঁটে এম, ডি এবং স্বনামধন্য স্কলার জানা–আছে তাঁর। অনেক সাধ্য সাধনা করে তাকে এনেছেন তিনি বি.সি.আই-এর মেডিক্যাল অ্যাডভাইজার হিসেবে। অকারণে খেপে ওঠার মানুষ ইনি নন।

তর্জনী ভাঁজ করে উল্টো পিঠের গাঁট দিয়ে রাহাত খানের সামনে রাখা ফাইলে ঠক্ঠক্ করে দু’বার টোকা মারলেন ডাক্তার মাহফুজ। ‘এইমাত্র না পড়লে রিপোর্টটা? কি বলেছি এতে, বোঝোনি? না বুঝে থাকলে একটা মেডিক্যাল বোর্ড গঠন করে তার ওপর ছেড়ে দাও ওর চিকিৎসার ভার,’ বন্ধুর দিকে তীব্র দৃষ্টিতে চেয়ে রইলেন ক’সেকেন্ড, তারপর প্রশ্নটা ছুঁড়ে দিলেন তীক্ষ্ণ শরের মত, ‘বলতে পারো কতবার নবজন্ম লাভ করেছে মাসুদ রান?’

নিচে বিদায় রানা pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

বিদায় রানা pdf বই ডাউনলোড

প্রকাশকঃ সেবা প্রকাশনী
বইয়ের ধরণঃ এডভেঞ্চার - মাসুদ রানা সিরিজ
বইয়ের সাইজঃ 14.7 MB
প্রকাশ সালঃ 1977 ইং
বইয়ের লেখকঃ কাজী আনোয়ার হোসেন


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site