বিচুর্ণ সিংহাসন pdf বই ডাউনলোড। হিশাম বিন ইসমাইল আল-মাখযুমি সে-রাতে ঘুমুতে পারেন নি। তিনি যে-প্রাসাদে বাস করেন তা বিলাসবহুল প্রসাদ বলা চলে। চারপাশে ছড়িয়ে আছে মিষ্টি সুবাস। কক্ষগুলোতে শোভা পাচ্ছে মূল্যবান আসবাবপত্র। বিছানো আছে দামি গালিচা। সবকিছু মদিনার অভিভাবক আমিরের ব্যক্তিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারঁ সেবায় নিয়োজিত আছে অনেক খাদেম ও দাস।
তারঁ একটি আদেশ একটি কথাই যথেষ্ট। আমিরের ডাকে সাড়া দেওয়ার জন্য একটি বিরাট দল সবসময় প্রস্তুত। রেশমের বিছানায় শুয়ে ছিলেন তিনি। চারপাশে ঝলমল করছিলো রেশমি পশম। সেগুলো যেনো ধারালো কাটাঁর মতো বিঁধছিলো তারঁ গায়ে।
আরও বই দেখুনঃ
- অটল সিংহাসন, মৃত্যুর ঠিকানা pdf বই ডাউনলোড
- তোমাদের জন্যে ভালোবাসা pdf বই ডাউনলোড
- মধুসূদন রচনাবলী pdf বই ডাউনলোড
- প্লেন ক্র্যাশ pdf বই ডাউনলোড
- শ্রেষ্ঠ গল্প বনফুল pdf বই ডাউনলোড
তেলের যে-বাতিগুলো জ্বলে জ্বলে কামরাটিকে আলোকি রাখতো সেগুলো নিভে যাচ্ছিলো। নিভে যাওয়ার জন্য ধুঁকছিলো সেগুলো।আবছা অন্ধকার থেকে কৌতূহলী চোখ যেনো সেদিকে তাকিয়েছিলো। তারঁ অন্তর-কুঠুরিতে গোপন কিছু উকি দিয়েই মিলিয়ে যাচ্ছিলো। কিছু স্মৃতি উড়ে বেড়াচ্ছিলো। তারঁ মনের আকাশে।
হিশাম বিছানার ওপর লাফ দিয়ে উঠে বসলেন। চোখে তারঁ জমাট-বাঁধা জল। চেহারায় তারঁ মলিনতার ছাপ। তিনি তেলের বাতি ও মোমবাতিগুলো নিভিয়ে দিতে শুরু করলেন। ফুঁ দিয়ে এক-একটি বাতি নেভান এবং তারঁ মনের কষ্ট-গ্লানি-অনুতাপ কিছুটা কমে।
একসময় গোটা কামরা অন্ধকারে ছেয়ে গেলো। চারপাশে নেমে এলো পিনপতন নীরবতা হিশাম মনের গভীরতায় কিছুটা স্বস্তি অনুভব করলেন। তিনি শোনা যায় না এমন আওয়াজে প্রায় ফিসফিস করে কিছু বললেন। কী জমাট আঁধার! যেনো তা আরো গাঢ় ও রহস্যময় হয়ে উঠছে। চোখে কিছুই ঠাহর করা যাচ্ছে না। বাতির কেঁপে কেঁপে ওঠা আলো নয়, দেয়ালে কম্পমান ছায়া নয়।
বাহারি রঙে আর পর্দা নয়-কিছুই দেখা যাচ্ছে না। থকথকে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এই অন্ধকারই আমাকে স্বস্তি দিচ্ছেদ; বিড়বিড় করে বললেন হিশাম। আর আলো আলোতে আমি স্বস্তি পাচ্ছি না। আলো আমার দেঞ ও আত্মা উন্মোচিত করে দেয়। যদি বইটি পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে বিচুর্ণ সিংহাসন pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | মাকতাবাতুল ইসলাম |
বইয়ের ধরণঃ | ইসলামিক সাহিত্য |
বইয়ের সাইজঃ | 34.4 MB |
প্রকাশ সালঃ | ২০১৯ |
বইয়ের লেখকঃ | নাজিব আল-কিলানি |
অনুবাদঃ | মাওলানা আব্দুস সাত্তার আইনী |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন