Friday, October 17, 2025
Homeউপন্যাসবাসস্টপে কেউ নেই pdf বই ডাউনলোড

বাসস্টপে কেউ নেই pdf বই ডাউনলোড

বাসস্টপে কেউ নেই pdf বই ডাউনলোড । ঘুমচোখে নিজের ঘর থেকে বেরোবার মুখে পাশের ঘরের পর্দাটা সাবধানে সরিয়ে রবি তার বাবাকে দেখতে পায়। খোলা স্টেটসম্যানের আড়াল থেকে ধোঁয়া উঠছে, আর সামনে একটা ক্ষুদে টেবিলের ওপর এক জোড়া পা, পায়ের পাশে একটা গরম কফির কাপ। ঐ স্টেটসম্যান , পা আর কফির কাপ– ঐ তার বাবা। রবি প্যাণ্টের পকেটে হাত ভরে রিভলভারটা বের করে আনল। সেটা তুলল, এক চোখ ছোচো করে লক্ষ্যস্থির করল। তারপর টিপল ট্রিগার ।

ঠিসুং…ঠিসুং…ঠিসুং…তিনটে বুলেট ছুটে গেল চোখের নিমেছে। স্টেটসম্যানটা খসে পড়ে যায় প্রথমে, দামী স্প্রিংয়ের ওপর দুর্ধর্ষ নরম ফোম রবারের গদির ওপর চলে পড়ে যায় বাবা, গদির ওপর দুলতে থাকে শরীর। বাবা চম
কার একটা মৃত্যু চিৎকার দেয়–আঃ আ আ আ…

রবি হাসে একটু। রিভলভারটা আবার পকেটে ভরে দু পা এগোয়, তার বাবা দেবাশিস শুয়ে থেকেই তার দিকে চেয়ে রলে–শট্! শট!

রবির ঘুমমাকা কচি মুখে চাপা রহস্যময় হাসি। বলে–নাইস অব ইউ টেলিং দ্যাট।

দেবাশিস উঠে বসে। জ্বলন্ত সিগারেটটা ঠোঁটে নেয়। স্টেটসম্যানটা দিয়ে মুখ ঢাকার আগে বলে–প্রসিড টুওয়ার্ডস দা বাথরুম ম্যান।

-ইয়া। বলে রবি হাই তোলে। ডাকে- দিদি।

অমনি অন্য পাশের ঘরের পর্দা সরিয়ে আধবুড়ি ঝি চাঁপার হাসিমুখ উঁকি দেয়-সোনা।

আরও দেখুনঃ
পাগলা সাহেবের কবর pdf বই ডাউনলোড
ঝিলের ধারে বাড়ি pdf বই ডাউনলোড

দুহাত বাড়িয়ে রবি ঘুমন্ত গলায় বলে-কোল।
চাঁপা তাকে কোলে নেয়। এই সকালের প্রথম বাথরুমে যাওয়াটা বড় অপছন্দ রবির। একটু সময় সে দিদির কোলে থাকে রোজ সকালে। কাঁধে মাথা রেখে হাই তোলে।

চাঁপা কানে কানে বলে—আজ রবিবার।
-হুঁ।
-ছুটি।
-ইয়া।
-সোনাবাবু আজ কোথায় কোথায় যাবে বাবার সঙ্গে?

কচি মুখখানা একরকম সুস্বাদু হাসিতে ভরে যায় রবির। প্রকাণ্ড শার্শিওলা চওড়া জানালার কাছে এসে চাঁপা পর্দা সরিয়ে দেয়। সাততলার ওপর থেকে বিশাল কলকাতার দৃশ্য ছবির মতো জেগে ওঠে। নীচে একটা মস্ত পার্ক। পার্কের মাঝখানে পুকুর। চারধারে বাঁধানো রাস্তায় লোকজন হাটছে।

ও ঘরে টেলিফোন বাজে, রিসিভাব তুলে নেওয়ার ‘কিট’ শব্দ হয়। তারপর দেবাশিসের স্বর—হ্যালো।

নিচে বাসস্টপে কেউ নেই pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

বাসস্টপে কেউ নেই pdf বই ডাউনলোড

প্রকাশকঃ ডি.এম লাইব্রেরী
বইয়ের ধরণঃ উপন্যাস
বইয়ের সাইজঃ 5.85 MB
প্রকাশ সালঃ 1961 ইং
বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site