Sunday, October 19, 2025
Homeসাইন্স ফিকশনবিজ্ঞানী অনিক লুম্বা pdf বই ডাউনলোড

বিজ্ঞানী অনিক লুম্বা pdf বই ডাউনলোড

বিজ্ঞানী অনিক লুম্বা pdf বই ডাউনলোড । আমি জানি, বেশিরভাগ মানুষই বিশ্বাস করবে না যে বিখ্যাত বিজ্ঞানী অনিক লুম্বার নামটা আমার দেওয়া। এজন মানুষ, যার বয়ষ প্রায় আমার বয়সের কাছাকাছি, তাকে হঠাৎ করে একটা নতুন নাম দিয়ে দেওয়াটা এত সোজা না। হেজিপেজি মানুষ হলেও একটা কথা ছিল কিন্তু অনিক লুম্বা মোটেও হেজিপেজি মানুষ নয়।

সে রীতিমতো একজন বিজ্ঞানী মানুষ, তাই কথা নেই বার্তা নেই সে কেন আমার দেওয়া নাম নিয়ে ঘোরাঘুরি করবে? কিন্তু সে তাই করছে, আমি নিজের চোখে দেখেছি কেউ যদি তাকে জিজ্ঞেস করে, “ভাই আপনার নাম?”

সে তখন সরল মুখ করে বলে, “অনিক লুম্বা।” মানুষজন যখন অবাক হয়ে তার দিকে চোখ বড় বড় করে তাকায় তখন সে একটু গরম হয়ে বলে, “এত অবাক হচ্ছেন কনে? একজন মানুষের নাম কি অনিক লুম্বা হতে পারে না?” সত্যি কথা বলতে কি, একজন বাঙালির এরকমন নাম হবার কথা না, কিন্তু সেটা কেউই তাকে বলতে সাহস পায় না। তাড়াতাড়ির মাথা নেড়ে বলে, “পারে পারে, অবশ্যই পারে।” বিজ্ঞানী অনিক লুম্বা তখন দাঁত বের করে হাসে।

কেমন করে এ নামকরণ হয়েছে সেটা বুঝতে হলে সুব্রতের কথা একটু জানতে হবে। সুব্রত হচ্ছে আমার স্কুলজীবনের বন্ধু। আমরা একসাথে স্কুলে নিল-ডাউন হয়ে থেকেছি, কানে ধরে উঠবস করেছি এবং বেঞ্চের ওপর দাঁড়িয়ে থেকেছি।

আরও দেখুনঃ
বৈশাখের হাহাকার ও অন্যান্য pdf বই ডাউনলোড
বৃষ্টির ঠিকানা pdf বই ডাউনলোড

বড় হাবার পর আমার সব বন্ধুবান্ধব বিদেশে পাচার হয়ে গেছে, যারা পাচার হয় নি তারা চাকরিবাকরি বা ব্যবসাপাতি কের এত উপরে উঠে গেছে যে আমার সাথে কোনো যোগাগেযাগ নেই। হঠাৎ কোথাও দেখা হলে তারা না দেখার ভান কের পাশ কাটিয়ে চলে যাবার চেষ্ট করে। নিতান্তই সেই সুযোগ না হলে অবাক হবার ভান করে বলে, “আরে! জাফর ইকবাল না?”

আমি বলি, “হ্যাঁ। আমি জাফর ইকবাল।” সে থকন আপনি-তুমি বাঁচিয়ে বলে, “আরে! কী খবর? আজকাল কী করা হয়?”

আমি বিশেষ কিছু করি না, সেটা বলা শুরু করতেই তারা ইতিউতি তাকাতে থাকে, ঘড়ি দেখতে থাকে আর হঠাৎ করে আমার কথার মাঝখানে বলে ওঠে, “ইয়ে, খুব ব্যস্ত আজকে।

নিচে বিজ্ঞানী অনিক লুম্বা pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

বিজ্ঞানী অনিক লুম্বা pdf বই ডাউনলোড

প্রকাশকঃ 
বইয়ের ধরণঃ সায়েন্স-ফিকশন
বইয়ের সাইজঃ 4.73 MB
প্রকাশ সালঃ ইং
বইয়ের লেখকঃ মোহাম্মদ জাফর ইকবাল


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site